Cooch Behar News: খোলা জায়গায় মূত্র বিসর্জন করে যাচ্ছে জনতা, অস্বস্তিতে মহিলা থেকে ব্যবসায়ীরা, করুণ অবস্থা জনপ্রিয় এই বাজারে

Last Updated:

খোলা জায়গায় মূত্রত্যাগ, নির্বাক দর্শকের ভূমিকায় পৌরসভাও

+
রাস্তার

রাস্তার ধারে পড়ে রয়েছে নোংরা

কোচবিহার: জেলা কোচবিহারের সদর শহরের মাঝেই অবস্থিত ভবানীগঞ্জ বাজার বা বড় বাজার। দীর্ঘ সময় ধরে এই বাজারের এলাকায় থাকা লালদিঘি সংলগ্ন রাস্তার ধারের একেবারেই বেহাল দশা। নোংরা-আবর্জনার রীতিমত পরিপূর্ণ হয়ে থাকে রাস্তার ধার। এছাড়া খোলা জায়গায় মূত্রত্যাগ তো রয়েছেই। ফলে রীতিমত ভোগান্তি পোহাতে হয় বাজারের বিক্রেতা থেকে শুরু করে স্থানীয় বাসিন্দাদের। বারংবার পুরসভার দ্বারস্থ হয়েও কোনও লাভ হয়নি, এমনটাই দাবি স্থানীয়দের। তবে গরমের সময় রীতিমত চরমে ওঠে ভোগান্তি। নাকে রুমাল চাপা দিয়ে যাওয়া ছাড়া কোনও গতি থাকে না।
এলাকার এক স্থানীয় বাসিন্দা অনিল কুমার চন্দ জানান, “দীর্ঘ সময় ধরে বহু মানুষের ভোগান্তির কারণ এই জায়গা। দিনের মধ্যে কয়েকশো মানুষ আসেন এই রাস্তায়। তাঁদের মধ্যে বহু মানুষ এখানে নোংরা ফেলেন কিংবা মূত্রত্যাগ করেন। ফলে এই জায়গার আশেপাশে যাওয়া কার্যত কষ্টকর হয়ে উঠেছে। এখান থেকে দূষণ ছড়াচ্ছে গোটা এলাকায়। তবুও পুরসভা কোনও প্রকার পদক্ষেপ গ্রহণ করছে না। স্থানীয় মানুষেরা বারবার বলেও লাভ হয় না। এক্ষেত্রে এখানে একটি পে এন্ড ইউজ টয়লেটের ব্যবস্থা করা জরুরি।”
advertisement
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
এক ব্যবসায়ী রাখি পাইন জানান, “এই জায়গায় দোকান করা রীতিমত অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। দোকানে ক্রেতা আসতে চাইছেন না। এখানে এসে দাঁড়ালেই যে বিচ্ছিরি দুর্গন্ধ নাকে এসে ঢোকে। সেজন্য অস্বস্তিতে পড়তে হয় সকলকে। এই সমস্যা দ্রুত সমাধান করা জরুরি।” এলাকার এক বৃদ্ধা বাসিন্দা সবিতা দে জানান, “বৃদ্ধ বয়সেও যে ধরনের ভোগান্তি পোহাতে হয়। সেটা আর বলার অপেক্ষা রাখে না। পুরসভার উচিত দ্রুত ব্যবস্থা নেওয়া।” তবে এই বিষয়ে কোচবিহার পুরসভার চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষ জানান, “এই অভিযোগ তাঁর কাছে এসেছে। দ্রুত জরুরি পদক্ষেপ গ্রহণ করা হবে।”
advertisement
তবে এই এলাকার পরিস্থিতি দিনের পর দিন আরও খারাপ হয়ে উঠছে। দ্রুত যদি পুরসভার পক্ষ থেকে জরুরি ব্যবস্থা না গ্রহণ করা হয়। তবে অদূর ভবিষ্যতে এই রাস্তা দিয়ে চলাচল করা একপ্রকার অসম্ভব হয়ে দাঁড়াবে। বর্তমান সময়ে দেখার বিষয় এটাই, কত দিনের কোচবিহার পুরসভার হুঁশ ফেরে এবং তাঁরা তৎপরতার সঙ্গে ব্যবস্থা গ্রহণ করে।
advertisement
Sarthak Pandit
view comments
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Cooch Behar News: খোলা জায়গায় মূত্র বিসর্জন করে যাচ্ছে জনতা, অস্বস্তিতে মহিলা থেকে ব্যবসায়ীরা, করুণ অবস্থা জনপ্রিয় এই বাজারে
Next Article
advertisement
Parineeti Chopra's Baby Name: ফুটফুটে সন্তানকে আগলে প্রথম ছবি পরিণীতি-রাঘবের, ছেলের কী নাম রাখলেন দেখে নিন
ফুটফুটে সন্তানকে আগলে প্রথম ছবি পরিণীতি-রাঘবের, ছেলের কী নাম রাখলেন দেখে নিন
  • ফুটফুটে সন্তানকে আগলে প্রথম ছবি পরিণীতি-রাঘবের

  • ছেলের কী নাম রাখলেন দেখে নিন

  • নামের অর্থ জানুন

VIEW MORE
advertisement
advertisement