North Dinajpur News: শরতের কাশফুলই এখন রোজগারের দিশা! কভার ফাইল বনিয়ে স্বনির্ভর এই গ্রামের মহিলারা
- Reported by:Piya Gupta
- hyperlocal
- Published by:Teesta Barman
Last Updated:
North Dinajpur News: শরৎ এলেই সারা বছরের মাঠ ঘাট থেকে কাশফুল সংগ্রহ করে রাখেন এই মহিলারা। তারপর সেই কাশফুল দিয়েই সারা বছর ধরে তৈরি করা হয় বিভিন্ন ধরনের কভার ফাইল।
উত্তর দিনাজপুর: শরৎকাল মানেই কাশফুলের বাহার। শরৎকালে গ্রাম বাংলার খাল, বিল, নদীর তীরে মাঠ জুড়ে ফুটে ওঠে এই কাশফুল। এই কাশফুল হল এক ধরনের ঘাস, গ্রামবাংলায় অনেকেই জ্বালানি হিসেবে এ কাশফুল ব্যবহার করে থাকে। শুধু তা-ই নয় এই আয়ুর্বেদিক চিকিৎসায় অনেক ঔষধি গুণও রয়েছে এই কাশফুলের। তবে গ্রামবাংলায় জ্বালানি হিসেবে ব্যবহার করা কাশফুল দিয়ে এবার তৈরি করা হচ্ছে কভার ফাইল।
কাশফুল দিয়ে বিভিন্ন ডিজাইনের কভার ফাইল বানাচ্ছেন কালিয়াগঞ্জের শেরগ্রাম নেতাজি স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা। গ্রাম বাংলার প্রান্তিক মানুষের রুজিরুটির একটি মাধ্যম এখন কাশফুল। পুজোর মরশুমে মাঠে-ঘাটে কাশফুল ফুটলে কাশের শক্ত কাঠি সংগ্রহ করে তা দিয়ে বিভিন্ন ডিজাইনের কভার ফাইল বানাচ্ছেন কালিয়াগঞ্জের শেরগ্রাম নেতাজি স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা। জানা যায়, কাশফুলের কুচি কাঠি সংগ্রহ করে প্রথমে সেই কাঠি দিয়ে মাদুর তৈরি করা হয়। তারপর সেই মাদুরের সঙ্গে কার্ডবোর্ড যোগ করে সেটা দিয়ে বিভিন্ন ডিজাইনের কভার ফাইল তৈরি হচ্ছে। মেশিনের মাধ্যমে পুরো প্রক্রিয়াটা করা হয়।
advertisement
advertisement
শরৎ এলেই সারা বছরের মাঠ ঘাট থেকে কাশফুল সংগ্রহ করে রাখেন এই মহিলারা। তারপর সেই কাশফুল দিয়েই সারা বছর ধরে তৈরি করা হয় বিভিন্ন ধরনের কভার ফাইল। মহিলারা জানান, অন্যান্য কভার ফাইল থেকে এ কাজ। ফুলের তৈরি কভার ফাইল টেকসই যেমন বেশি, তেমনি এর বাজার মূল্য অনেকটাই।
advertisement
সারাদিনে মহিলারা ৫ থেকে ৬টা কভার ফাইল তৈরি করতে পারেন। এই কভার ফাইলগুলোর দাম ৩৫০ টাকা করে। এই কভার ফাইলগুলো সরকারি বিভিন্ন মেলাতে বিক্রি করা হয়। বর্তমানে কাশফুল দিয়ে তৈরি এই কভার ফাইল তৈরি করেই স্বনির্ভর হয়ে উঠেছেন এই গ্রামের বহু মহিলা।
পিয়া গুপ্তা
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Sep 11, 2024 4:17 PM IST









