Malda News: ছ'বছরেও শেষ হয়নি সেতু তৈরি! উল্টে নির্মীয়মান রাস্তাই গেল ধসে, গাফিলতির অভিযোগ
- Published by:Sanchari Kar
- Written by:Sebak Deb Sarma
Last Updated:
Malda News: বন্ধ মালদা-দক্ষিণ দিনাজপুরের বিকল্প সড়ক যোগাযোগ। ব্যাপক দুর্ভোগ। আগামী ২০ দিনের আগে স্বাভাবিক হবে না পরিস্থিতি, ইঙ্গিত প্রশাসনের।
মালদহ: ছ’বছরেও শেষ হয়নি সেতু তৈরির কাজ। উল্টে হুড়মুড়িয়ে ধসে পড়ল নির্মীয়মান অ্যাপ্রোচ রোড। সেতুর পাশে জেসিবি দিয়ে মাটি কাটতে গিয়ে বড়সড় বিপত্তি। ধসে পড়েছে সেতুর অ্যাপ্রোচ রোডের একাংশ। যার ফলে যান চলাচল ব্যাহত মালদহের নালাগোলা থেকে দক্ষিণ দিনাজপুরের তপন হয়ে বালুরঘাট যাওয়ার বিকল্প সড়কে। ঠিকাদারি সংস্থা এবং পূর্ত দফতরের ভূমিকায় উঠেছে প্রশ্ন। প্রশাসনের একাংশ এবং ঠিকাদারি সংস্থার বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিয়ে প্রতিবাদ আন্দোলনে সামিল স্থানীয় বাসিন্দা থেকে পরিবহন চালক এবং কর্মীরা।
মালদহের বামনগোলা ব্লকের মদনাবতী অঞ্চলের ভোলাবাসনা এলাকার ঘটনা। দ্রুত আপ্রোচ রোড সংস্কার ও সেতুর কাজ শেষ করার বিষয়টি প্রশাসনের নজরে আনার আশ্বাস দিয়েছে পুলিশ। সোমবার দীর্ঘক্ষণ এলাকায় অবরোধও করে রাখেন বিক্ষুব্ধ মানুষজন। পরে পুলিশি হস্তক্ষেপে গুরুত্বপূর্ণ রাজ্য সড়কে যান চলাচল শুরু হয়। জানাগিয়েছে, ২০১৭ সালে পুনর্ভবা নদীর জলে ওই এলাকায় পাকাসেতু ক্ষতিগ্রস্ত হয়। এরপর শুরু হয় ৪০ মিটার দীর্ঘ নতুন সেতু তৈরির কাজ। স্থানীয়দের অভিযোগ, প্রথম থেকেই সেতু তৈরির কাজে ঢিলেমি লক্ষ্য করছেন তাঁরা। শুধু তাই নয়, সরকারি দফতরের নজরদারির অভাব নিয়েও ক্ষোভ জমেছে স্থানীয়দের মধ্যে।
advertisement
advertisement
প্রায় ছ’বছর ধরে সেতু তৈরির কাজ চলা নিয়ে এলাকায় ক্ষোভ বাড়ছে। এরই মধ্যে সোমবার অ্যাপ্রোচ রোডে ধস নামায় এলাকায় বড় গাড়ি চলাচল কার্যত বন্ধ। ফলে সমস্যায় পড়ছেন বহু মানুষ। মালদা ও বালুরঘাটের মধ্যে যোগাযোগের ক্ষেত্রেও সমস্যা তৈরি হয়েছে। অবিলম্বে সমস্যা মেটাতে প্রশাসনিক হস্তক্ষেপ দাবি করেছেন এলাকার বাসিন্দারা। দীর্ঘদিন অপেক্ষার পর বাধ্য হয়ে ঠিকাদারী সংস্থার দুর্নীতি এবং প্রশাসনের উদাসীনতার বিরুদ্ধে আন্দোলনে নামতে হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।
advertisement
বামনগোলা ব্লকের বিডিও রাজু কুণ্ডু জানিয়েছেন, ওই সেতু তৈরির কাজ করছে রাজ্য পূর্ত দফতর। তাঁদের দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে। একই সঙ্গে দ্রুততার সঙ্গে সেতু এবং রাস্তার বাকি কাজ শেষ করতে বলা হয়েছে। তবে রাস্তা ধসে যাওয়ায় পরিস্থিতি স্বাভাবিক হতে অন্তত ২০ দিন সময় লাগতে পারে, এমনই ইঙ্গিত মিলেছে পূর্ত দফতর সূত্রে, জানিয়েছেন বামনগোলার বিডিও।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
December 12, 2023 8:11 AM IST