Mysterious Death of Girlchild : শৌচালয়ের ট্যাঙ্ক থেকে উদ্ধার নিখোঁজ ৪ মাসের শিশুকন্যার দেহ
- Published by:Arpita Roy Chowdhury
- news18 bangla
Last Updated:
Mysterious Death of Girlchild :এই ঘটনায় চাঞ্চল্য উত্তর দিনাজপুর জেলার (North Dinajpur) গোয়ালপোখর থানার (Goalpokhar Police Station) গতি গ্রাম পঞ্চায়েতের বোচাগাড়ি এলাকায়
গোয়ালপোখর : নিখোঁজ হওয়ার চার দিন পর উদ্ধার হল চার মাসের শিশুকন্যার দেহ (Body of missing 4 months old girl found from septic tank of her house)৷ বাড়ির সেপটিক ট্যাঙ্ক থেকে নিথর অবস্থায় পাওয়া গেল তাকে৷ এই ঘটনায় চাঞ্চল্য উত্তর দিনাজপুর জেলার (North Dinajpur) গোয়ালপোখর থানার (Goalpokhar Police Station) গতি গ্রাম পঞ্চায়েতের বোচাগাড়ি এলাকায়।
আরও পড়ুন : প্রাণ গেল বাড়ির ছেলের, খোয়া গেল মেয়ের বিয়ের গয়না, এক দুর্ঘটনায় সব শেষ
মৃত শিশুর পরিবার সূত্রে জানা গিয়েছে, গত মঙ্গলবার সন্ধ্যায় বাড়ি থেকে হঠাৎ নিখোঁজ হয়ে যায় চার মাসের ওই শিশুকন্যা৷ বাড়ির লোকজন অনেক খোঁজাখুঁজি করেও পাওয়া যায়নি তাকে৷ শুক্রবার সন্ধ্যায় বাড়ির সেপটিক ট্যাঙ্কের ভিতর থেকে শিশুটির দেহ উদ্ধার করা হয়৷ এই ঘটনায় শোকের ছায়া পুরো পরিবারে৷ অভিযোগ, অপহরণের পর শিশুকন্যাকে শৌচালয়ের ট্যাঙ্কের ভিতরে ফেলে দেওয়া হয়েছে৷
advertisement
advertisement
আরও পড়ুন : বিকট শব্দ শুনেই ছুটে আসা! তারপর প্রাণ বাঁচানোর লড়াই! আজ 'রিয়েল লাইফ হিরো' জবেদুলরা!
শিশুকন্যার অস্বাভাবিক ও রহস্যজনক মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় গোয়লপোখর থনার পুলিশ৷ এই ঘটনায় একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করা হয়েছে৷ মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ৷
advertisement
( প্রতিবেদন:চঞ্চল মোদক)
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
January 15, 2022 6:04 PM IST