অবশেষে খুলছে শবরীমালা মন্দিরের দরজা, মোতায়েন ২,৩০০ জন পুলিশ

Last Updated:
#তিরুঅনন্তপুরম: ফের খুলছে শবরীমালা মন্দিরের দরজা ৷ গোটা বিষয়টি নিয়ে ফের আলোড়ন পড়ে গিয়েছে দেশজুড়ে ৷ বিশৃঙ্খল পরিস্থিতি এড়াতে আগেভাগেই সতর্ক রয়েছে মন্দির কর্তৃপক্ষ ৷ নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে গোটা মন্দির ৷
মন্দির চত্বরে মোতায়েন করা হয়েছে প্রায় ২,৩০০ জন পুলিশ কর্মী ৷ রয়েছে ২০জন সদস্যের কমান্ডো টিম এবং ১০০ জন মহিলা পুলিশ ৷ পুলিশ সূত্রে খবর, মন্দিরের ভিতরেও মহিলা পুলিশ নিয়োগ করা হয়েছে ৷ তবে, মন্দিরের নিয়ম মেনে ৫০ বছরের বেশী ৩০জন মহিলা সাব ইনস্পেকটর নিয়োগ করা হয়েছে ৷
পাম্বা, নিলাকালস এলাভাঙ্গাল এবং সন্নিধামান এলাকায় ৭২ ঘণ্টার জন্য ১৪৪ ধারা জারি হয়েছে ৷ সরকারি এবং সংবাদমাধ্যমের গাড়ি ছাড়া পাম্বা এলাকায় কোনও প্রাইভেট গাড়িকে ঢুকতে দেওয়া হচ্ছে না ৷ কেরল রাজ্য পরিবহন দফতরের তরফ থেকে নিলাক্কাল এবং পাম্বা এলাকার মধ্যে শাটেল সার্ভিস চালু করা হয়েছে ৷
advertisement
advertisement
পাশাপাশি মন্দির চত্বরে বিশৃঙ্খল পরিস্থিতি এড়াতে আয়াপ্পা ভক্তদের আগেভাগেই সতর্ক করেছে শবরীমালা কর্ম সমিতি ৷ মহিলা সাংবাদিকেরা মন্দিরের কাছেপিঠেও ঘেঁসতে পারবেন না ৷ এমনটাই নিদান দিয়েছেন তারা ৷
কারা রয়েছে শবরীমালা কর্ম সমিতিতে ? জাতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা যাচ্ছে, হিন্দুত্ববাদী সংগঠন, বিশ্ব হিন্দু পরিষদ এবং হিন্দু ঐক্যবেদী ৷ সুপ্রিম কোর্টের নির্দেশের পর দ্বিতীয় বারের জন্য খুলছে এই মন্দিরের দরজা ৷ মন্দির কর্তৃপক্ষ সূত্রে খবর, ট্রাভানকোর রাজত্বের সর্বশেষ রাজা ছিলেন চিথিরা থিরুনাল বলরাম ভার্মা ৷ সেই রাজার জন্মদিন উপলক্ষেই রয়েছে বিশেষ পুজো ৷ যার জেরে মঙ্গলবার বিকেলে রয়েছে আয়াপ্পার পুজো ৷ সেই পুজো উপলক্ষ্যেই খুলছে মন্দিরের দরজা ৷ মঙ্গলবার রাত ১০ টা পর্যন্ত খোলা থাকবে মন্দিরের দরজা ৷
বাংলা খবর/ খবর/দেশ/
অবশেষে খুলছে শবরীমালা মন্দিরের দরজা, মোতায়েন ২,৩০০ জন পুলিশ
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement