Dengue: ডেঙ্গিতে পুরসভার ব্যর্থতার অভিযোগ! পথে নামছে বামেরা! অনির্দিষ্টকালের অবস্থান বিক্ষোভে বসবে পদ্ম শিবির

Last Updated:

Dengue: পুরসভাকে দোষারোপ করে লাভ নেই, সাধারণ মানুষকে আরও সচেতন হতে হবে, বার্তা নিশীথের! 

#শিলিগুড়ি:  পুরসভা দাবী করছে আক্রান্তের শতকরা হার কমেছে। আবার বলছে ১১টি ওয়ার্ড উদ্বেগজনক। আক্রান্তের সংখ্যা চার হাজার ছুঁই ছুঁই। এখোনও  পর্যন্ত ২০ জনের মৃত্যু হয়েছে ডেঙ্গিতে । উদ্বেগে শহরবাসী। আর এই ডেঙ্গি নিয়েই বিরোধীরা সুর চড়াচ্ছে। গতকাল বিজেপি পুরসভার গেটে অবস্থান বিক্ষোভ চালায়। বিধায়ক শঙ্কর ঘোষ হুঁশিয়ারি দিয়েছেন, অবিলম্বে পরিস্থিতি স্বাভাবিক না হলে অনির্দিষ্টকাল পুরসভায় অবস্থানে বসবে পদ্ম শিবির।
এবারে একই ইস্যুতে পথে নামছে বামেরা। প্রাক্তন মেয়র অশোক ভট্টাচার্যের নেতৃত্বে ৫ নভেম্বর থেকে শিলিগুড়ির রাস্তায় নামবে বামেরা। আজ একথা সাফ জানান সিপিএম কাউন্সিলর মুন্সী নুরুল ইসলাম। তিনি অভিযোগ করেন, ডেঙ্গিকে গুরুত্বই দিচ্ছে না এই বোর্ড। উলটে উৎসব, মেলা, খেলা, সংবর্ধনা, কার্ণিভাল নিয়ে ব্যস্ত পুরসভা। ফগিং মেশিন নেই। মোকাবিলা করার মতো সুনির্দিষ্ট কোনো পরিকল্পনা নেই। মেয়র যাচ্ছেন ওয়ার্ডে, ওয়ার্ডে। উনি ফিরতেই আবার যে কে সেই! তিনি বলেন, অশোক ভট্টাচার্যের নেতৃত্বেই পথে নামবে বামেরা। একদিকে সাধারন মানুষকে সচেতন করে তোলা হবে। পাশাপাশি পুরসভার বিরুদ্ধে আন্দোলন চলবে লাগাতার।
advertisement
advertisement
ব্যর্থতা বা সার্থকতা তা বিচার করবে সাধারণ মানুষ। ইতিমধ্যেই বিচারকেরা তা করেছে। ওদের কোনো রাজনৈতিক কর্মসূচী নেই। এগুলো বলে ময়দানে থাকার চেষ্টা করছে। থাকা ভাল। পুরসভা ডেঙ্গি মোকাবিলায় একাধিক কাজ করে চলেছে, সকলকে নিয়ে মিটিং করা হয়েছে। দ্রুত পরিস্থিতি স্বাভাবিক করা হবে। সবরকম ব্যবস্থাই নেওয়া হচ্ছে। আর ওরা যার নেতৃত্বে আন্দোলনে নামবে তাঁকে ইতিমধ্যেই মানুষ প্রত্যাখান করেছে। পালটা মন্তব্য করেছেন ডেপুটি মেয়র রঞ্জন সরকার। মূলত মাত্রাতিরিক্ত বৃষ্টিকেই দায়ী করেছে পুরসভা। অন্যদিকে আজ দিল্লি থেকে ফিরে কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক বলেন, এনিয়ে পুরসভাকে দোষারোপ করে লাভ নেই। সাধারণ মানুষকে আরো সচেতন হতে হবে। শহরকে পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে। ছাদে জমা জল রাখা যাবে না।
advertisement
পার্থপ্রতিম সরকার
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Dengue: ডেঙ্গিতে পুরসভার ব্যর্থতার অভিযোগ! পথে নামছে বামেরা! অনির্দিষ্টকালের অবস্থান বিক্ষোভে বসবে পদ্ম শিবির
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement