Dahlia: শীতের সৌন্দর্য ডালিয়া...! পরিচর্যার 'নিয়ম' জানলেই ভরে উঠবে আপনার 'ছাদ বাগান'

Last Updated:

Siliguri News: শীতকালে জনপ্রিয় ফুলগুলির মধ্যে অন্যতম ডালিয়া। বাণিজ্যিক ভাবে তো বটেই বাড়ির বাগানে বা ছাদের টবেও শখ করে ডালিয়া লাগান অনেকে।

+
শীতের

শীতের সৌন্দর্য ডালিয়া

শিলিগুড়ি : শীতকালে জনপ্রিয় ফুলগুলির মধ্যে অন্যতম ডালিয়া। এটি বাণিজ্যিক ভাবে উৎপাদন করা যায়। আবার বাড়ির বাগানে বা ছাদে টবে শখ করে ডালিয়া লাগান অনেকে। মূলত জানুয়ারি-ফেব্রুয়ারি মাসে ডালিয়া ফোটে।
মূলত কাটিং-এর মাধ্যমে ডালিয়া বংশবিস্তার করে এবং কচি চারা তৈরি হয়। কাটিং লাগানোর ১৫ দিনের মধ্যে তাতে ৩-৪টি পাখির নখের মতো শিকড় গজায়। এই শিকড়যুক্ত কাটিংকে ৭ সেমি ব্যাসার্ধের টবে প্রথমে লাগাতে হবে। তারপর সাত দিন ধরে রোদে রেখে বাইরে লাগানোর উপযুক্ত করে তুলতে হবে। এভাবে চাইলে ডালিয়ার চারা নিজেই তৈরি করে নিতে পারবেন।
advertisement
advertisement
টবে ডালিয়া ফোটাতে চাইলে ৯ ইঞ্চি বা ২৪ সেমি ব্যাসার্ধের টবে চারা স্থানান্তর করতে হবে। রোদ পায়, এমন জায়গায় টব রাখতে হবে। কচি চারা লাগানোর এক মাস আগে টবের মাটি তৈরি করে ফেলতে হবে। কৃষি বিশেষজ্ঞ দীপন মন্ডল বলেন, \”দোঁয়াশ মাটি, গোবর সার, পাতা পচা সার ২:২:১ অনুপাতে ভাল ভাবে মিশিয়ে তার সঙ্গে হাড়ের গুঁড়ো দু’মুঠো, ৬ চা চামচ সুপার ফসফেট ও ৩ চা চামচ সালফেট অফ পটাশ মেশাতে হবে। কুড়ি দিন পরে এই মিশ্রণে ২ চা চামচ কলিচুন মেশাতে হবে। এই ভাবে মাটি তৈরি করার পর চারা লাগাতে হবে।”
advertisement
১৫ দিন পরে টবের গা ঘেষে সর্ষের খোল ও স্টেরামিল প্রয়োগ করতে হবে। কুঁড়ি একটু বড় হলে ৩-৪ দিন পরপর তরল জৈব সার দিতে হবে। তরল সার খালি কাঁচা গোবর দিয়ে বানানো যায় আবার কাঁচা গোবর, সর্ষে খোল একসঙ্গে পচিয়েও করা যায়। আবার ফিসমিল, ব্লাডমিল, গুয়ানো ও মুরগির সার মিশিয়ে ও তরল জৈব সার বানানো যায়।
advertisement
টবে প্রতিটি গাছে এক থেকে তিনটি ফুল পাওয়া সম্ভব। টবের গাছে কুঁড়ি এলে মাঝের বড় কুঁড়িটি রেখে ছোট কুঁড়ি বা ডাল ভেঙে দিতে হবে। ৩টি ফুল নিতে চাইলে একেবারে নীচের দিকে কচি একজোড়া ডাল রেখে দিতে হবে। এবার বাড়ির ছাদে টবের মধ্যেই সোন্দর ডালিয়া ফুল ফোটাতে পারবেন আপনিও।
advertisement
অনির্বাণ রায়
view comments
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Dahlia: শীতের সৌন্দর্য ডালিয়া...! পরিচর্যার 'নিয়ম' জানলেই ভরে উঠবে আপনার 'ছাদ বাগান'
Next Article
advertisement
Success Story: বাবা-মা সরকারি অফিসার, মেয়ে UPSC পরীক্ষায় শীর্ষস্থান দখল করেছেন, এবার ২ কোটি টাকার পুরস্কারও পেয়েছেন
বাবা-মা সরকারি অফিসার, মেয়ে UPSC পরীক্ষায় শীর্ষস্থানে, এবার ২ কোটি টাকার পুরস্কারও পেলেন
  • বাবা-মা সরকারি অফিসার

  • মেয়ে UPSC পরীক্ষায় শীর্ষস্থান দখল করেছেন

  • এবার ২ কোটি টাকার পুরস্কারও পেয়েছেন

VIEW MORE
advertisement
advertisement