Child Fever in Bengal: মালদহে ২৪ ঘণ্টায় ৩ শিশুর মৃত্যু! হাসপাতালে জ্বর নিয়ে চিকিৎসাধীন শতাধিক

Last Updated:

Child Fever in Bengal: শিশুর চিকিৎসায় উচ্চ পর্যায়ের বৈঠক, সতর্ক মালদহ মেডিক্য়াল কলেজ হাসপাতাল।

#মালদহ: শিশুদের মধ্যে জ্বরের (Child Fever in Bengal) প্রকোপ শুরু এবার মালদহে। জ্বর, শ্বাসকষ্টের সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি তিন শিশুর মৃত্যু হয়েছে। বুধবারই দুই শিশুর মৃত্যু হয়। বৃহস্পতিবার সকালে মৃত্যু হয়েছে আরও ১ শিশুর। জানা গিয়েছে, মালদহ মেডিকেল কলেজে জ্বরের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন শতাধিক শিশু। এর মধ্যে অন্তত ১৫ জন শিশুর অবস্থা আশঙ্কাজনক। পাশাপাশি আউটডোর বিভাগে রয়েছে শিশুদের উপচে পড়া ভিড়। সকাল থেকে কোলে শিশু হাতে লাইনে প্রচুর মহিলা। বেশিরভাগ শিশুর মধ্যে দেখা যাচ্ছে জ্বর, কাশি ও শ্বাসকষ্টের মতো লক্ষণ।
গত ২৪ ঘণ্টায় যে তিন শিশুর মৃত্যু হয়েছে তাদের মধ্যে রয়েছে হবিবপুর এর দাল্লা এলাকার বাসিন্দা সাড়ে তিন বছরের আদিত্য মণ্ডল, ইংরেজবাজারের কাজিগ্রামের চণ্ডীপুর এলাকার বাসিন্দা সাত মাসের শিশু ইফরাজ শেখ। আর বৃহস্পতিবার সকালে মৃত্যু হয় মালদহ শহরের বাসিন্দা ছয় মাসের শিশু মঙ্গল ডোমের। শিশুদের মধ্যে জ্বরের (Child Fever in Bengal) প্রকোপ বাড়তে থাকায় সতর্ক করেছে মেডিক্যাল কলেজ কর্তৃপক্ষ। ইতিমধ্যেই অসুস্থ শিশুদের চিকিৎসায় বিশেষজ্ঞদের দল গঠন করা হয়েছে।
advertisement
অসুস্থ শিশুদের রোগের বিষয়ে নিশ্চিত করতে সম্ভাব্য সব ধরনের পরীক্ষা নিরীক্ষার ব্যবস্থাও নিয়েছে কর্তৃপক্ষ। তবে এখনও পর্যন্ত জ্বরের পরিস্থিতি নিয়ন্ত্রনে রয়েছে বলে দাবি করেছে কর্তৃপক্ষ। বৃহস্পতিবার দুপুরে পরিস্থিতি খতিয়ে দেখতে উচ্চ পর্যায়ের বৈঠক করেন মেডিক্যাল কলেজের অধ্যক্ষ, মেডিক্যাল সুপার, শিশু বিভাগের প্রধান প্রমুখ। বৈঠকের পরে কর্তৃপক্ষের দাবি, প্রতিবছরই এই সময়ে শিশুদের মধ্যে জ্বরের (Child Fever in Bengal) প্রকোপ বাড়ে । এদিন মেডিক্যাল কলেজ কর্তৃপক্ষ আরও জানিয়েছে, গত ২৪ ঘন্টায় মালদহ মেডিক্য়াল কলেজে তিন শিশুর মৃত্যু হয়েছে। এদের শ্বাসকষ্ট, জ্বর, নিউমোনিয়া জনিত সমস্যা ছিল।
advertisement
advertisement
এর মধ্যে দুই শিশুকে অত্যন্ত আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসার জন্য আনা হয়। ফলে চেষ্টা করেও তাদের বাঁচানো যায়নি। যদিও হাসপাতালে শিশু বিভাগে শয্যা সংখ্যা ১২০। এদিন দুপুর পর্যন্ত ভর্তি রয়েছে ১৬৪ জন শিশু। গত ২৪ ঘণ্টায় নতুন করে মালদহ মেডিক্য়ালে ভর্তি হয়েছে ২৯ জন শিশু। অসুস্থ শিশুদের বেশিরভাগেরই জ্বরের সমস্যা সহ অন্যান্য একাধিক উপসর্গ রয়েছে। বেশিভাগ শিশুর ভাইরাল জ্বরের লক্ষণ রয়েছে। শিশুদের চিকিৎসায় ধারাবাহিক নজরদারি চলছে। বিভিন্ন বিভাগের মধ্যে সমন্বয় বাড়ানো হয়েছে।
advertisement
view comments
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Child Fever in Bengal: মালদহে ২৪ ঘণ্টায় ৩ শিশুর মৃত্যু! হাসপাতালে জ্বর নিয়ে চিকিৎসাধীন শতাধিক
Next Article
advertisement
Nadia News: তৃণমূল বিধায়ক খুনে ছ বছর জেল খাটলেন! সেই বিজেপি নেতাই এবার শাসক দলে, নদিয়ায় তোলপাড়
তৃণমূল বিধায়ক খুনে ছ বছর জেল খাটলেন! সেই বিজেপি নেতাই এবার শাসক দলে, নদিয়ায় তোলপাড়
  • নদিয়ার হাঁসখালি ব্লকের দাপুটে বিজেপি নেতা নির্মল ঘোষ যোগ দিল তৃণমূলে। তৃণমূলের রাজ্য সহ সভাপতি জয়প্রকাশ মজুমদার, বিধায়ক মুকুটমণি অধিকারী ও তৃণমূলের রানাঘাট সাংগঠনিক জেলার সভাপতি দেবাশিস গঙ্গোপাধ্যায়ের উপস্থিতিতে রানাঘাট দক্ষিণের বিধায়ক মুকুটমণি অধিকারীর হাত থেকে তৃণমূলের পতাকা তুলে নেন নির্মল ঘোষ।

VIEW MORE
advertisement
advertisement