College Student Missing: ফিলজফির থার্ড ইয়ারে ভর্তি হতে গিয়ে নিখোঁজ পড়ুয়া, ‘দুপুর ২ টা থেকে ফোন সুইচড অফ’ হাহাকার পরিবারে

Last Updated:

College Student Missing: ভর্তির জন্য কলেজে এসে নিখোঁজ ছাত্র, অপরহণের আশঙ্কা পরিবারের, ঘটনায় চাঞ্চল্য মালদহে

কলেজের থার্ড ইয়ারে ভর্তি হতে গিয়ে নিখোঁজ ছাত্র
কলেজের থার্ড ইয়ারে ভর্তি হতে গিয়ে নিখোঁজ ছাত্র
মালদহ: পড়াশোনার জন্য বেরিয়ে কলেজে এসে নিখোঁজ মালদহের এক কলেজ পড়ুয়া। অপহরণের আশঙ্কা পরিবারের, থানায় লিখিত অভিযোগ দায়ের। ঘটনা ঘিরে চাঞ্চল্য ছড়াল মালদহ কলেজে। মালদহের ইংরেজবাজার থানার নিয়ামতপুর কৃষ্ণনগর গ্রামের কলেজ পড়ুয়া বিশাল বসাক (১৮)। মালদহ কলেজের দর্শন বিভাগের দ্বিতীয় বর্ষের তৃতীয় সেমিস্টারের ছাত্র বিশাল।
গত তিন তারিখ বাড়ি থেকে বেরিয়ে মালদহ কলেজে গিয়ে বাড়ি ফেরেনি। তিন দিন ধরে রহস্যজনকভাবে নিখোঁজ রয়েছে কলেজ পড়ুয়া বিশাল বসাক। পরিবারের অভিযোগ, কেউ বা অপহরণ করেছে তাদের ছেলেকে। ঘটনায় ইংরেজবাজার থানায় নিখোঁজের লিখিত অভিযোগ দায়ের করেছেন পরিবারের সদস্যরা। নিখোঁজ ছাত্রের দাদা অনুপ বসাক জানান, “তৃতীয় সেমিস্টারে ভর্তির জন্য বুধবার দিন ৩ তারিখে সকাল ১১ টায় মালদহ কলেজের কথা বলে বাড়ি থেকে বেরিয়ে ছিল বিশাল। তবে দুপুর ২ টার পর থেকে তাঁর ফোন সুইচ অফ আসে। পরে আর বাড়ি না ফেরাই কলেজে গিয়ে খোঁজ নিলে তাঁর কোনও খোঁজ মেলে না।
advertisement
advertisement
এরপর ওইদিনেই ইংরেজবাজার থানায় লিখিত নিখোঁজ অভিযোগ দায়ের করি। তিন দিন হয়ে যাবার পরও এখনও কোন খোঁজ পাওয়া যায়নি। তাঁদের আশঙ্কা কেউবা কারা অপহরণ করেছে বিশাল কে।”
মালদহ কলেজের টিচার্স কাউন্সিলর সদস্য পীযূষ সাহা জানান, বিষয়টি নিয়ে পরিবারের সদস্যরা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। আশা করছি নিখোঁজ ছাত্রের সন্ধানে পুলিশ দ্রুত তদন্ত করবে।” এদিকে এই ঘটনার পর নিখোঁজ ছাত্রের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ।
advertisement
JM Momin
view comments
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
College Student Missing: ফিলজফির থার্ড ইয়ারে ভর্তি হতে গিয়ে নিখোঁজ পড়ুয়া, ‘দুপুর ২ টা থেকে ফোন সুইচড অফ’ হাহাকার পরিবারে
Next Article
advertisement
Burdwan Marriage: একদিনে একশো পঁচিশ বিয়ের নিমন্ত্রণ! সাজ সাজ রব বর্ধমানে
একদিনে একশো পঁচিশ বিয়ের নিমন্ত্রণ! সাজ সাজ রব বর্ধমানে
  • শুক্রবার বর্ধমানের কঙ্কালেশ্বরী মন্দির চত্বরে বসছে গণবিবাহের আসর। সেখানেই এই একশো পঁচিশ জোড়া পাত্র পাত্রীর বিয়ে অনুষ্ঠিত হবে।

VIEW MORE
advertisement
advertisement