Cooch Behar to Digha: কোচবিহার থেকে দিঘার বাস কখন ছাড়বে? ভাড়া কত? প্রথমে টিকিটের দামে মিলবে ছাড়
- Published by:Ananya Chakraborty
- hyperlocal
- Reported by:Sarthak Pandit
Last Updated:
Cooch Behar to Digha: উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ নিগমের তরফে জানানো হয়েছে, কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, শিলিগুড়ি, রায়গঞ্জ এবং মালদা থেকে প্রতি সপ্তাহে দু'দিন দিঘার জগন্নাথ মন্দিরের উদ্দেশে বাস ছাড়বে।
কোচবিহার: দীর্ঘ সময়ের প্রতীক্ষার অবসান। অবশেষে উত্তরবঙ্গের জেলা থেকে সরাসরি দীঘা যাওয়ার সুযোগ পাবেন সাধারণ মানুষ। কিছুদিন আগেই দীঘায় জগন্নাথ ধামের শুভ সূচনা হয়। মূলত সেই কারনেই এবারে সরকারি ভাবে পর্যটকদের যাতায়াতে সুবিধা করতে নেওয়া হল বিশেষ উদ্যোগ। ছয়টি উন্নত মানের আধুনিক প্রযুক্তি সম্পন্ন ভলভো বাস আনা হল উত্তরবঙ্গে। এই বাস গুলি কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, শিলিগুড়ি, রায়গঞ্জ এবং মালদা থেকে চলাচল করবে কলকাতা ও দীঘা পর্যন্ত। এতে পর্যটকেরা অনেকটা সহজেই কলকাতা ও দীঘা পর্যন্ত যাত্রা করতে পারবেন।
উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ নিগমের চেয়ারম্যান পার্থপ্রতিম রায় জানান, “দীর্ঘ সময় ধরে উত্তরের জেলা থেকে কোনোও সরাসরি বাস ছিল না দীঘা পর্যন্ত। এবারে মুখ্যমন্ত্রী নিগমকে সরকারি ভাবে মত ছয়টি বাস দিয়েছেন। এই বাসগুলিকে উত্তরের ছয় জেলা থেকে চালানো হবে কলকাতা ও দীঘা পর্যন্ত। মূলত পর্যটন বিকাশের লক্ষ্যেই এই বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে। যাতে দীঘায় আরোও পর্যটক আনাগোনা করতে পারেন সহজেই। বাতানুকূল ও অত্যাধুনিক প্রযুক্তি সম্পন্ন এই বাস গুলি একেবারেই নতুন মডেলের। এতে জিপিএস, সিসিটিভি, স্বয়ংক্রিয় অগ্নি নির্বাপন যন্ত্র রয়েছে।”
advertisement
আরও পড়ুন: জামাইষষ্ঠীর আগে বাজারে ইলিশ আর ইলিশ…! কোন মাছ পদ্মার, কোনটি ডায়মন্ড হারবারের বা ওড়িশার? কত ওজনের কী দাম? মিলছে কোন বাজারে জানুন
তিনি আরোও জানান, “কোচবিহার থেকে প্রতি সপ্তাহের সোমবার এবং শুক্রবার করে চলবে এই বাস। দুপুর ২তাই মেইন টার্মিনাস থেকে বাস ছাড়া হবে দীঘার উদ্দ্যেশে। বাস দুটি ফলাকাটা, শিলিগুড়ি, মালদা, বহরমপুর, কৃষ্ণনগর, কলকাতা হয়ে দীঘা পৌঁছাবে। দীঘার ভাড়া রাখা হয়েছে ২১৬০ টাকা এবং কলকাতার ভাড়া রাখা হয়েছে ১৭২০ টাকা। তবে প্রথম একমাস ১৫ জুন পর্যন্ত বিশেষ ২৫% ছাড় দেওয়া হচ্ছে ভাড়ায়। ফলে বর্তমানে ভাড়া লাগছে ১৬২০ টাকা। এছাড়া বসে ব্ল্যাংকেট ও জলের বোতল দেওয়া হবে যাত্রীদের জন্য। এছাড়া বাসে মোবাইল চার্জার ও সিসিটিভি রয়েছে।”
advertisement
advertisement
আরও পড়ুন: দিঘি থেকে উঠে এসে আটকে গেল গাছের গুঁড়িতে ওটা কী! দেখতে ভিড় জমাল গোটা পাড়া
বর্তমানে যেভাবে ধীরে ধীরে জেলার পর্যটন বিকাশ লাভ করছে। ততই অত্যাধুনিক মানের বাসের চাহিদা বাড়ছে জেলা গুলিতে। এবারে সেই আশা পূরণ হওয়ার উত্তরের জেলার মানুষেরা অনেকটাই খুশি হয়েছেন। দীঘার জগন্নাথ ধাম ও কলকাতা যাওয়ার এই সহজ ব্যবস্থা হওয়ার কারণে অনেকটাই সুবিধা হবে অনেক মানুষের। এতে আগামীতে যাতায়াত ব্যবস্থা আরোও অনেকটাই উন্নত হবে। এটুকু নিঃসন্দেহে বলা সম্ভব।
advertisement
Sarthak Pandit
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
May 23, 2025 8:28 PM IST