SSC Recruitment: ৩৫১২ জনের অযোগ্যদের তালিকা প্রকাশ করল এসএসসি, পূর্ণাঙ্গ তালিকায় রয়েছে সব বিবরণ

Last Updated:

SSC Recruitment: নাম,  রোল নাম্বার এর পাশাপাশি কোন পদের জন্য তারা আবেদন করেছিলেন, তাদের অভিভাবকের নাম ও জন্মতারিখ উল্লেখ করে পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করা হল এসএসসি ওয়েবসাইটে। ৩৫১২ জনের তালিকা প্রকাশ করল এসএসসি।

পূর্ণাঙ্গ লিস্ট বার করল  SSC
পূর্ণাঙ্গ লিস্ট বার করল SSC
কলকাতা: পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করল স্কুল সার্ভিস কমিশন। নাম,  রোল নাম্বার এর পাশাপাশি কোন পদের জন্য তারা আবেদন করেছিলেন, তাদের অভিভাবকের নাম ও জন্মতারিখ উল্লেখ করে পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করা হল এসএসসি ওয়েবসাইটে। ৩৫১২ জনের তালিকা প্রকাশ করল এসএসসি।
এদিকে এর আগে এসএসসি (স্কুল সার্ভিস কমিশন)-র গ্রুপ সি এবং গ্রুপ ডি-র ৭,২৯৩ জন দাগির তালিকা প্রকাশের নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট। ওই তালিকায় দাগিদের বিষয়ে সব তথ্যও প্রকাশ করতে হবে। থাকতে হবে রোল নম্বর, প্রাপ্ত নম্বর, বাবার নাম, ঠিকানা। এসএসসি ইতিমধ্যে ৩,৫১২ জন দাগির তালিকা প্রকাশ করেছে। তবে আদালত কমিশনের কাছে পূর্ণাঙ্গ তালিকা চেয়েছে। জানিয়েছে, এই মামলার নিষ্পত্তির ওপরেই নির্ভর করবে গ্রুপ ডি এবং গ্রুপ সি নিয়োগ প্রক্রিয়া।
advertisement
advertisement
গ্রুপ সি, গ্রুপ ডি প্রার্থীদের একাংশের অভিযোগ ছিল যে এসএসসি দাগি হিসেবে ৩,৫১২ জনের তালিকা প্রকাশ করলেও সুপ্রিম কোর্টে তারা জানিয়েছে দাগির সংখ্যা ৭,২৯৩। বিচারপতি অমৃতা সিংহের নির্দেশ, সুপ্রিম কোর্টের নির্দেশে শিক্ষাকর্মীদের যে তালিকা প্রকাশ করা হয়েছিল সেখানে স্পষ্ট করে দাগিদের বিষয়ে সতর্ক করা হয়েছে। এই ৭,২৯৩ প্রার্থীর বিষয়ে বিস্তারিত জানিয়ে নতুন করে তালিকা প্রকাশ করার নির্দেশ দেওয়া হয়েছিল এসএসসি-কে। বুধবার গ্রুপ সি, গ্রুপ ডি নিয়োগ পরীক্ষার আবেদন জমা দেওয়ার শেষ দিন। সেখানে আদালত হস্তক্ষেপ করছে না।
advertisement
এসএসসি-র গ্রুপ সি এবং গ্রুপ ডি-র নিয়োগপ্রক্রিয়াকে চ্যালেঞ্জ করে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন চাকরিপ্রার্থীদের একাংশ। আবেদনকারীদের দাবি, তাঁদের নাম যোগ্য তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। বদলে তাঁদের নাম অযোগ্য চাকরিপ্রার্থীদের তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে বলে অভিযোগ।
আবেদনকারীদের দাবি, তাঁরা ক্যাটাগরাইজেশন অনুযায়ী দাগি প্রার্থী নন। বুধবার ছিল গ্রুপ সি, গ্রুপ ডি পদে আবেদনপত্র জমা করার শেষ তারিখ। তাই জরুরি ভিত্তিতে মামলার শুনানি চেয়ে বিচারপতি সিংহের এজলাসে মামলা দায়েরের অনুমতি চেয়েছিলেন আবেদনকারীর আইনজীবী।
advertisement
Somraj Banerjee
view comments
বাংলা খবর/ খবর/শিক্ষা/
SSC Recruitment: ৩৫১২ জনের অযোগ্যদের তালিকা প্রকাশ করল এসএসসি, পূর্ণাঙ্গ তালিকায় রয়েছে সব বিবরণ
Next Article
advertisement
Burdwan Marriage: একদিনে একশো পঁচিশ বিয়ের নিমন্ত্রণ! সাজ সাজ রব বর্ধমানে
একদিনে একশো পঁচিশ বিয়ের নিমন্ত্রণ! সাজ সাজ রব বর্ধমানে
  • শুক্রবার বর্ধমানের কঙ্কালেশ্বরী মন্দির চত্বরে বসছে গণবিবাহের আসর। সেখানেই এই একশো পঁচিশ জোড়া পাত্র পাত্রীর বিয়ে অনুষ্ঠিত হবে।

VIEW MORE
advertisement
advertisement