ফড়েদের পাল্লায় নয়, এবার নয়া পদক্ষেপ কৃষি দফতরের! গোবিন্দভোগের হাত ধরে রোজগারের নতুন দিশা খুঁজে পেলেন জঙ্গলমহলের মহিলারা
- Published by:Madhab Das
- hyperlocal
- Reported by:Tanmoy Nandi
Last Updated:
জামবনী ব্লকের মহিলা চাষিরাও এখন ধান চাষ করার পাশাপাশি ওই ধান থেকে চাল তৈরি করে তাকে প্যাকেটজাত করে বাজারজাত করার উদ্যোগ নেওয়া হয়েছে শময়িতা মঠের পক্ষ থেকে।
advertisement
advertisement
কৃষি দফতর থেকে বিনামূল্যে বীজ সরবরাহ করা হচ্ছে। লুপ্ত হতে বসা দেশি ধান চাষেও উৎসাহিত করা হচ্ছে। উৎপাদিত ধান বিপণনের জন্য এখন কর্মশালাও করা হচ্ছে। বিপণনের কৌশল আয়ত্ত করে তাঁরা নিজেরাই ধান বিক্রি করার কাজে এগিয়ে এসেছেন। উৎপাদিত ধান স্থানীয় ফড়েদের কাছে বিক্রি করতে হচ্ছে না। স্থানীয় বাজারের সঙ্গে ভিন রাজ্যের বাজার খুলে গিয়েছে। (ছবি ও তথ্য - তন্ময় নন্দী)
advertisement
advertisement
advertisement