Darjeeling News: বড়দিনে বড় উপহার, বিদেশ থেকে দার্জিলিং চিড়িয়াখানায় এল বিশাল এবং কোশি! জানেন এরা কারা
- Published by:Salmali Das
- hyperlocal
- Reported by:Sujoy Ghosh
Last Updated:
Darjeeling News: নেদারল্যান্ড থেকে ক্রিসমাসের দিন এসে পৌঁছালদুই নতুন অতিথি। বড়দিনে পর্যটকদের দারুন চমক দিলদার্জিলিং চিড়িয়াখানা কর্তৃপক্ষ। একজনের নাম বিশাল আর আরেকজনের নাম কোশি , আসলে তারা হলরেডপান্ডা দম্পতি। বহু যুগ পর বিদেশের কোন চিড়িয়াখানা থেকে ভারতে আনা হল রেডপান্ডা।
দার্জিলিং: নেদারল্যান্ড থেকে ক্রিসমাসের দিন এসে পৌঁছালদুই নতুন অতিথি। বড়দিনে পর্যটকদের দারুন চমক দিলদার্জিলিং চিড়িয়াখানা কর্তৃপক্ষ। একজনের নাম বিশাল আর আরেকজনের নাম কোশি , আসলে তারা হলরেডপান্ডা দম্পতি। বহু যুগ পর বিদেশের কোন চিড়িয়াখানা থেকে ভারতে আনা হল রেডপান্ডা।
নেদারল্যান্ডের রটটেরড্যাম চিড়িয়াখানা থেকে আনা হয়েছে ওই দুই রেডপান্ডাকে। আর ক্রিসমাসের সকালেই ওই দুই রেডপান্ডা এসে পৌঁছায় দার্জিলিং চিড়িয়াখানায়৷ দুটো রেডপান্ডারই বয়স আড়াই বছর। প্রায় ২৭ ঘন্টার বেশি সময় যাত্রা করে ওই দুটো রেডপান্ডাকে আনা হয়। প্রথমে বিমানে, তারপর সড়কপথে। দুই রেড পান্ডার যত্নে কোন কমতি রাখা হয়নি রাস্তা জুড়ে ছিল বিশেষজ্ঞ চিকিৎসক, তাদের তত্ত্বাবধানেই ওই পান্ডা দম্পতিকে স্থানান্তরিত করা হয়।
advertisement
advertisement
বর্তমানে দুটো রেডপান্ডাই সুস্থ রয়েছে। আগামী এক মাস ওই রেড পান্ডা দম্পতিকে কোয়ারেন্টাইনে রাখা হবে। তারপর প্রজননের জন্য চিড়িয়াখানায় অন্যান্য রেড পান্ডার সঙ্গে ছাড়া হবে। বর্তমানে দার্জিলিং চিড়িয়াখানায় রেডপান্ডার সংখ্যা বেড়ে হল ২১ টি। এই প্রসঙ্গে দার্জিলিং চিড়িয়াখানার ডিরেক্টর বাসবরাজ হোলেইয়াচি বলেন, “অনেকটা যাত্রা করে জোড়া রেডপান্ডা এসে পৌঁছাল। দুজনেই খুব ভালরয়েছে। কোয়ারেন্টাইনে এক মাস রাখাহবে। তাদের ওপর আমাদের চিকিৎসক ও বিশেষজ্ঞরা নজর রাখবে। তাদের আগমনে ফের খুশির হাওয়া দার্জিলিং চিড়িয়াখানা চত্বরজুড়ে। এ যেন বড় দিনে পর্যটকদের জন্য দারুণচমক।
advertisement
সুজয় ঘোষ
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
December 25, 2024 7:29 PM IST