হোম /খবর /উত্তরবঙ্গ /
বিজেপি বাংলা ভাগ চায় না, শিলিগুড়িতে বললেন দিলীপ, পালটা বিজেপিকে খোঁচা গৌতম দেবের

Dilip Ghosh: বিজেপি বাংলা ভাগ চায় না, শিলিগুড়িতে বললেন দিলীপ ঘোষ, পালটা বিজেপিকে খোঁচা গৌতম দেবের

বিজেপি বাংলা ভাগ চায় না, শিলিগুড়িতে বললেন দিলীপ ঘোষ, পালটা বিজেপিকে খোঁচা গৌতম দেবের

বিজেপি বাংলা ভাগ চায় না, শিলিগুড়িতে বললেন দিলীপ ঘোষ, পালটা বিজেপিকে খোঁচা গৌতম দেবের

Dilip Ghosh on Gorkhaland Issue: বাংলা ভাগ নিয়ে গেরুয়া শিবিরে বিভাজন প্রকাশ্যে ! 

  • Share this:

পার্থপ্রতিম সরকার, শিলিগুড়ি: বাংলা ভাগ নিয়ে ফের বিজেপির দ্বন্দ্ব প্রকাশ্যে! এক ইস্যুতে দলের রাজ্য এবং পাহাড়ের নেতৃত্বের মধ্যে বিভাজন স্পষ্ট। বাংলা ভাগ রুখতে বিধানসভায় বিল নিয়ে এসেছে তৃণমূল বিধায়ক। আর তারই প্রতিবাদে পাহাড়ে আন্দোলনের সুর। ইতিমধ্যেই বিজেপির পার্বত্য শাখা এই ইস্যুতে পাহাড়জুড়ে পোস্টারে ছয়লাপ করেছে। দার্জিলিং, কার্শিয়ং, কালিম্পং, মিরিক সর্বত্র নিয়া বিলের বিরোধীতায় মুখ ঢেকেছে পাহাড়ের। পাহাড়ের গেরুয়া নেতারা সাফ জানিয়েছেন, জিটিএ চাই না। পৃথক গোর্খাল্যান্ডই একমাত্র পাহাড়বাসীর যাবতীয় দাবি মেটাতে পারবে।

সোমবার বিধানসভায় কার্শিয়ংয়ের বিজেপি বিধায়ক বিষ্ণুপ্রসাদ শর্মা, দার্জিলিংয়ের বিধায়ক নীরজ জিম্বারার বিরোধীতায় সরব হয়েছেন। বিষ্ণুপ্রসাদ শর্মা তো কয়েক কদম এগিয়ে পাহাড়ে গণ ভোটের দাবি তুলেছেন। সাংসদ রাজু বিস্তাও এই ইস্যুতে রাজ্যের বিরোধীতা করেছেন।

আরও পড়ুন- মাধ্যমিকে পাহাড় বনধ! ছাত্র-ছাত্রীদের জন্য বড় সিদ্ধান্ত উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থার

সেখানে আজ উত্তরবঙ্গ সফরে এসে এনজেপি স্টেশনে বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ বলেন, ‘‘ওরা আবেগ থেকে এই ধরনের মন্তব্য করেছেন। আমাদের দলের স্ট্যান্ড স্পষ্ট। আমরা বাংলা ভাগ চাই না। এই বাংলাকেই সোনার বাংলা গড়তে চাই। বিজেপি ধোঁয়াশার মধ্যে থাকে না। খোলা আকাশের নীচে থাকে। বহুদিন আগেই বাংলা ভাগ নিয়ে দলের স্ট্যান্ড বলা হয়েছে।"

আর এই ইস্যুতেই দিলীপকে খোঁচা দিতে ছাড়েননি শিলিগুড়ির মেয়র গৌতম দেব। তিনি বলেন, ‘‘আমরা তো জানি বিজেপি একটি দল। যে দলের সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। আর দিলীপবাবু তো একজন সাংসদ। ওদের পাহাড়ের দলীয় সাংসদ রাজু বিস্তা দার্জিলিংয়ে একরকম আর সমতলে একরকম কথা বলেন। পাহাড়ের নেতারা এক কথা বলছেন। কোনটা সত্য? আমরা বঙ্গভঙ্গের বিরোধী। বাংলা এক ছিল, এক থাকবে।’’

আরও পড়ুন- শিলাজিৎ কি আদৌ ভায়াগ্রার পরিপূরক? প্রশ্নের জবাবে যা বলছেন বিশেষজ্ঞ চিকিৎসক, জানলে অবাক হবেন!

নয়া বিল নিয়ে ইতিমধ্যেই সরগরম পাহাড়। আন্দোলনে নামার হুঁশিয়ারি দিয়েছেন অজয় এডওয়ার্ড, বিমল গুরুং, বিনয় তামাংরা ৷ নতুন করে পৃথক গোর্খাল্যান্ডের দাবি তুলেছেন। বিনয় তো আবার বিজেপি বিধায়ক নীরজ জিম্বাকেও সমর্থন জানিয়েছেন। সবমিলিয়ে পাহাড়ে ফের নয়া রাজনৈতিক সমীকরণের ছবি স্পষ্ট হচ্ছে।

Published by:Siddhartha Sarkar
First published:

Tags: BJP Dilip Ghosh, Dilip Ghosh, Gorkhaland