Jamun: ব্লাড সুগারের যম, টেনে হিঁচড়ে কমায় হৃদরোগের ঝুঁকি...! দামে, গুণে সবেতেই ফেল আম, লাইন দিয়ে 'একটা ফল' কিনছেন ক্রেতারা

Last Updated:

Jamun: এই ফল খেলে রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণ, হজমশক্তি বৃদ্ধি, হৃদরোগের ঝুঁকি কমা ইত্যাদি রোগ প্রতিরোধে কাজ করে।

+
জাম

জাম কিনতে ভিড় জমাচ্ছেন ক্রেতারা

মালদহ: আম থেকেও দ্বিগুণ দামে বিক্রি হচ্ছে মালদহের জাম। দাম বেশি হলেও জাম কিনতে ভিড় জমছে ক্রেতারা। আর এই জাম বিক্রি করেই ব্যাপক টাকা আয় করে হাসি ফুটছে মালদহের ফল বিক্রেতাদের। ১০০ থেকে ১২০ টাকা কেজি দরে মালদহের বাজারে হু হু করে বিকোচ্ছে জাম। খেতে যেমন সুস্বাদ ঠিক তেমনি ব্যাপক স্বাস্থ্যকর এই জাম। এই জাম খেলে রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণ, হজমশক্তি বৃদ্ধি, হৃদরোগের ঝুঁকি কমা ইত্যাদি রোগ প্রতিরোধে কাজ করে। তাই শুধু সাধারণ মানুষ নয় শরীরকে সুস্থ রাখতে রোগ আক্রান্তদের‌ও কাছে ব্যাপক চাহিদা পাচ্ছে জাম।
জাম বিক্রেতা দীপ সাহা জানান, “আমের থেকে দ্বিগুণ দাম হলেও এর স্বাস্থ্যকর উপকারিতা রয়েছে। তাই ব্যাপক চাহিদা পাচ্ছে বাজারে। বর্তমানে ১০০ থেকে ১২০ টাকা কেজি দরে বিক্রি করছি। রোজ প্রায় চার হাজার টাকার বিক্রি হয়ে যায়। আম বিক্রি করে সেই ভাবে লাভ না করতে পারলেও জাম বিক্রি করে ব্যাপক লাভ হচ্ছে।”
advertisement
advertisement
এক ক্রেতা শুকদেব ঘোষ জানান, “দাম বেশি হলেও কিনতে হচ্ছে। আগের বছরের তুলনায় অনেক দাম বৃদ্ধি পেয়েছে। আমের থেকেও বেশি দাম হবে ভাবতে পারিনি। আম থেকে দুই-তিন গুণ দাম বেশি। তাই ৫০০ গ্রাম কিনেছি। জাম মূলত সুগার সহ একাধিক ধরনের রোগ প্রতিরোধ করে তাই খায়। দাম বেশি থাকলেও অল্প করে কিনতে হচ্ছে। খেতে ভালই লাগে।”
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
আমের জেলা মালদহে আম বিক্রি করে তেমন লাভ করতে না পারলেও জাম বিক্রি করে হাসি ফুটছে বিক্রেতাদের। জেলায় জাম চাষ না হলেও। ভিন জেলা এবং ভিন রাজ্য থেকে এনে মালদহের বাজারে জাম বিক্রি করে আর্থিকভাবে লাভবান হচ্ছেন ফল বিক্রেতারা।
advertisement
জিএম মোমিন
view comments
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Jamun: ব্লাড সুগারের যম, টেনে হিঁচড়ে কমায় হৃদরোগের ঝুঁকি...! দামে, গুণে সবেতেই ফেল আম, লাইন দিয়ে 'একটা ফল' কিনছেন ক্রেতারা
Next Article
advertisement
West Bengal Weather Update: উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন থাকবে?
উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন?
  • উত্তরে আজ বৃষ্টির পূর্বাভাস

  • দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে

  • রইল আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement