Watermelon: মরসুমের শুরু থেকেই চাহিদা তুঙ্গে! মানসাই নদীর চরের তরমুজ যাচ্ছে ভিন রাজ্যেও
- Reported by:Sarthak Pandit
- hyperlocal
- Published by:Soumendu Chakraborty
Last Updated:
নদী তীরবর্তী এলাকাগুলির মধ্যে জেলার মানসাই নদীর চরের তরমুজ বেশ অনেকটাই বিখ্যাত। এই তরমুজ গুলি যায় পাশ্ববর্তী রাজ্যে অসম, মনিপুর, উত্তরপ্রদেশ এবং বিহার।
কোচবিহার: গরমের তীব্রতা ধীরে ধীরে বাড়ছে। দিনে বেলায় গরমের মাত্র বেশ ভালই অনুভূত হতে দেখা যায়। তাই মরসুমের শুরু থেকেই বাজারে বিক্রি বাড়ছে তরমুজের। গরমের মধ্যে তরমুজ শরীরকে অনেকটাই ঠান্ডা রাখে। সেইসঙ্গে খেতেও হয় অত্যন্ত সুস্বাদ ও রসালো হয়। মূলত নদী তীরবর্তী এলাকাগুলির মধ্যে জেলার মানসাই নদীর চরের তরমুজ বেশ অনেকটাই বিখ্যাত। কোচবিহারের বহু এলাকায় তরমুজ চাষ করেন কৃষকরা। তবে মাথাভাঙার মানসাই নদীর চরে চাষ হওয়া তরমুজ স্বাদের দিক থেকে অতুলনীয়। এটা অন্য কোথাও সাধারণত দেখা যায় না।
মানসাই নদীর চরে তরমুজ চাষ করা মিঠুন সরকার জানান, “তাঁদের এখানকার তরমুজের স্বাদ ও রসালোভাবের জন্য অনেকটা পরিচিতি লাভ করেছে। ফলে চলতি বছরে মরসুমের শুরু থেকেই গাড়ি ভর্তি করে ভিন রাজ্যে রফতানি করা হচ্ছে। মূলত গাড়ি প্রতি হিসাবে এই তরমুজগুলিকে বিক্রি করা হয় ভিন্ন রাজ্যে। এতে ভাল মুনাফা পেয়ে থাকেন তরমুজ চাষিরা। তরমুজ গুলি যায় পাশ্ববর্তী রাজ্যে অসম, মনিপুর, উত্তরপ্রদেশ এবং বিহার। পার্শ্ববর্তী জেলা গুলিতেও এই তরমুজের চাহিদা দেখতে পাওয়া যায়। তাই বহু মানুষ এসে এই তরমুজ কিনে নিয়ে যান।”
advertisement
আরও পড়ুন: সাক্ষাৎ যমদূত! ৬ ফিট লম্বা, কামড়ালে এক মিনিটে মৃত্যু! সেটা নিয়েই ১৫ কিমি পাড়ি!
আরেক বিক্রেতা হেরিকেন মন্ডল জানান, “একটা সময় বিহারের কিছু পরিযায়ী মানুষ এখানে তরমুজ চাষ শুরু করেছিলেন। সেখান থেকেই ধীরে ধীরে প্রচার পায় মানসাই নদী চরে তরমুজ চাষ। এখন বর্তমানে বহু কৃষক এই তরমুজ চাষ করে থাকেন। তবে অন্যান্য তরমুজের চাইতে এই তরমুজের স্বাদ ও গুণগতমান অনেকটাই ভাল।\” দীপঙ্কর সরকার নামের এক ক্রেতা জানান, ” বেশিরভাগ ক্রেতারা এই তরমুজ কেনার জন্য উদগ্রীব হয়ে থাকেন। দাম সামান্য বেশি হলেও স্বাদ খুব ভাল এই তরমুজের। তাই এই তরমুজ বিক্রির জন্য যায় ভিন রাজ্যেও।”
advertisement
advertisement
আরও পড়ুন: আরজি কর কাণ্ডে নির্যাতিতার বাড়িতে স্বাস্থ্যসচিব! পরিবারের হাতে তুলে দিলেন ডেথ সার্টিফিকেট
বর্তমান সময়ে বহু মানুষ রয়েছে যাঁরা অন্যন্য ফলের চাইতে তরমুজ বেশি পছন্দ করেন। তাঁরা বেশিরভাগ সময় বাজারে গিয়ে মানসাইয়ের তরমুজ কেনার জন্য খুঁজে থাকেন। তবে এখনোও তরমুজের মরসুম সম্পূর্ণ শুরু হয়নি। তাই পরিমাণে সামান্য করে বাজারে উঠতে দেখা যাচ্ছে এই বিশেষ তরমুজকে। তবুও এর চাহিদা রয়েছে অনেকটা বেশি।
advertisement
Sarthak Pandit
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
Mar 19, 2025 8:41 PM IST







