Dhupguri By-Election Result 2023: 'ঘৃণা ও ধর্মান্ধতার বদলে উন্নয়নের জয়!' ধূপগুড়ির ফল দেখে উচ্ছ্বসিত অভিষেক
- Published by:Suvam Mukherjee
- news18 bangla
- Written by:ABIR GHOSHAL
Last Updated:
Dhupguri By-Election Result 2023: রাজবংশী অধ্যুষিত এই আসনে জয়ে স্বাভাবিক ভাবেই লোকসভা ভোটের আগে উত্তরবঙ্গে বাড়তি অক্সিজেন পেল ঘাসফুল শিবির
ধূপগুড়ি: দিনভর কড়া লড়াইয়ের পরে অবশেষে বিজেপির হাত থেকে ধূপগুড়ি আসন ছিনিয়ে নিয়েছে তৃণমূল। ৪ হাজার ৩৪৪ ভোটে নিকটতম প্রতিদ্বন্দ্বী বিজেপি প্রার্থী তাপসী রায়কে পরাজিত করেন তৃণমূলের নির্মলচন্দ্র রায়। রাজবংশী অধ্যুষিত এই আসনে জয়ে স্বাভাবিক ভাবেই লোকসভা ভোটের আগে উত্তরবঙ্গে বাড়তি অক্সিজেন পেল ঘাসফুল শিবির। ২০২১ সালে বিধানসভা নির্বাচনে রাজ্যজুড়ে সবুজ ঝড়ের মধ্যেও উত্তরবঙ্গের ধূপগুড়ি আসনে জিতেছিল বিজেপি। প্রায় ৪ হাজার ভোটে জেতে তারা। বিজেপি বিধায়কের প্রয়ানে এই আসনে উপ নির্বাচন হয়।
এদিন ভোটের চূড়ান্ত ফলাফল সামনে আসতেই ট্যুইট করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, “ধূপগুড়িকে ধন্যবাদ। ঘৃণা ও ধর্মান্ধতার বদলে উন্নয়নের রাজনীতি গ্রহণ করার জন্য। তৃণমূল কর্মীদের স্যালুট। আমরা ধূপগুড়ির সর্বাত্মক উন্নয়ন নিশ্চিত করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।”
advertisement
Thank you #Dhupguri, for embracing the politics of development over hatred and bigotry. Saluting every AITC worker for their tireless efforts in connecting with the people. We’re committed to leaving no stone unturned in ensuring Dhupguri’s all-round development. 🙏🏻
জয় বাংলা 💪🏻
— Abhishek Banerjee (@abhishekaitc) September 8, 2023
advertisement
তবে এদিন ধূপগুড়ির প্রত্যেকটা রাউন্ডেই বিজেপির সঙ্গে কড়া টক্কর দিয়েছে শাসকদল তৃণমূল। দিনের শুরুতেই পোস্টাল ব্যালটে এগিয়ে যায় বিজেপি। তারপরে প্রথম দুটি রাউন্ডেও এগিয়ে থাকে পদ্ম শিবির। কিন্তু তৃতীয় রাউন্ড থেকে ছবি বদলাতে শুরু করে। অল্প কিছু ব্যবধান বাড়ায় ঘাসফুল শিবির। তারপরে প্রত্যেকটি রাউন্ডেই ব্যবধান আরও বাড়তে থাকে।
advertisement
মাঝে অবশ্য ব্যবধান কমিয়ে টেক্কা দেওয়ার চেষ্টা করেছিল বিজেপি। কিন্তু শেষে দেখা গেল তৃণমূল প্রার্থী প্রায় সাড়ে ৪ হাজারের কাছাকাছি ভোটে এগিয়ে জিতে গিয়েছেন। প্রসঙ্গত, ধূপগুড়িতে নির্বাচনী প্রচারে গিয়ে মহাকুমা করার প্রতিশ্রুতি দিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। রাজনৈতিক মহলের মতে, এই ঘোষণাও তৃণমূলের ভোটব্যাঙ্ক বৃদ্ধি করতে অনেকটা সাহায্য করেছে।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
September 08, 2023 3:29 PM IST