CPIM: একদা লাল দূর্গে CPIM-এর ভাঙনের স্পষ্ট ইঙ্গিত! সেলিমের কাছে ভর্ৎসিত জেলা কমিটি

Last Updated:

CPIM: একদা লাল দূর্গ হিসেবে পরিচিত শিলিগুড়িতে ক্রমেই ক্ষয়িষ্ণু হয়ে পড়ছে সিপিআইএম। পুরসভা এবং মহকুমা পরিষদের নির্বাচনে ভরাডুবি হয়েছে।

সেলিমের তিরস্কার
সেলিমের তিরস্কার
#শিলিগুড়ি: দার্জিলিং জেলা কমিটিকে ভর্ৎসনা করলেন সিপিএমের (CPIM) রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম। নতুন জেলা কমিটি গঠন নিয়েই দলের অন্দরে উঠছে প্রশ্ন। যা নিয়ে হিমশিম সিপিআইএম। শঙ্কর ঘোষ দল ছাড়ার সময়ে যে প্রশ্নগুলি তুলেছিলেন, সেই পথেই হাঁটছেন বিদ্রোহীরা। অথচ হুঁশ ফেরেনি ক্ষমতাসীন গোষ্ঠীর, দলীয় সূত্রে এমনটাই জানা গিয়েছে।
সূত্রের খবর, একদা লাল দূর্গ হিসেবে পরিচিত শিলিগুড়িতে ক্রমেই ক্ষয়িষ্ণু হয়ে পড়ছে সিপিআইএম। পুরসভা এবং মহকুমা পরিষদের নির্বাচনে ভরাডুবি হয়েছে। মহকুমা পরিষদের নির্বাচনে কংগ্রেসের চেয়েও ফল খারাপ হয়েছে বামেদের। মূলত ক্ষমতাসীন নেতারা নিজেদের পছন্দের লোকেদের জেলা কমিটিতে জায়গা দেওয়ায় ক্ষোভ চরমে উঠেছে।
advertisement
advertisement
ইতিমধ্যেই দল ছেড়েছেন বহু কমরেড। তারপরও দলে কেন পর্যালোচনা হয়নি, সোমবার জেলা কমিটির বৈঠকে সেলিমের সামনেই এ নিয়ে সরব হন দলের ছাত্র, যুব এবং শ্রমিক নেতারা। নিজেদের ক্ষোভ উগড়ে দেন। দলের ভরাডুবির পরও কোনো আলোচনা, পর্যালোচনা, তাপ-উত্তাপ নেই। দল সাংগঠনিকভাবে ভেঙে পড়েছে দল কয়েকজন ক্ষমতাসীন নেতার জন্যে। যা শুনেই সেলিম ভর্ৎসনা করে জেলা কমিটির নেতৃত্বকে।
advertisement
যারা দল ছেড়েছেন, তারা কেউই স্বার্থের জন্যে ছাড়েননি। তৃণমূল বা বিজেপি নয়, শরিক দলে যোগ দিয়েছেন। তারপরও জেলা কমিটি চুপ কেন? এদিন এই প্রশ্নগুলিই তোলেন একাধিক নেতা। এমনকী এরপরও দল পরিচালনায় ক্ষমতাসীন নেতারা একগুঁয়েমি থেকে না সরে এলে আগামীতে দল ছাড়ার হিড়িক পড়বে বলেও এদিন হুঁশিয়ারি দেন অনেকেই। দলের জেলা কমিটির বৈঠকে কেন রাজ্য সম্পাদক, ড্যামেজ কন্ট্রোলের জন্যেই কি তাঁর আগমন? উঠতে শুরু করেছে প্রশ্ন।
advertisement
যদিও বৈঠক শেষে সেলিম জানান, এ নিয়ে কিছু বলার নেই। বিখ্যাত হওয়ার জন্যে কেউ কেউ দল ছেড়েছেন। কাল দলের সাধারণ সভা হবে। সেখানেও থাকবেন মহম্মদ সেলিম। এদিনের বৈঠকে উপস্থিত থাকলেও গোটা সভায় নীরব ছিলেন অশোক ভট্টাচার্য। বিদ্রোহী নেতাদের প্রশ্নের উত্তর দেন জেলা সম্পাদক সমন পাঠক, জীবেশ সরকাররা। তাতেও সন্তুষ্ট নন বিক্ষুব্ধরা। আগামীকাল, মঙ্গলবার দলের সাধারণ সভায় ফের ঝড় উঠতে পারে বলে খবর।
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
CPIM: একদা লাল দূর্গে CPIM-এর ভাঙনের স্পষ্ট ইঙ্গিত! সেলিমের কাছে ভর্ৎসিত জেলা কমিটি
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement