Darjeeling Tiger: সাইবেরিয়া থেকে জোড়া টাইগার এল শৈলশহর দার্জিলিং-এ, বড়দিনের আগে বড় উপহার পেল পর্যটকেরা
- Written by:Partha Pratim Sarkar
- news18 bangla
- Published by:Teesta Barman
Last Updated:
Darjeeling Tiger: পাহাড়ে রেড পান্ডার প্রজনন তো হয়ই। দিন দিন বাড়ছে এর সংখ্যা। কিন্তু আজ এল সাইবেরিয়ান টাইগার। ডোরাকাটা বাঘ এবার পাহাড়ে।
দার্জিলিং: একজোড়া রেড পান্ডার পরিবর্তে এল সাইবেরিয়ান টাইগার! বড়দিনের আগে বড় উপহার পেল দার্জিলিংয়ের পদ্মজা নাইডু হিমালয়ান জিওলজিক্যাল পার্ক। পাহাড়ে রেড পান্ডার প্রজনন তো হয়ই। দিন দিন বাড়ছে এর সংখ্যা। কিন্তু আজ এল সাইবেরিয়ান টাইগার। ডোরাকাটা বাঘ এবার পাহাড়ে।
আরও পড়ুন: ১২ বছর পর শক্তিশালী রাজলক্ষণ রাজযোগ! বিরাট ভাগ্যবদল, ৫ রাশির জীবনে সোনা, দারুণ চমক অপেক্ষা করছে
পর্যটকদের কাছে এমনিতেই এই পার্ক দ্রষ্টব্য স্থান ছিলই। কিন্তু এবার এই চিড়িয়াখানার আকর্ষণ আরও বাড়ল ট্যুরিস্টদের কাছে। আপাতত এক মাস কোয়ারেন্টাইনে থাকবে দুই সাইবেরিয়ান টাইগার। তারপর পর্যটকদের সামনে আসবে।
advertisement
advertisement
অর্থাৎ নতুন ইংরেজি বছর, ২০২৪ সালের শুরুতেই দার্জিলিঙের চিড়িয়াখানায় দেখা মিলবে এই জোড়া সাইবেরিয়ান টাইগারের। শৈলশহরে স্নো লেপার্ড তো আছেই। অন্য প্রজাতির বাঘও রয়েছে সেখানে। এবার এল সাইবেরিয়ান টাইগার। স্বাভাবিকভাবেই খুশি পর্যটক থেকে চিড়িয়াখানা কর্তৃপক্ষ। এতে পর্যটকদের সংখ্যা আরও বাড়বে বলে আশা করা হচ্ছে।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Dec 11, 2023 4:42 PM IST










