Covid Third Wave: চোখ রাঙাচ্ছে কোভিড, তার মধ্যেই উপচে পড়া ভিড়, মাস্ক উধাও নকশালবাড়ি হাটে
- Published by:Rukmini Mazumder
- news18 bangla
Last Updated:
গত ৭২ ঘন্টায় নকশালবাড়িতে আক্রান্তের সংখ্যা ৫১
শিলিগুড়ি: "হাট বসেছে শনিবারে! কোভিড বিধির তোয়াক্কা না করে!" হ্যাঁ, আজ শনিবারের নকশালবাড়ি হাটের ছবিটা অন্তত তাই বলছে। কোভিডের গ্রাফ যে চড়ছে, তা এই হাটে এলে বোঝা মুশকিল, উপচে পড়া ভিড়, চারপাশ গিজ গিজ করছে কালো মাথায়। উধাও মাস্ক। উদ্বেগে স্বাস্থ্য বিভাগ!
মাস্ক কোথায়? সিংহভাগেরই চেনা অজুহাত! হয় কারও পকেটে, আবার কেউ বা বাড়িতে ফেলে এসেছেন। আবার এক বিক্রেতা তো বলেই বসলেন, "মাস্ক নেই। কিনতে হবে!" চারপাশে চূড়ান্ত অসচেতনতা, দায়িত্ব জ্ঞানহীনতার ছবি। শহর, গ্রাম সর্বত্র চলছে কোভিড সচেতনতার প্রচারে মাইকিং। গত পরশু নকশালবাড়ি বাজারে মাস্ক হাতে নেমেছিলেন খোদ বিডিও। চলন্ত গাড়ি থামিয়ে নিজে মাস্কহীন যাত্রীদের নামিয়ে আনলেন। গাড়ির গায়ে সাঁটানো হল পোস্টার - "নো মাস্ক, নো এন্ট্রি!"
advertisement
advertisement
করোনার বাড়বাড়ন্তের পরও নকশালবাড়ি হাটের ছবি আতঙ্কের, উদ্বেগের। কোভিডের গ্রাফ নামাতে চাই সচেতনতা, স্বাস্থ্য বিধি অক্ষরে অক্ষরে পালন করা। সেখানে দূরত্ববিধি দূরস্ত, কোভিড বিধি মানার বালাই নেই। অদূরেই থানা, প্রশাসনিক ভবন। কিন্তু বেহুঁশদের হুঁশ ফেরাতে কবে এগিয়ে আসবে স্থানীয় প্রশাসন? উত্তর খুঁজছে স্থানীয় সচেতন মানুষ। মহকুমাজুড়েই চলছে সচেতনতার মাইকিং। একবার সেই সচেতনতার গাড়ি কি ঢুঁ মারবে না নকশালবাড়ি হাটে? গত বছরেও একই ছবি দেখেছিল নকশালবাড়ি। বছর ঘুরলেও ছবি বদলায়নি এই হাটের! দার্জিলিংয়ের পাহাড় তো বটেই সমতলেও আছড়ে পড়েছে কোভিডের তৃতীয় ঢেউ। এই নকশালবাড়িতেই শেষ তিন দিনে সংক্রমিত হয়েছে ৫১ জন। যা যথেষ্টই চিন্তার।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
January 08, 2022 2:24 PM IST