‘বাংলা সামলাতে পারছে না, অসমে গিয়ে গন্ডগোলের চেষ্টা করছে তৃণমূল’: দিলীপ ঘোষ
Last Updated:
#আলিপুরদুয়ার: অসমে পাঁচ বাঙালিকে গুলি করে খুন ৷ সেই ঘটনার পর ৪৮ ঘণ্টা কেটে গিয়েছে ৷ এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ ৷ কে আদতে দায়ী ? সেই নিয়েও অন্ধকারে পুলিশ প্রশাসন ৷ কিন্তু এহেন পরিস্থিতিতেও অসম নিয়ে রাজনৈতিক তরজা তুঙ্গে ৷
কি পরিস্থিতি সেখানকার ? তা খতিয়ে দেখতেই গতকাল কলকাতা থেকে অসম যায় তৃণমূলের একটি বিশেষ প্রতিনিধি দল ৷ সেই বিষয়টি নিয়ে শাসক দলের চরম সমালোচনা করলেন রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ ৷ তিনি বলেন, ‘বাংলা সামলাতে পারছে না তৃণমূল ৷ সেখানে অসমে গিয়ে গন্ডগোলের চেষ্টা করছে তৃণমূল ৷ অসমিয়া-বাঙালি গন্ডগোল বাধানোর চেষ্টা ৷’ আলিপুরদুয়ারে দলীয় কর্মসূচিতে তৃণমূলকে তোপ দিলীপ ঘোষের ৷
advertisement
advertisement
তবে, অসমের ঘটনায় যথেষ্ট চাপের মুখে পড়েছে বিজেপি ৷ পরিস্থিতি থেকে রেহাই পেতে স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংকে ‘কাঁচা’ বাংলা ভাষায় চিঠি লিখেছেন রাজ্য বিজেপির সভাপতি দিলীপ ঘোষ ৷ বাঙালি হিন্দুদের মনে আত্মবিশ্বাস ফিরিয়ে তাঁদের নিরাপত্তা সুনিশ্চিত করার দাবি জানিয়েছেন রাজ্য বিজেপি সভাপতি ৷ পাশাপাশি রাজ্যে শান্তি ফিরিয়ে আনতে অসমের সরকার যাতে হাল ধরে, সেই বিষয়ে সরাসরি স্বরাষ্ট্রমন্ত্রীকেই আর্জি জানিয়েছেন দিলীপ ঘোষ ৷
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
November 05, 2018 7:09 PM IST