Dhupguri By Election: কাঁটায় কাঁটায় টক্কর! ধূপগুড়িতে দিনের শুরুতে এগিয়ে বিজেপি, ঘাড়ের কাছে নিঃশ্বাস ফেলছে তৃণমূল

Last Updated:

পোস্টাল ব্যালটের পরিসংখ্যান অনুযায়ী, তৃণমূল পেয়েছে ১০৭, বিজেপি ৪১৭, সিপিএম ১২৮টি ভোট৷ এছাড়া, ধূপগুড়ি বিধানসভার অন্তর্গত বানারহাট চা বাগান এলাকায় প্রথম রাউন্ডের গণনায় প্রায় দু হাজার ভোটে এগিয়ে বিজেপি। প্রথম রাউন্ডে পিছিয়ে পড়ে কিছুটা হলেও হতাশ তৃণমূল শিবির।

ছবি প্রতীকী
ছবি প্রতীকী
শান্তনু কর, ধূপগুড়ি: আজ ধূপগুড়িতে ভোট গণনা৷ গণনা শুরুর শুরুতেই ধাক্কা তৃণমূল শিবিরে৷ পোস্টাল ব্যালটে হারল তৃণমূল৷ দ্বিতীয় রাউন্ডেও বিজেপির থেকে পিছিয়ে৷ এদিন সকালে নির্দিষ্ট সময়েই শুরু হয় ভোটগণনা৷ সমস্ত বিষয়টি পরিদর্শনের জন্য গণনাকেন্দ্রে উপস্থিত জেলা নির্বাচন আধিকারিক তথা জেলাশাসক মৌমিতা গোদারা বসু।
দ্বিতীয় রাউন্ডের শেষেও গণনায় এক হাজারের বেশি ভোটে এগিয়ে বিজেপি। সিপিএম – ২০৭৯, নোটা- ৩৬৯, বিজেপি- ১৮, ১৬৫, তৃণমূল- ১৭, ১৪৭৷
আরও পড়ুন: ১০ বছর ধরে একটানা সেফ হোমের ভিতরে নাবালিকাকে ধর্ষণ! সামনে এল হরিদেবপুরের কদর্য ঘটনা, গ্রেফতার প্রিন্সিপাল এবং প্রতিষ্ঠাতা
এখানে লড়াইয়ে তিন দলের তিন রায়। দক্ষিণবঙ্গের সাগরদিঘি মডেল এবার উত্তরবঙ্গের এই ধূপগুড়িতেও! এখানে সিপিআইএম প্রার্থীকে সমর্থন করছে কংগ্রেস। ধূপগুড়িতে লড়াই ত্রিমুখী। তিন ‘রায়’-এ রায় দেবে ধূপগুড়ি। সিপিআইএম প্রার্থী ঈশ্বরচন্দ্র রায়ের সঙ্গে লড়াইয়ে তৃণমূলের নির্মলচন্দ্র রায় এবং বিজেপির তাপসী রায়। শেষ তিন বিধানসভা ভোটে ধূপগুড়ি দেখেছে তিন রাজনৈতিক দলের জয়।
advertisement
advertisement
২০১১ সালে ৪ হাজারের সামান্য বেশি ভোটে জয়ী হয় সিপিআইএম। ২০১৬ সালে ১৬ হাজার ভোটে জয়ী হয় তৃণমূল। ২০২১-এ বিজেপি জেতে ৪ হাজার ৩৫৫ ভোটে । ২০২১-এর বিধানসভা ভোটে ধূপগুড়িতে জয়ী হন বিজেপির বিষ্ণুপদ রায়। হারিয়ে দেন তৃণমূলের মিতালি রায়কে। বিজেপি বিধায়ক বিষ্ণুপদের মৃত্যুর কারণেই ধূপগুড়িতে উপনির্বাচন হয়।
আরও পড়ুন: পেনশন হিসাবে পান এক লক্ষ টাকা, তার উপর বই বিক্রি.. বেতন না নেওয়ার কারণ নিজেই জানালেন মমতা
তেইশের পঞ্চায়েত ভোটে ধূপগুড়িতে পদ্মকে টেক্কা দিয়েছিল ঘাসফুল। ধূপগুড়ি বিধানসভা এলাকায় পঞ্চায়েত সমিতি ধূপগুড়ি। এই পঞ্চায়েত সমিতিতে ২৭টি আসন। তেইশের পঞ্চায়েত ভোটে তৃণমূল ১৯ এবং বিজেপি ৮টিতে জয় পেয়েছিল।
advertisement
কিন্তু এ বার উপ নির্বাচনের ফলাফল কী হবে? আসন কি ধরে রাখতে পারবে বিজেপি, না কি পদ্ম শিবিরের হাত থেকে সিট ছিনিয়ে নিতে সক্ষম হবে তৃণমূল৷ বাজিমাত করতে পারেন বাম-কংগ্রেস জোটপ্রার্থীও৷ ফলাফল অবশ্য সময়ই বলবে৷
view comments
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Dhupguri By Election: কাঁটায় কাঁটায় টক্কর! ধূপগুড়িতে দিনের শুরুতে এগিয়ে বিজেপি, ঘাড়ের কাছে নিঃশ্বাস ফেলছে তৃণমূল
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement