সাক্ষাৎ যমদূত! ৬ ফিট লম্বা, কামড়ালে এক মিনিটে মৃত্যু! সেটা নিয়েই ১৫ কিমি পাড়ি!
- Published by:Suman Majumder
- hyperlocal
- Reported by:RAKESH MAITY
Last Updated:
Snake rescue- প্রায় ৬ ফুট লম্বা বিষধর সাপের প্রাণ বাঁচাতে প্রায় ১৫ কিলোমিটার দূরত্ব পাড়ি দিল বৃদ্ধ, এমন ঘটনা প্রায় বিরল।
হাওড়া: প্রায় ৬ ফিট লম্বা বিষধর সাপের প্রাণ বাঁচাতে প্রায় ১৫ কিলোমিটার দূরত্ব পাড়ি দিল বৃদ্ধ! এমন ঘটনা প্রায় বিরল। সাপ দেখলে তাকে প্রাণে মারার প্রবণতা বেশি দেখা যায় মানুষের মধ্যে। আর বিষধর হলে তো কথা নেই। তবে পরিবেশের ভারসাম্য বজায় রাখতে প্রকৃতির কীট পতঙ্গ থেকে সাপ সকলের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তবুও মানুষের মধ্যে তীব্র অসচেতনতা।
হুগলির লক্ষণপুরের এক মাছ শিকারির ঘুনিতে শাঁখামুটি সাপটি আটকে পড়ে। মাছ শিকারী এবং স্থানীয় মানুষ ওই সাপকে প্রাণে মারতে ঘুনি জল থেকে ডাঙায় তোলে। প্রায় ৬ ফিট লম্বা সাপটিকে ডাঙায় তুলতে মানুষের ভিড় জমে। সাপটি ঘুনি থেকে বের করে মেরে ফেলার চেষ্টা চালান অনেকে।
আরও পড়ুন- এমার্জেন্সিতে হাজির, হাসপাতালে তো এলেন কিন্তু হাতের বয়ামে ও কী রাখা, তোলপাড়
সেই সময়ের ঘটনাস্থলে হাজির হন মদনবাবু। তিনি দেখামাত্রই স্থানীয় মানুষদের অনুরোধ করেন, সাপটিকে প্রাণে না মেরে ছেড়ে দেওয়া হোক। সে কথায় অনেকে রাজি হননি। তাই তিনি সাপটি বন দফতরের হাতে তুলে দেওয়ার কথা জানালে সাপটি তাঁর হাতে তুলে দেন স্থানীয় মানুষ। হুগলির লক্ষণপুর থকে এই সাপের প্রাণ বাঁচাতে ব্যবসায়ী মদন পাত্র নিয়ে আসেন হাওড়ার জগৎবল্লভপুর থানা সংলগ্ন এলাকায়। সেখানে এসে বন দফতরের সঙ্গে যোগাযোগ করেন। কিছুক্ষণ পর বন দফতরের কর্মীরা হাজির হলে তাদের হাতে তুলে দেন।
advertisement
advertisement
আরও পড়ুন- ৫০ কিমি গতিতে ঝোড়ো হাওয়ায় ওলটপালট, আকাশ ফালাফালা করে বিদ্যুতের দাপট, ঝড়-বৃষ্টির দাপট
উদ্ধারকারী মদন পাত্র জানান, এর আগেও সাপ কচ্ছপ এবং গন্ধগোকুলের মতো প্রাণীদের উদ্ধার করে বন দফতরে তুলে দিয়েছেন। তিনি মনে করেন, দেশের প্রতিটি মানুষের বন্যপ্রাণীদের জীবন রক্ষায় এমন দায়িত্ব পালন করা উচিত। তাতে পরিবেশের ভারসাম্য বজায় থাকবে। তিনি আরও বলেন, পশু পাখি জীবজন্তু বেঁচে থাকলে তবেই মানুষ টিকে থাকবে।
advertisement
রাকেশ মাইতি
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
March 19, 2025 7:18 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
সাক্ষাৎ যমদূত! ৬ ফিট লম্বা, কামড়ালে এক মিনিটে মৃত্যু! সেটা নিয়েই ১৫ কিমি পাড়ি!