Darjeeling News: স্টুডিওতে নয়, প্রকৃতি উঠে আসে ক্যানভাসে! চেনেন ওঁদের?

Last Updated:

Darjeeling News: বর্তমান যুগে ছবি তুলতে কেনা ভালবাসে সেই অর্থেই চোখের সামনে যখন নিমিষেই নিজের ছবি অথবা চোখের সামনে সবুজে ঘেরা প্রকৃতি রং তুলির টানে কাগজে ফুটে ওঠে তখন যেন আনন্দে আত্মহারা হয়ে ওঠে পাহাড়ে ঘুরতে আসা পর্যটক থেকে শুরু করে স্থানীয়রা।

+
তার

তার হাতের রং তুলিতে ফুটে উঠছে পাহাড়ের গ্রাম

দার্জিলিং: ছোট থেকেই ছবি আঁকার স্বপ্ন তবে কোন বদ্ধ ঘরে নয় প্রকৃতির মাঝে বসে তাদের হাতের তুলিতেই ফুটে উঠছে পাহাড়ি গ্রাম অথবা পাহাড়ি নদী থেকে শুরু করে জঙ্গলে ঘেরা রাস্তা। সময় পেলেই দুই ভাই মিলে বেরিয়ে পড়ে কোন অজানা জায়গার খোঁজে এবং রাস্তার মাঝেই হাতে তুলে নিয়ে দাঁড়িয়ে পড়ে সেই জায়গাকে নিজেদের রং তুলিতে ফুটিয়ে তুলতে। বিভিন্ন গ্রাম যেন নতুন করে রঙ পায় তাদের হাতে রাখা ছবিতে।
বর্তমান যুগে ছবি তুলতে কেনা ভালবাসে সেই অর্থেই চোখের সামনে যখন নিমিষেই নিজের ছবি অথবা চোখের সামনে সবুজে ঘেরা প্রকৃতি রং তুলির টানে কাগজে ফুটে ওঠে তখন যেন আনন্দে আত্মহারা হয়ে ওঠে পাহাড়ে ঘুরতে আসা পর্যটক থেকে শুরু করে স্থানীয়রা।ছোটবেলা থেকেই ছবি আঁকার শখ। দিনের সাথে সাথে ছবি আকার চাহিদাটা আরো বেড়েছে। বর্তমানে দার্জিলিংয়ের বিভিন্ন রাস্তায় রাস্তায় ঘুরে ছবি আঁকায় মত্ত থাকে সে। এই প্রসঙ্গে রবি বলেন ঘরে বসে একঘেয়েমি ছবি আঁকতে আর ভালো লাগেনা তাই দুই ভাই মিলে রাস্তায় বেরিয়ে বেরিয়ে পড়ি এবং রাস্তাঘাটে চোখের সামনে যাই দেখি তা নিজেদের রঙ তুলিতে ফুটিয়ে তুলি।
advertisement
কখনও কোনও পাহাড়ি ঘেরা গ্রাম বা জঙ্গলের রাস্তা সবকিছুই ফুটে ওঠে আমাদের ছবির মধ্যে এবং আমরা বছরে একটা করে ফটো এক্সিবিশনও করি সেখানে আমাদের হাতে আকাশ সমস্ত ছবি সকলের সামনে তুলে ধরা হয়। এই ছবি আঁকতে গিয়ে প্রচুর মানুষের ভালোবাসা ও পেয়েছি এবং আগামী দিনে এই ছবি আঁকা নিয়ে এগিয়ে যেতে চাই।
advertisement
advertisement
ছবি আঁকাই তার কাছে সবকিছু। বর্তমানে দার্জিলিং জেলার পাহাড় থেকে শুরু করে সমতল সব জায়গার মানুষ তাকে অনেক ভালোবাসা দিয়েছে। তার পরিচয় তার হাতে আঁকা বিভিন্ন আউটডোর ছবি। দিনের পর দিন সকলেই নতুন নতুন আবদার নিয়ে হাজির হয় তার কাছে। নিজের হাতে ছবি এঁকে সকলকে খুশি করতে পেরে নিজেও বেজায় খুশি। বর্তমানে তাদের ছবি আঁকার ঠিকানা কোন পাহাড়ি গ্রাম অথবা জঙ্গলে ঘেরা কোন অজানা রাস্তা। সময় পেলেই রাস্তার মাঝেই রং তুলি নিয়ে দাঁড়িয়ে পড়ে রবি। তাদের হাতে আঁকা এই ছবি সকলের মনকেই মুগ্ধ করে।
advertisement
সুজয় ঘোষ
view comments
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Darjeeling News: স্টুডিওতে নয়, প্রকৃতি উঠে আসে ক্যানভাসে! চেনেন ওঁদের?
Next Article
advertisement
আচমকা পদত্যাগ হাওড়া পুরসভার চ্যেয়ারম্যানের! ফিরহাদকে পাঠালেন পদত্যাগপত্র, নেপথ্যে কী কারণ? যা জানালেন সুজয় চক্রবর্তী
আচমকা পদত্যাগ হাওড়া পুরসভার চ্যেয়ারম্যানের! ফিরহাদকে পাঠালেন পদত্যাগপত্র, নেপথ্যে কী কারণ?
  • হাওড়া পুরসভার চেয়ারম্যান পদ থেকে পদত্যাগের জন্য আবেদন জানিয়ে পদত্যাগ পত্র পাঠালেন সুজয় চক্রবর্তী। ২৫ তারিখ পুরসভার চেয়ারম্যান পদ থেকে পদত্যাগের জন্য চেয়ারম্যানের তরফে একটি পদত্যাগ পত্র পাঠানো হয়েছে

VIEW MORE
advertisement
advertisement