New Governor of West Bengal: পশ্চিমবঙ্গের রাজ্যপাল পদে শপথ নিলেন লা গণেশন, ফুল-উত্তরীয়তে স্বাগত মুখ্যমন্ত্রীর
- Published by:Suman Biswas
- news18 bangla
Last Updated:
New Governor of West Bengal: উপরাষ্ট্রপতি পদের জন্য এডিএ-র প্রার্থী হয়েছেন পশ্চিমবঙ্গের সদ্য প্রাক্তন রাজ্যপাল জগদীপ ধনখড়। এরপরই রাষ্ট্রপতি ভবন থেকে জানানো হয়, মণিপুরের রাজ্যপাল লা গণেশনকে অতিরিক্ত দায়িত্ব হিসাবে পশ্চিমবঙ্গের রাজ্যপালের দায়িত্ব দেওয়া হচ্ছে।
#কলকাতা: পশ্চিমবঙ্গের রাজ্যপাল হলেন লা গণেশন। তিনি বর্তমানে মণিপুরের রাজ্যপালের দায়িত্বে রয়েছেন। নতুন স্থায়ী রাজ্যপাল না নিযুক্ত হওয়া পর্যন্ত তিনিই আপাতত মণিপুরের পাশাপাশি বাংলার দায়িত্বও সামলাবেন বলে জানা গিয়েছে। সোমবার নতুন রাজ্যপালকে শপথ বাক্য পাঠ করালেন কলকাতা হাই কোর্টের প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। উত্তরীয় ও ফুল দিয়ে নতুন রাজ্যপালকে স্বাগত জানান মুখ্যমন্ত্রী। রাজভবনে সম্পন্ন হয় এই শপথ গ্রহণ অনুষ্ঠান।
উপরাষ্ট্রপতি পদের জন্য এডিএ-র প্রার্থী হয়েছেন পশ্চিমবঙ্গের সদ্য প্রাক্তন রাজ্যপাল জগদীপ ধনখড়। রাজ্যপাল পদ থেকে সরে দাঁড়াতে তিনি পদত্যাগপত্র দিয়েছেন বিদায়ী রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের কাছে। শনিবারই দেশের উপরাষ্ট্রপতি পদপ্রার্থী হিসাবে জগদীপ ধনখড়ের নাম জানিয়েছে বিজেপির নেতৃত্বে এনডিএ জোট। তারপর গতকাল নিজের পদত্যাগপত্র জমা দেন জগদীপ ধনখড়। রাষ্ট্রপতি ভবন থেকে জানানো হয়, সেই পদত্যাগ গ্রহণ করেছেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ।
advertisement
advertisement
এরপরই রাষ্ট্রপতি ভবন থেকে জানানো হয়, মণিপুরের রাজ্যপাল লা গণেশনকে অতিরিক্ত দায়িত্ব হিসাবে পশ্চিমবঙ্গের রাজ্যপালের দায়িত্ব দেওয়া হচ্ছে। যতদিন না স্থায়ী কাউকে দায়িত্ব দেওয়া হয় পশ্চিমবঙ্গে রাজ্যপালের দায়িত্ব সামলাবেন গণেশনই।
advertisement
লা গণেশন বাংলার রাজ্যপালের দায়িত্বে আসতেই বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি তথা বাংলার প্রাক্তন বিজেপি সভাপতি দিলীপ ঘোষ তাঁকে অভিনন্দন জানিয়েছেন এবং সমস্ত রকমের সহযোগিতার আশ্বাস দিয়েছেন।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
July 18, 2022 11:17 PM IST