কীটনাশকে থমকে গেল মেধাবী ছাত্রের জীবন! ইঞ্জিনিয়ারিং পড়ুয়ার অস্বাভাবিক মৃ*ত্যু ঘিরে চাঞ্চল্য ভাটিবাড়িতে
- Published by:Aishwarya Purkait
- local18
Last Updated:
Engineering Student Kill Himself: মৃত ছাত্র আলিপুরদুয়ার ২ ব্লকের যশোডাঙ্গা পোস্ট অফিসে চাকরি করতেন। সম্প্রতি আবার একই চাকরি বাড়ির কাছে মজিদখানা পোস্ট অফিসে পেয়েছিলেন।
ভাটিবাড়ি, কোচবিহার, রাজকুমার কর্মকার: ইঞ্জিনিয়ারিং ছাত্রীর ঝুলন্ত দেহ উদ্ধারের পর এবার ইঞ্জিনিয়ারিং ছাত্রের অস্বাভাবিক মৃত্যু ঘিরে চাঞ্চল্য। মৃতের নাম সৌরজিৎ পাল। বাড়ি আলিপুরদুয়ারের ভাটিবাড়িতে। গত ১৫ অগাস্ট অর্থাৎ স্বাধীনতার দিন ওই পড়ুয়া বাড়িতে কীটনাশক খান বলে অভিযোগ। এরপর তাকে উদ্ধার করে প্রথমে ভাটিবাড়ি গ্রামীণ হাসপাতাল নিয়ে যাওয়া হয়। পরে কোচবিহারের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। এগারো দিনের মাথায় মঙ্গলবার চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালেই মারা যান সৌরজিৎ। ভাটিবাড়িতে ওই ছাত্রের বাড়িতে নেমেছে শোকের ছায়া। তবে পরিবারের তরফে কারুর বিরুদ্ধে কোন অভিযোগ তোলা হয়নি।
আরও পড়ুনঃ নানুরে নিখোঁজ নাবালিকার ডিএনএ মিলল মাস খানেক আগে উদ্ধার পচাগলা দেহের সঙ্গে! খু*ন নাকি আত্মহ*ত্যা? রহস্য
মৃত ছাত্র আলিপুরদুয়ার ২ ব্লকের যশোডাঙ্গা পোস্ট অফিসে চাকরি করতেন। সম্প্রতি আবার একই চাকরি বাড়ির কাছে মজিদখানা পোস্ট অফিসে পেয়েছিলেন। একই সঙ্গে চাকুরি ও পড়াশোনা দুই চালাচ্ছিলেন তিনি। তবে কী কারণে এমন সাংঘাতিক পদক্ষেপ নিলেন সৌরজিৎ তা স্পষ্ট নয়। ধোঁয়াশার মধ্যে রয়েছে পরিবার ও আত্মীয়-স্বজন। ঘাস মারার কীটনাশক খেয়ে যুবক আত্মহত্যা করেছেন বলে জানিয়েছে পরিবার।
advertisement
আরও পড়ুনঃ বাবার রক্তে লাল ছেলের হাত! ঘুমন্ত অবস্থায় চলল এলোপাথাড়ি কোপ
ছোট বেলা থেকে পিসির বাড়িতে থেকেই পড়াশোনা করেছেন সৌরজিৎ। বর্তমানে কোচবিহার সরকারি ইঞ্জিনিয়ারিং কলেজে কম্পিউটার সায়েন্স নিয়ে পড়ছিলেন। পড়াশোনার পাশাপাশি পোস্ট অফিসের সরকারি কর্মীও ছিলেন। মেধাবী ছাত্র হঠাৎ কেন এমন চরম সিদ্ধান্ত নিলেন, তা নিয়ে তৈরি হয়েছে জল্পনা। মঙ্গলবার ময়নাতদন্তের পর দেহ পরিবারের হাতে তুলে দেওয়া হবে।
advertisement
advertisement
Suicide Disclaimer
(DISCLAIMER:This news piece may be triggering. If you or someone you know needs help, call any of these helplines: Aasra (Mumbai) 022-27546669, Sneha (Chennai) 044-24640050, Sumaitri (Delhi) 011-23389090, Cooj (Goa) 0832- 2252525, Jeevan (Jamshedpur) 065-76453841, Pratheeksha (Kochi) 048-42448830, Maithri (Kochi) 0484-2540530, Roshni (Hyderabad) 040-66202000, Lifeline 033-64643267 (Kolkata))
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
August 27, 2025 1:25 PM IST