Abhishek Banerjee: বাদল অধিবেশনের শুরুতেই অগ্নীবীরে প্রশ্নবাণ অভিষেকের, পাল্টা জবাব মোদি সরকারের
- Published by:Suman Biswas
Last Updated:
Abhishek Banerjee: বাদল অধিবেশনের প্রথম দিনেই অগ্নিবীর নিয়ে প্রশ্ন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের।
#নয়াদিল্লি : অগ্নিবীরদের উচ্চশিক্ষার যথাযথ ব্যবস্থা এবং পরিকল্পনা করা হয়েছে। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক এবং ডায়মন্ডহারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) প্রশ্নের জবাবে জানাল কেন্দ্রীয় সরকার। তিনি জানতে চেয়েছিলেন, অগ্নিপথ প্রকল্পে নিয়োগের চার বছর পর তাঁদের অবসর। এরপর সেই সমস্ত অগ্নিবীরদের উচ্চশিক্ষালাভের জন্য কেন্দ্রীয় সরকারের কী পরিকল্পনা রয়েছে। সেই প্রশ্নের লিখিত জবাবে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী অন্নপূর্ণা দেবী জানিয়েছেন, এ ব্যাপারে স্কুল শিক্ষা দপ্তর তাদের স্বশাসিত সংস্থা ন্যাশনাল ইনসটিটিউট অফ ওপেন স্কুলিং এর মাধ্যমে একটি বিশেষ কর্মসূচী নিয়েছে।
অগ্নিবীররা যাতে সাধারণ বা অন্যান্যভাবে উচ্চমাধ্যমিক পাস শংসাপত্র পেতে পারেন, তার ব্যবস্থা করতে প্রতিরক্ষা মন্ত্রকের বিভাগীয় কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করা হয়েছে বলেও জানান তিনি। প্রসঙ্গত উল্লেখ্য, মাধ্যমিক পাস করলেই অগ্নিবীর পদে চাকরির আবেদন করা যাবে।
অগ্নিপথ নিয়ে দেশজুড়ে বিক্ষোভের আগুন জ্বলেছে। মাত্র ৪ বছরের জন্য সেনাবাহিনীতে নিয়োগ, সরকারের ব্যয় কমাতেই আনা হয়েছে বলে দাবি ওয়াকিবহাল মহলের।
advertisement
advertisement
এই প্রকল্পের আওতায় অগ্নিপথ রিক্রুটমেন্ট স্কিম স্বল্পমেয়াদের ভিত্তিতে আরও বেশি সংখ্যক সৈন্য অন্তর্ভুক্ত করার পরিকল্পনা করেছে। এই স্কিমের আওতায় চার বছরের শেষে মোট সংখ্যার প্রায় ৮০ শতাংশ সৈন্য দায়িত্ব থেকে অব্যাহতি পাবে এবং এতে আরও কর্মসংস্থানের সুযোগ বাড়বে বলে মনে করছেন প্রতিরক্ষা কর্মকর্তারা। এই ঘোষণার পর থেকেই দেশজুড়ে তীব্র আন্দোলনে নেমেছিল যুবকরা।
advertisement
দেশ জুড়ে অগ্নিপথের বিরুদ্ধে প্রতিবাদ বৃদ্ধি পেলেও, দেশের তিন পরিষেবার প্রধানরা এই নতুন নিয়োগ পরিকল্পনাকে স্বাগত জানিয়েছিলেন। অনেকেই মনে করেছেন এই প্রকল্পটি আসলে সরকারের ব্যয় হ্রাস এবং প্রতিরক্ষা বাহিনীতে কম বয়সীদের যোগাদান করানোর প্রচেষ্টার একটি অংশ। সর্বদল বৈঠকেও অগ্নিপথ প্রসঙ্গ তুলেছিল বিরোধীরা।
advertisement
ফলে বাদল অধিবেশনে অগ্নিপথ যে বিরোধীদের একটি গুরুত্বপূর্ণ হাতিয়ার হয়ে উঠবে তার ইঙ্গিত পাওয়া গিয়েছিল। সেই মত সংসদের অধিবেশনের প্রথম দিনেই উঠে এল অগ্নিপথ প্রসঙ্গ। আগামীদিনগুলিতে এই নিয়ে বিরোধী সুর আরও সপ্তমে চড়বে বলে মনে করা হচ্ছে।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
July 18, 2022 11:40 PM IST