রেললাইনে ফাটল, প্যাসেঞ্জার ট্রেন রুখল গ্রামবাসীরা

Last Updated:

বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেল ট্রেন ৷ হীরাখণ্ড এক্সপ্রেস দুর্ঘটনার পর ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই ফের রেলট্র্যাকে ফাটলের কারণে ঘটতে চলেছিল মর্মান্তিক দুর্ঘটনা ৷

#কোচবিহার: বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেল ট্রেন ৷ হীরাখণ্ড এক্সপ্রেস দুর্ঘটনার পর ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই ফের রেলট্র্যাকে ফাটলের কারণে ঘটতে চলেছিল মর্মান্তিক দুর্ঘটনা ৷ কিন্তু কয়েকজন গ্রামবাসীর তৎপরতায় দুর্ঘটনা থেকে রক্ষা পায় বামনহাট-শিলিগুড়ি ডাউন প্যাসেঞ্জার ৷ ঘটনাটি ঘটেছে কোচবিহারের ঘুঘুমারিতে ৷
সোমবার ভোরবেলা রেল ট্র্যাক দিয়ে হাঁটতে হাঁটতে কয়েকজন গ্রামবাসী দেখেন লাইনে বড়সড় ফাটল ধরেছে ৷ সঙ্গে সঙ্গে তাদের মধ্যে কয়েকজন রেলকর্মীদের খবর দিতে নিকটবর্তী স্টেশনে ছুটে যান ৷ ইতিমধ্যে ওই লাইন দিয়েই তীব্র গতিতে ছুটে আসছিল বামনহাট-শিলিগুড়ি ডাউন প্যাসেঞ্জার ৷ বিপদ বুঝে বাকিরা রেল ট্র্যাকের উপর লাল পতাকা নাড়াতে শুরু করেন ৷ লাল পতাকা দেখে বিপদ আঁচ করে ট্রেন থামিয়ে দেন চালক ৷
advertisement
রেলকর্মীরা ঘটনাস্থলে পৌঁছে লাইন মেরামতি শুরু করেন ৷ মেরামতির জন্য ওই লাইনে বেশ কিছুক্ষণ ট্রেন চলাচল বন্ধ ছিল ৷ পরে স্বাভাবিক হয় ট্রেন পরিষেবা ৷
advertisement
তবে কিভাবে ওই লাইনে ফাটল তৈরি হল আর কেনই বা তা লাইনের রুটিন পরীক্ষার সময় রেলকর্মীদের নজরে এল না? সেই নিয়ে উঠছে প্রশ্ন ৷
এক দিন আগেই লাইনে ফাটলের কারণে অন্ধ্রপ্রদেশ ও ওড়িশার সীমান্তে কুনেরু স্টেশনের লাইনচ্যুত হয় জগদলপুর-ভুবনেশ্বর হীরাখণ্ড এক্সপ্রেস ৷ বেলাইন হয়ে যায় ট্রেনের ৯টি বগি ৷ দুর্ঘটনায় মৃত্যু হয় ৩৯ জনের ৷
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
রেললাইনে ফাটল, প্যাসেঞ্জার ট্রেন রুখল গ্রামবাসীরা
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement