Darjeeling News: বন্ধ পূজার্চনা, যাওয়ার রাস্তাটুকু নেই গৌরীগাও দেবী মাতার মন্দিরে! কবে মিলবে সুরাহা

Last Updated:

Darjeeling News: গত জুন মাসের প্রবল বৃষ্টিপাতে রোহিণীর গৌরীগাও দেবী মাতার মন্দিরের একটি অংশ ধসে তলিয়ে যায়।

+
গৌরিগাঁও

গৌরিগাঁও মন্দির

দার্জিলিং: চলতি বছর লাগাতার ভারী বৃষ্টিপাতে ক্ষতিগ্রস্ত হয়েছে পাহাড়ের একাধিক এলাকা থেকে শুরু করে রাস্তাঘাট। বৃষ্টিপাতের জেরে রীতিমতো নাজেহাল পাহাড় থেকে শুরু করে সমতল। তবে বৃষ্টি কেটে গেলও তার রেশ এখনও কাটেনি। গত জুন মাসের প্রবল বৃষ্টিপাতে রোহিণীর গৌরীগাও দেবী মাতার মন্দিরের একটি অংশ ধসে তলিয়ে যায়, পাশাপাশি মন্দিরে প্রবেশের রাস্তাও ভেঙে পড়ে, যে কারণে বন্ধ পূজার্চনা।
গ্রামের মানুষ আজও স্বপ্ন দেখছে ধস কবলিত এলাকা ঠিক করে নতুন করে মন্দির তৈরি হবে। চারিদিকে সারি সারি পাহাড় আর সেই পাহাড়ের বুক চিরে নিজ গতিতে বইছে পাহাড়ি ঝরনা। তার মাঝেই রয়েছে এই দেবী মাতার মন্দির, তবে বর্তমানে এর কোন অস্তিত্ব নেই। মন্দিরে প্রবেশের রাস্তা থেকে শুরু করে মন্দিরে বেশিরভাগ অংশ ধসে তলিয়ে যায়, তবে দেবী মাতার পুজোর কিছু জিনিস এখনো পাথরের মাঝে রয়েছে।
advertisement
advertisement
এই প্রসঙ্গে সেই গ্রামের এক বাসিন্দা সুজয় প্রধান বলেন, প্রত্যেক শনিবারে গ্রামের প্রত্যেকটি মানুষ এই দেবী মাতার মন্দিরে পুজো দিতে আসত। তবে বর্তমানে ধসের কারণে সেই মন্দিরে যাওয়ার রাস্তা না থাকায় পুজো দিতে পারে না গ্রামের মানুষরা। এই মন্দিরটি তৈরি হলে গ্রামের মানুষের জন্য অনেকটাই ভাল হবে। গত জুন মাসের প্রবল বৃষ্টিতে ধসের ক্ষতিগ্রস্ত রোহিনীর গৌরীগাও-এর দেবী মাতার মন্দির নতুন করে তৈরির আশায় বসে রয়েছে গ্রামের প্রত্যেকটি মানুষ।
advertisement
সুজয় ঘোষ
view comments
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Darjeeling News: বন্ধ পূজার্চনা, যাওয়ার রাস্তাটুকু নেই গৌরীগাও দেবী মাতার মন্দিরে! কবে মিলবে সুরাহা
Next Article
advertisement
মৃত্যুর ধারাবাহিকতা! শুধুমাত্র প্রেসক্রিপশনেই দেওয়া হবে কাশির সিরাপ, ভুল নয়! জানুন বিশদে
মৃত্যুর ধারাবাহিকতা! শুধুমাত্র প্রেসক্রিপশনেই দেওয়া হবে কাশির সিরাপ, ভুল নয়! জানুন বিশদে
  • কেন্দ্র দূষিত কাশির সিরাপের কারণে মৃত্যুর পর কাশির সিরাপ প্রেসক্রিপশন ছাড়া বিক্রি নিষিদ্ধ করতে চলেছে.

  • ডিসিসি প্রস্তাব করেছে কাশির সিরাপকে শিডিউল কে তালিকা থেকে বাদ দেওয়া উচিত, যা লাইসেন্স ছাড়া বিক্রি হয়.

  • মধ্যপ্রদেশে দূষিত কাশির সিরাপের কারণে শিশুদের মৃত্যুর পর WHO সতর্কতা জারি করেছে.

VIEW MORE
advertisement
advertisement