Darjeeling News: বন্ধ পূজার্চনা, যাওয়ার রাস্তাটুকু নেই গৌরীগাও দেবী মাতার মন্দিরে! কবে মিলবে সুরাহা
- Published by:Ananya Chakraborty
- hyperlocal
- Reported by:Sujoy Ghosh
Last Updated:
Darjeeling News: গত জুন মাসের প্রবল বৃষ্টিপাতে রোহিণীর গৌরীগাও দেবী মাতার মন্দিরের একটি অংশ ধসে তলিয়ে যায়।
দার্জিলিং: চলতি বছর লাগাতার ভারী বৃষ্টিপাতে ক্ষতিগ্রস্ত হয়েছে পাহাড়ের একাধিক এলাকা থেকে শুরু করে রাস্তাঘাট। বৃষ্টিপাতের জেরে রীতিমতো নাজেহাল পাহাড় থেকে শুরু করে সমতল। তবে বৃষ্টি কেটে গেলও তার রেশ এখনও কাটেনি। গত জুন মাসের প্রবল বৃষ্টিপাতে রোহিণীর গৌরীগাও দেবী মাতার মন্দিরের একটি অংশ ধসে তলিয়ে যায়, পাশাপাশি মন্দিরে প্রবেশের রাস্তাও ভেঙে পড়ে, যে কারণে বন্ধ পূজার্চনা।
গ্রামের মানুষ আজও স্বপ্ন দেখছে ধস কবলিত এলাকা ঠিক করে নতুন করে মন্দির তৈরি হবে। চারিদিকে সারি সারি পাহাড় আর সেই পাহাড়ের বুক চিরে নিজ গতিতে বইছে পাহাড়ি ঝরনা। তার মাঝেই রয়েছে এই দেবী মাতার মন্দির, তবে বর্তমানে এর কোন অস্তিত্ব নেই। মন্দিরে প্রবেশের রাস্তা থেকে শুরু করে মন্দিরে বেশিরভাগ অংশ ধসে তলিয়ে যায়, তবে দেবী মাতার পুজোর কিছু জিনিস এখনো পাথরের মাঝে রয়েছে।
advertisement
আরও পড়ুন: পাহাড়-নদী-জঙ্গলে ঘেরা, অ্যাডভেঞ্চারে ঠাসা এই পাহাড়ি গ্রাম, বড়দিনের ছুটির এটাই সেরা ঠিকানা
advertisement
এই প্রসঙ্গে সেই গ্রামের এক বাসিন্দা সুজয় প্রধান বলেন, প্রত্যেক শনিবারে গ্রামের প্রত্যেকটি মানুষ এই দেবী মাতার মন্দিরে পুজো দিতে আসত। তবে বর্তমানে ধসের কারণে সেই মন্দিরে যাওয়ার রাস্তা না থাকায় পুজো দিতে পারে না গ্রামের মানুষরা। এই মন্দিরটি তৈরি হলে গ্রামের মানুষের জন্য অনেকটাই ভাল হবে। গত জুন মাসের প্রবল বৃষ্টিতে ধসের ক্ষতিগ্রস্ত রোহিনীর গৌরীগাও-এর দেবী মাতার মন্দির নতুন করে তৈরির আশায় বসে রয়েছে গ্রামের প্রত্যেকটি মানুষ।
advertisement
সুজয় ঘোষ
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,Kolkata,West Bengal
First Published :
November 06, 2024 2:25 PM IST
