Darjeeling Ropeway: দার্জিলিংয়ে বন্ধ রোপওয়ে! ফিরে যাচ্ছেন পর্যটকের দল! কবে খুলবে রোপওয়ে সার্ভিস? জানা গেল দিন!
- Reported by:Sujoy Ghosh
- hyperlocal
- Published by:Sanjukta Sarkar
Last Updated:
Darjeeling Ropeway: পাহাড়ের রানী দার্জিলিংয়ের সিংমারী বাজারে অবস্থিত এই রোপওয়ে পর্যটকদের কাছে অত্যন্ত জনপ্রিয়। এই অ্যাডভেঞ্চারের অভিজ্ঞতা নিতে দূর দূরান্ত থেকে পাহাড়ের এই ৭০০০ ফিট উচ্চতায় ছুটে আসে অ্যাডভেঞ্চার প্রেমীরা।
দার্জিলিং: পাখির চোখে দার্জিলিং শহরকে উপভোগ করতে এই জায়গাটিতে ছুটে আসে পর্যটকেরা। দার্জিলিং মানেই পর্যটকদের কাছে এক টুকরো স্বর্গ রাজ্য। শৈল শহরে প্রাকৃতিক সৌন্দর্য বরাবরই মন মুগ্ধ করে পর্যটকদের তবে সব কিছুর মাঝেও যেন পাখির চোখে এই শৈলশহরকে ঘুরে দেখার মজাটা একটু আলাদা। তবে এবার সেই স্বপ্ন পূরণ না করেই ফিরে যেতে হচ্ছে পর্যটকদের। যান্ত্রিক ত্রুটির কারণে বন্ধ রয়েছে ঐতিহ্যবাহী সেই রোপওয়ে।
শৈল শহরে ঘোরার পাশাপাশি অ্যাডভেঞ্চার অ্যাক্টিভিটিস এর মধ্যে অন্যতম এই রোপওয়ে। ধরে নিন আপনি খোলা আকাশে পাখির মত ডানা মেলে উড়ছেন এবং আপনার চোখের নীচে ভাসছে দার্জিলিংয়ের মন মুগ্ধ করা চা বাগান থেকে শুরু করে বরফের চাদরে মোড়া কাঞ্চনজঙ্ঘা ভাবলেই যেন গায়ে কাঁটা দিয়ে ওঠে।
advertisement
advertisement
বর্তমানে পাহাড়ের রানী দার্জিলিংয়ের সিংমারী বাজারে অবস্থিত এই রোপওয়ে পর্যটকদের কাছে অত্যন্ত জনপ্রিয়। এই অ্যাডভেঞ্চারের অভিজ্ঞতা নিতে দূর দূরান্ত থেকে পাহাড়ের এই ৭০০০ ফিট উচ্চতায় ছুটে আসে অ্যাডভেঞ্চার প্রেমীরা। ৫ কিলোমিটার দীর্ঘ এই রোপওয়েটি দার্জিলিংকে উপত্যকার তলদেশে অবস্থিত রঙ্গিত নদীর সিংলা বাজারের সঙ্গে সংযুক্ত করেছে। সকাল ১০ টা থেকে শুরু করে বিকেল চারটে পর্যন্ত চলে এই রোপওয়ে যা কেবল কার রাইড বলেও পরিচিত।
advertisement
বর্তমানে ১২ টি কেবিন রয়েছে। দার্জিলিং মানেই পর্যটকদের কাছে এই অ্যাডভেঞ্চারাস যাত্রা। প্রতিনিয়ত এই জায়গায় ভিড় বাড়ছে পর্যটকদের। তবে যান্ত্রিক ত্রুটির কারণে গত দুদিন থেকে বন্ধ রয়েছে এই রোপওয়ে। ফলের প্রভাব পড়ছে সেখানকার স্থানীয় ব্যবসায়ীদের ওপরেও। রোপওয়ে বন্ধ বলে দেখা নেই পর্যটকদের স্বাভাবিকভাবেই দোকানের ঝাপ নামিয়ে দিন গুনছে ব্যবসায়ীরা।
advertisement
অন্যদিকে শৈলশহর দার্জিলিং নিয়ে এসেও অনেকেই এই স্বপ্ন না পূরণ করেই ফিরে যাচ্ছে। এ প্রসঙ্গে স্থানীয় এক দোকানদার সুধন শর্মা বলেন যান্ত্রিক ত্রুটির কারণে বন্ধ রয়েছে ঐতিহ্যবাহী রোপওয়ে, স্বাভাবিকভাবেই পর্যটকদের দেখা নেই এই এলাকায় ফলে ব্যবসা-বাণিজ্য নেই। এই যান্ত্রিক ত্রুটি সারাতে আরও তিন চারদিন দিন সময় লাগতে পারে বলে জানা গিয়েছে।
advertisement
এই রোপওয়ে বন্ধ থাকায় স্বাভাবিকভাবেই মন ভার অনেক পর্যটকের। অনেকেরই মনে প্রশ্ন রয়েছে, কবে খুলবে এই রোপওয়ে..? তবে সূত্র মারফত জানা গিয়েছে তিন থেকে চার দিন পরই পর্যটকদের জন্য খুলতে পারে এই রোপওয়ে।বর্তমানে এই রোপওয়ে খোলার আশায় দিন গুনছে সেই এলাকার স্থানীয় ব্যবসায়ী থেকে শুরু করে পাহাড়ে ঘুরতে আসা পর্যটকেরা।
advertisement
সুজয় ঘোষ
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Dec 13, 2024 6:24 AM IST









