Darjeeling Travel Plan: দার্জিলিং গিয়েছেন, কিন্তু এই বাড়িটি দেখেননি? দারুণ সুযোগ মিস করেছেন! কী আছে এমন এ বাড়িতে?

Last Updated:

Darjeeling Travel Plan: এমনই অবাক করা কাণ্ড দার্জিলিং যাওয়ার পথে জোরবাংলোর কাছে ১৪ মাইল এলাকায়।

+
জোড়বাংলো

জোড়বাংলো

দার্জিলিং:  এ যেন বাড়ি নয় আস্ত একটি ফরেস্ট! দূর থেকে দেখা যায় শুধু গাছ আর গাছ তার পিছনেই লুকিয়ে আছে বাড়ি। এমনই অবাক করা কাণ্ড দার্জিলিং যাওয়ার পথে জোরবাংলোর কাছে ১৪ মাইল এলাকায়।
ছোট থেকেই গাছ লাগানোর শখ, আর এবার সেই শখ পূরণেই বাড়ি ভরে ১০০-রও বেশি প্রজাতির গাছের প্রতিপালন করছেন নিজের হাতেই। বর্তমান যুগে দাড়িয়ে যেখানে মানুষ নিজের সৌখিনতা বজায় রাখতে গিয়ে প্রকৃতির সঙ্গে ছেরখানি করছে সেখানে নিজের বাড়িতেই বহু প্রজাতির গাছ লাগিয়ে সেই গাছগুলিকে লালন পালন করছে দার্জিলিং-এর ১৪ মাইলের সঙ্গীতা দিদি।
advertisement
আরও পড়ুন: ভুসি আবার কেউ খায় নাকি? উপকার জানলে রোজ খেতে চাইবেন! জানুন ডাক্তারের জরুরিকথা
এই প্রসঙ্গে তিনি জানান ছোট থেকে এই গাছের প্রতি একটা আলাদা ভালবাসা আছে তাঁর, তিনি যেখানেই যান বাড়ি ফেরার সময় একটি গাছ কিনে নিয়ে আসেন। এই প্রসঙ্গে তিনি বলেন যেমন করে তিনি তাঁর সন্তানকে বড় করছেন এই গাছগুলি ও তাঁর কাছে সন্তানের মতো। সারাদিন এই গাছেদের সঙ্গেই তাঁর সময় কাটে।
advertisement
advertisement
বাড়িতে রয়েছে রংবেরঙের ফুলের গাছ থেকে শুরু করে, গোদাবরী, সাইপাত্রী, স্নেক প্ল্যান্ট, সেকুলার-সহ আরও কত শত নামের রকমারি গাছ। গাছ লাগানোর শখ যেন দিনের পর দিন বেড়েই চলেছে। পাহাড়ে ঠান্ডা বেশি হয়, ঠান্ডার মরশুমে গাছেদের জন্য বাড়িতেই আলাদা একটি ঘর তৈরি করেছেন তিনি। এ বিষয়ে তিনি জানান প্রকৃতির মাঝে গাছেদের সঙ্গে থাকতেই তার ভীষণ ভাল লাগে। প্রকৃতিপ্রেমীদের কাছে তিনি যেন এক অন্যতম নিদর্শন।
advertisement
সুজয় ঘোষ
view comments
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Darjeeling Travel Plan: দার্জিলিং গিয়েছেন, কিন্তু এই বাড়িটি দেখেননি? দারুণ সুযোগ মিস করেছেন! কী আছে এমন এ বাড়িতে?
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement