Dilip Ghosh: 'অবস্থান স্পষ্ট করা উচিত,' হিরণ প্রসঙ্গে বললেন দিলীপ

Last Updated:

Dilip Ghosh: বিজেপির তারকা বিধায়ক হিরণের প্রসঙ্গের পাশাপাশি এদিন তিনি মুখ খুললেন অমর্ত্য সেন এবং বিশ্বভারতীর বিষয়েও।

দিলীপ ঘোষ এবং হিরণ চট্টোপাধ্যায়
দিলীপ ঘোষ এবং হিরণ চট্টোপাধ্যায়
মালদহ: দু'দিনের মালদহ ও উত্তর দিনাজপুর সফরে এসে শনিবার নানা ইসুতে সংবাদমাধ্যমে বক্তব্য রাখেন বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ। বিজেপির তারকা বিধায়ক হিরণের প্রসঙ্গের পাশাপাশি এদিন তিনি মুখ খুললেন অমর্ত্য সেন এবং বিশ্বভারতীর বিষয়েও।
অমর্ত্য সেন সম্পর্কে দিলীপ বলেন, "অমর্ত্য সেনের সম্পর্কে আগেও এ ধরনের প্রশ্ন উঠেছিল। কিন্তু, তিনি কখনও স্পষ্ট করে বলেননি, তিনি বিশ্বভারতীর জমি দখল করেননি। তার মানে কিছু গন্ডগোল আছে। এই ধরনের ব্যক্তির সম্পর্কে এমন অভিযোগ ওঠা ঠিক নয়। যে কোনও কারণেই হোক জমি নিয়ে থাকলে তাঁর স্বসম্মানে জমি ফেরত দেওয়া উচিত বিশ্বভারতীতে। তাঁর মতো বড় ব্যক্তি কেন এসব ছোট ব্যাপারে জড়াবেন। বিশ্বভারতীর আচার্য প্রধানমন্ত্রী। বাংলার সেন্টিমেন্ট এখানে জড়িয়ে।"
advertisement
advertisement
প্রধানমন্ত্রী মোদিকে নিয়ে একটি তথ্যচিত্র চলাকালীন প্রেসিডেন্সিতে পাওয়ার কাট সম্পর্কে দিলীপের বক্তব্য, "গুজরাটের দাঙ্গা নিয়ে বিবিসি একটি বিকৃত তথ্যচিত্র তৈরি করেছে। ভারতীয় সংস্কৃতি এবং প্রধানমন্ত্রীর ভাবমূর্তিকে খারাপ করার জন্য কিছু চক্রান্ত চলছে। এর সঙ্গে আমাদের দেশেরও কিছু মানুষ যুক্ত রয়েছেন। যাঁরা চিরকাল ভারত বিরোধী অবস্থান নিয়েছেন। এই দেশবিরোধী গতিবিধিকে বন্ধ করার প্রয়োজন আছে। তাঁদের বিরুদ্ধে কড়া আইনি পদক্ষেপ নেওয়া উচিত। এরা ঘেরাটোপের মধ্যে থেকে, বিশ্ববিদ্যালয়ের মধ্যে থেকে এসব করছেন।"
advertisement
হিরণ সম্পর্কে দিলীপ ঘোষ বলেন, "শুভেন্দুদা আমাদের বিধানসভার নেতা। হিরন আমাদের বিধায়ক। তাঁরা এক জায়গায় থাকবেন এটাই স্বাভাবিক। এক জায়গায় আছেন। রাজনীতিতে অনেকসময় তর্কবিতর্ক উঠে। যাঁর সম্পর্কে প্রশ্ন উঠে, তাঁরই অবস্থান স্পষ্ট করা উচিত। এই ধরনের বিতর্ক ঠিক নয়।"
view comments
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Dilip Ghosh: 'অবস্থান স্পষ্ট করা উচিত,' হিরণ প্রসঙ্গে বললেন দিলীপ
Next Article
advertisement
জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইনিই, চিন-বিরোধী, হেভি মেটাল ড্রামার! ইতিহাস গড়লেন ‘জাপানের থ্যাচার’
জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইনিই, চিন-বিরোধী, ইতিহাস গড়লেন ‘জাপানের থ্যাচার’
  • সানায়ে তাকাইচি জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হলেন, ইতিহাস গড়লেন.

  • তাকাইচি থ্যাচারের অনুপ্রেরণায় এলডিপি সভাপতি ও সংসদে সংখ্যাগরিষ্ঠতা পেয়ে প্রধানমন্ত্রী হলেন.

  • তাকাইচি একজন হেভি মেটাল ড্রামার, কলেজ জীবনে ব্যান্ডে ড্রাম বাজাতেন, প্রিয় ব্যান্ড Iron Maiden.

VIEW MORE
advertisement
advertisement