চক, বোতাম আর জল, রং, মডেলিং ক্লে! এসব দিয়েই আন্তর্জাতিক রেকর্ড, যা করেন গৃহবধূ, জানুন

Last Updated:

কখনও চক, কখনও জামার বোতামের ওপর দেব দেবী, মনীষী এবং কার্টুন চরিত্র এঁকে নিজের শিল্প তুলে ধরেন কোচবিহারের গৃহবধূ সোমা মুখার্জি। তাঁর এই শিল্পকর্মের জন্য স্থানীয় ও জাতীয় স্তরে স্বীকৃতি লাভ করেছেন তিনি। তাঁর এই ছোট ছোট আঁকা দেখতে তাঁর বাড়িতে আসেন স্থানীয় মানুষেরা। 

+
শিল্পকর্ম

শিল্পকর্ম নিয়ে ব্যস্ত সোমা

কোচবিহার, অনন্যা দে: কখনও চক, কখনও জামার বোতামের ওপর দেব দেবী, মনীষী এবং কার্টুন চরিত্র এঁকে নিজের শিল্প তুলে ধরেন কোচবিহারের গৃহবধূ সোমা মুখার্জি। তাঁর এই শিল্পকর্মের জন্য স্থানীয় ও জাতীয় স্তরে স্বীকৃতি লাভ করেছেন তিনি। তাঁর এই ছোট ছোট আঁকা দেখতে তাঁর বাড়িতে আসেন স্থানীয় মানুষেরা।
চকের ওপর দুর্গা, গণেশ, শ্রীকৃষ্ণের মূর্তি এঁকে তাক লাগিয়েছেন তিনি। সোমা মুখার্জি শুধু চকের উপর শ্রীকৃষ্ণের মূর্তি নয়, এর আগেও তিনি অনেক ক্ষুদ্র ক্ষুদ্র সামগ্রিক তৈরি করেছে। যেমন শার্টের বোতামের ওপর ছোট্ট গোপালের মূর্তি, একটি দেশলাই কাঠির ওপর মা দুর্গার মূর্তি, ইনজেকশন টেম্পেলের মধ্যে ছোট গান্ধি মূর্তি থেকে শুরু করে বিভিন্ন কাজ করেছেন তিনি। যার মধ্যে চকের ওপর শ্রীকৃষ্ণের মূর্তি হল অন্যতম। ছোট চকের ওপর কৃষ্ণের জন্ম, বেড়ে ওঠা সবটা দেখিয়েছেন তিনি।
advertisement
advertisement
সোমা মুখার্জি কোচবিহার শহরের একটি ফ্ল্যাটে থাকেন। সেখানে তিনি, তার স্বামী এবং তার ছেলে রয়েছেন। তার স্বামী উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়ের ডেভলপমেন্ট অফিসার এবং তার ছেলে এখনও পড়াশোনা করছে। এই চকের দেব দেবীর মূর্তি তৈরি করতে সোমা মুখার্জির প্রায় ২০ থেকে ২২ দিন সময় লেগে যায়। দেব দেবীর মূর্তি তৈরি করতে জল, রং, মডেলিং ক্লে এবং একটি চক ব্যবহার করেন তিনি। শুধুমাত্র এই ক্ষুদ্র ক্ষুদ্র সামগ্রি তৈরি করার জন্য তার দুটো রেকর্ড রয়েছে। যার মধ্যে একটি হল আন্তর্জাতিক এবং একটি জাতীয় স্তরের স্বীকৃতি।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
শিল্পী সোমা মুখার্জী জানান, “কংসের কারাগারে বন্দী থাকাকালীন দেবকীর গর্ভে শ্রীকৃষ্ণের জন্ম হয়। পরবর্তীকালে বসুদেব শ্রীকৃষ্ণকে বাঁচানোর জন্য কংসের কারাগার থেকে শ্রীকৃষ্ণকে নিয়ে বেরিয়ে যায়। তবে মাঝপথে একটি নদী আসে। এসব একটি চকে তুলে ধরা হয়েছে।” এ বিষয়ে তিনি আরও জানান, “আমার এই সমস্ত ক্ষুদ্র ক্ষুদ্র আঁকা ভাল লাগে, কোনও প্রশিক্ষণ ছাড়াই নিজে থেকেই এই আঁকা করে থাকি।  সাংসারিক কাজকর্ম শেষে এই কাজ করে থাকি।”
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
চক, বোতাম আর জল, রং, মডেলিং ক্লে! এসব দিয়েই আন্তর্জাতিক রেকর্ড, যা করেন গৃহবধূ, জানুন
Next Article
advertisement
Noida Engineer Death Update: ফুসফুসে ২০০ এমএল জল, নয়ডার ২৭ বছর বয়সি সফটওয়্যার ইঞ্জিনিয়ারের ময়নাতদন্ত রিপোর্টে কী উঠে এল?
ফুসফুসে ২০০ এমএল জল, নয়ডার তরুণ সফটওয়্যার ইঞ্জিনিয়ারের ময়নাতদন্ত রিপোর্টে কী উঠে এল?
  • ফুসফুসে মিলল ২০০ এমএল জল, দাবি ময়নাতদন্ত রিপোর্টে৷

  • নয়ডার সফটওয়্যার ইঞ্জিনিয়ারের মৃত্যুর পর সমালোচনার ঝড়৷

  • শনিবার ৭০ ফুট গভীর নালায় পড়ে যায় যুবরাজ মেহতার গাড়ি৷

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement