Christmas Snow Tree: বড়দিনে সেজে উঠবে শহর! এবার ট্রেন্ডিং ক্রিসমাস স্নো 'ট্রি'! কেমন দেখতে সেই গাছ?

Last Updated:

Christmas Snow Tree: বিধান মার্কেট, সেবক রোডের দোকান গুলিতে এখন সারি সারি স্নো ট্রি। অর্থাৎ বরফ ঢাকা ক্রিসমাস ট্রি। আর শিলিগুড়িতে দাঁড়িয়ে এমন বরফ ঢাকা গাছ কে না কিনতে চাইবে।

+
ক্রিসমাস

ক্রিসমাস স্নো ট্রি 

শিলিগুড়ি : সামনেই আসছে বড়দিন, আর বড়দিন মানে সান্তাক্লজ আর ক্রিসমাস ট্রি। রংবেরঙের বাহারি কাগজ দিয়ে সাজানো শহর। বড়দিনের প্রাক্কালে সেজে উঠেছে শিলিগুড়ির বিভিন্ন মার্কেটগুলি। প্রত্যেক বছর ২৫শে ডিসেম্বর বড়দিনের আগে সান্তাক্লজ, ক্রিসমাস ট্রি-র চাহিদা থাকে। তবে এই বছর ট্রেণ্ডিং কিন্তু ক্রিসমাস ‘স্নো’ ট্রি।
বিশেষ করে কচিকাচাদের পছন্দ এই ক্রিসমাস স্নো ট্রি। সেদিন দেখা গেল শিলিগুড়ির বিধান মার্কেটে বিভিন্ন দোকানগুলিতে রয়েছে ক্রিসমাস ট্রি, মিনি গ্লিটার সান্তাক্লজ -সহ ক্রিসমাস বেল, গিফট ও আরও অনেক কিছু আছে এই তালিকায়।
শিলিগুড়ির বিধান মার্কেট, সেবক রোডের দোকান গুলিতে এখন সারি সারি স্নো ট্রি। অর্থাৎ বরফ ঢাকা ক্রিসমাস ট্রি। আর শিলিগুড়িতে দাঁড়িয়ে এমন বরফ ঢাকা গাছ কে না কিনতে চাইবে। বোনের জন্য ক্রিসমাসের বাজার করতে এসে বীরেন বিষ্ণই বলেন, ‘বোনের স্কুলে প্রোগ্রাম আছে তাই বোনের জন্য আমি ক্রিসমাসের পুরো কস্টিউম নিতে এসেছি। একই সঙ্গে ক্রিসমাস ট্রি এবং আরও কিছু সান্তাক্লজ আমি নিয়ে যাব। এ বছর সবাই মিলে দারুন উপভোগ করব। বিক্রেতাদের কথায় এখন শিলিগুড়িতে শহর যেমন সেজে উঠবে বড়দিনে ঠিক তেমনি বাড়িতে বাড়িতেও এই ক্রিসমাস সাজানোর চল হয়েছে। তাই বিক্রি আগের তুলনায় খানিকটা বেড়েছে।
advertisement
advertisement
শিলিগুড়ির সেবক রোডের এক বিক্রেতা শুভম দাস বলেন, “গত বছরের তুলনায় এবছর আশা করছি বাজার ভাল হবে। ইতিমধ্যেই প্রচুর স্কুল থেকে শুরু করে কচিকাঁচারা দোকানে এসে জিনিস কিনে নিয়ে যাচ্ছে। প্রতিবছর নরমাল ক্রিসমাস ট্রি থাকলেও এবছর স্নো ট্রির চাহিদা ভীষণ বেশি।
১৫০ টাকা থেকে শুরু করে ৩০০ টাকা দামের স্নো ট্রি পাওয়া যাচ্ছে। আকার অনুযায়ী দাম নেওয়া হচ্ছে। প্রতি দোকানেই এখন মিলছে এই স্নো ট্রি। এছাড়াও গ্লিটার দেওয়া ছোট ছোট স্যান্টাক্লজ এবং নতুন নতুন গিফট বক্স বাজারে দারুন চলছে। তাই আপনিও আপনার বাড়িতে বড়দিন উদযাপন করতে ঘর সাজাতে নিয়ে যেতে পারেন এই স্নো ট্রি।
advertisement
অনির্বাণ রায়
view comments
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Christmas Snow Tree: বড়দিনে সেজে উঠবে শহর! এবার ট্রেন্ডিং ক্রিসমাস স্নো 'ট্রি'! কেমন দেখতে সেই গাছ?
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement