রেললাইনে ফাটল, প্যাসেঞ্জার ট্রেন রুখল গ্রামবাসীরা

Last Updated:

বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেল ট্রেন ৷ হীরাখণ্ড এক্সপ্রেস দুর্ঘটনার পর ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই ফের রেলট্র্যাকে ফাটলের কারণে ঘটতে চলেছিল মর্মান্তিক দুর্ঘটনা ৷

#কোচবিহার: বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেল ট্রেন ৷ হীরাখণ্ড এক্সপ্রেস দুর্ঘটনার পর ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই ফের রেলট্র্যাকে ফাটলের কারণে ঘটতে চলেছিল মর্মান্তিক দুর্ঘটনা ৷ কিন্তু কয়েকজন গ্রামবাসীর তৎপরতায় দুর্ঘটনা থেকে রক্ষা পায় বামনহাট-শিলিগুড়ি ডাউন প্যাসেঞ্জার ৷ ঘটনাটি ঘটেছে কোচবিহারের ঘুঘুমারিতে ৷
সোমবার ভোরবেলা রেল ট্র্যাক দিয়ে হাঁটতে হাঁটতে কয়েকজন গ্রামবাসী দেখেন লাইনে বড়সড় ফাটল ধরেছে ৷ সঙ্গে সঙ্গে তাদের মধ্যে কয়েকজন রেলকর্মীদের খবর দিতে নিকটবর্তী স্টেশনে ছুটে যান ৷ ইতিমধ্যে ওই লাইন দিয়েই তীব্র গতিতে ছুটে আসছিল বামনহাট-শিলিগুড়ি ডাউন প্যাসেঞ্জার ৷ বিপদ বুঝে বাকিরা রেল ট্র্যাকের উপর লাল পতাকা নাড়াতে শুরু করেন ৷ লাল পতাকা দেখে বিপদ আঁচ করে ট্রেন থামিয়ে দেন চালক ৷
advertisement
রেলকর্মীরা ঘটনাস্থলে পৌঁছে লাইন মেরামতি শুরু করেন ৷ মেরামতির জন্য ওই লাইনে বেশ কিছুক্ষণ ট্রেন চলাচল বন্ধ ছিল ৷ পরে স্বাভাবিক হয় ট্রেন পরিষেবা ৷
advertisement
তবে কিভাবে ওই লাইনে ফাটল তৈরি হল আর কেনই বা তা লাইনের রুটিন পরীক্ষার সময় রেলকর্মীদের নজরে এল না? সেই নিয়ে উঠছে প্রশ্ন ৷
এক দিন আগেই লাইনে ফাটলের কারণে অন্ধ্রপ্রদেশ ও ওড়িশার সীমান্তে কুনেরু স্টেশনের লাইনচ্যুত হয় জগদলপুর-ভুবনেশ্বর হীরাখণ্ড এক্সপ্রেস ৷ বেলাইন হয়ে যায় ট্রেনের ৯টি বগি ৷ দুর্ঘটনায় মৃত্যু হয় ৩৯ জনের ৷
view comments
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
রেললাইনে ফাটল, প্যাসেঞ্জার ট্রেন রুখল গ্রামবাসীরা
Next Article
advertisement
'কেন Gen Z তাঁর কথা শুনবে...?' বিহারের যুবসমাজের উপর রাহুলের প্রভাব, নস্যাৎ করলেন প্রশান্ত কিশোর
'কেন Gen Z তাঁর কথা শুনবে...?' বিহারের যুবসমাজের উপর রাহুলের প্রভাব নস্যাৎ করলেন পিকে
  • 'যখন বিহারের মানুষই রাহুল গান্ধির কথা শুনছেন না, তখন Gen Z -রা কেন তার কথা শুনবেন?' বিহার নির্বাচনী আবহে রবিবার লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধিকে তীব্র আক্রমণ করলেন প্রশান্ত কিশোর

VIEW MORE
advertisement
advertisement