RG Kar Case: তাঁকে সরিয়ে দিতে তীব্র আন্দোলন করেছিলেন জুনিয়র ডাক্তাররা, আরজি কর কাণ্ডে নির্যাতিতার বাড়িতে সেই স্বাস্থ্যসচিব!

Last Updated:

RG Kar Case: সম্প্রতি নিজের এক্স হ্যান্ডেলে আরজি কর কাণ্ডে নির্যাতিতার পরিবার এখনও ডেফ সার্টিফিকেট পায়নি, এই অভিযোগ তুলে একটি দীর্ঘ পোস্ট করেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

নির্যাতিতার বাড়িতে গেলেন স্বাস্থ্যসচিব
নির্যাতিতার বাড়িতে গেলেন স্বাস্থ্যসচিব
সুবীর দে,পানিহাটি: আরজি কর কাণ্ডে নির্যাতিতার বাড়িতে এবার গেলেন পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্যসচিব নারায়ণ স্বরূপ নিগম। সোদপুর নাটাগড়ে নির্যাতিতা ছাত্রীর বাড়িতে যান তিনি। বাড়িতে গিয়ে নির্যাতিতার বাবার হাতে নির্যাতিতার ডেথ সার্টিফিকেট দিয়ে যান তিনি। এমনটাই জানিয়েছেন নির্যাতিতার বাবা।
প্রসঙ্গত, সম্প্রতি নিজের এক্স হ্যান্ডেলে আরজি কর কাণ্ডে নির্যাতিতার পরিবার এখনও ডেফ সার্টিফিকেট পায়নি, এই অভিযোগ তুলে একটি দীর্ঘ পোস্ট করেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সেই পোস্টে শুভেন্দু অভিযোগ করেন, মেয়ের মৃত্যুর আট মাস পরেও চিকিৎসকের মা-বাবা মৃত্যুর শংসাপত্র পাননি। সরকারি দফতরের দরজায় দরজায়, টেবিলে টেবিলে ঘুরে হয়রানির শিকার হচ্ছেন তাঁরা।
advertisement
advertisement
যদিও বিজেপি নেতা শুভেন্দুর এমন অভিযোগের পাল্টা জবাব দেন কলকাতা পুরসভার ডেপুটি মেয়র তথা স্বাস্থ্য বিভাগের মেয়র পারিষদ অতীন ঘোষ। বিরোধী দলনেতার বিরুদ্ধে মৃত্যু নিয়ে রাজনীতি করার অভিযোগ করেন তিনি। পাশাপাশি প্রয়াত চিকিৎসকের মা-বাবাকে সাহায্যের আশ্বাসও দিয়েছিলেন তিনি।
advertisement
প্রসঙ্গত, আরজি করের নির্যাতিতার ডেথ সার্টিফিকেট এখনও পাননি বলে অভিযোগ করেছিলেন নির্যাতিতার বাবাও। পাশাপাশি বিষয়টি নিয়ে দীর্ঘ পোস্ট করেন শুভেন্দু অধিকারীও। এই পরিস্থিতিতে বুধবার সোদপুরে গিয়ে নির্যাতিতার বাবার হাতে ডেথ সার্টিফিকেট তুলে দেন রাজ্যের স্বরাষ্ট্র সচিব নারায়ণ স্বরূপ নিগম। উল্লেখ্য, এই স্বাস্থ্যসচিবকেই পদ থেকে সরিয়ে দেওয়ার জন্য তীব্র আন্দোলন করেছিলেন জুনিয়র ডাক্তাররা। তবে, কলকাতার পুলিশ কমিশনার বা স্বাস্থ্য দফতরের একাধিক আধিকারিককে সরিয়ে দিলেও স্বাস্থ্য সচিবকে পদেই রেখে দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
RG Kar Case: তাঁকে সরিয়ে দিতে তীব্র আন্দোলন করেছিলেন জুনিয়র ডাক্তাররা, আরজি কর কাণ্ডে নির্যাতিতার বাড়িতে সেই স্বাস্থ্যসচিব!
Next Article
advertisement
Parineeti Chopra's Baby Name: ফুটফুটে সন্তানকে আগলে প্রথম ছবি পরিণীতি-রাঘবের, ছেলের কী নাম রাখলেন দেখে নিন
ফুটফুটে সন্তানকে আগলে প্রথম ছবি পরিণীতি-রাঘবের, ছেলের কী নাম রাখলেন দেখে নিন
  • ফুটফুটে সন্তানকে আগলে প্রথম ছবি পরিণীতি-রাঘবের

  • ছেলের কী নাম রাখলেন দেখে নিন

  • নামের অর্থ জানুন

VIEW MORE
advertisement
advertisement