#কোচবিহার: করোনার টিকাকরন শেষ হলেই মতুয়াদের নাগরিকত্ব দেওয়ার কাজ শুরু হবে। ঠাকুরনগরের মঞ্চ থেকে এমনই বার্তা দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এদিন একদিকে যেমন তৃণমূলকে অনবরত নিশানা করেছেন, তেমনই পাশাপাশি মতুয়াদের একাধিক আশ্বাস দিয়েছেন তিনি। ক্ষমতায় এলেই তাঁদের নাগরিকত্ব দেওয়া হবে বলে। এই কথাই এদিন বার বার উঠে এসেছে অমিত শাহের মুখে।
অমিত শাহ মতুয়াদের উদ্দেশে এদিন একগুচ্ছ প্রতিশ্রুতি দেন। স্বরাষ্ট্রমন্ত্রী বাংলায় বিজেপি ক্ষমতায় এলেই মুখ্যমন্ত্রী শরণার্থী কল্যাণ প্রকল্প তৈরি করা হবে। এমনকি, বয়স্ক দলপতিদের জন্য পেনশন স্কিমও চালু করা হবে বলে তিনি জানান।
এদিন বার বার সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট (সিএএ)-র কথা উঠে আসে অমিত শাহের মুখে। তিনি বলেন করোনার জন্যই সিএএ দেরিতে হচ্ছে। করোনার টিকাকরণ শেষ হলেই মতুয়া-সহ হিন্দু শরণার্থীদের নাগরিকত্ব দেওয়ার প্রতিশ্রুতি দেন তিনি। পাশাপাশি জানান, সিএএ নিয়ে বাংলার মানুষকে ভুল বোঝাচ্ছে তৃণমূল কংগ্রেস।
অমিত শাহের কথায়, "সিএএ নাগরিকত্ব ছিনিয়ে নেওয়ার আইন নয়। এই আইনে মতুয়ারা নাগরিকত্ব পাবেন। মুসলিম ভাইদের উদ্দেশে বলছি, তাঁদের নাগরিকত্ব ছিনিয়ে নেওয়া হবে না।"
এর আগেও অমিত শাহ বলেছিলেন করোনা মিটলেই সিএএ পদ্ধতি শুরু হবে। সেই একই বার্তা দিলেন তিনি আজ। স্পষ্ট করে দিয়েছেন সিএএ নিয়ে কেন্দ্র তার অবস্থানে অনড়। এদিন তৃণমূলের পাশাপাশি বাম শিবিরকেও আক্রমণ করতে ছাড়েননি অমিত শাহ।