Jamun: ব্লাড সুগারের যম, টেনে হিঁচড়ে কমায় হৃদরোগের ঝুঁকি...! দামে, গুণে সবেতেই ফেল আম, লাইন দিয়ে 'একটা ফল' কিনছেন ক্রেতারা
- Published by:Ananya Chakraborty
- hyperlocal
- Reported by:Jiam Momin
Last Updated:
Jamun: এই ফল খেলে রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণ, হজমশক্তি বৃদ্ধি, হৃদরোগের ঝুঁকি কমা ইত্যাদি রোগ প্রতিরোধে কাজ করে।
মালদহ: আম থেকেও দ্বিগুণ দামে বিক্রি হচ্ছে মালদহের জাম। দাম বেশি হলেও জাম কিনতে ভিড় জমছে ক্রেতারা। আর এই জাম বিক্রি করেই ব্যাপক টাকা আয় করে হাসি ফুটছে মালদহের ফল বিক্রেতাদের। ১০০ থেকে ১২০ টাকা কেজি দরে মালদহের বাজারে হু হু করে বিকোচ্ছে জাম। খেতে যেমন সুস্বাদ ঠিক তেমনি ব্যাপক স্বাস্থ্যকর এই জাম। এই জাম খেলে রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণ, হজমশক্তি বৃদ্ধি, হৃদরোগের ঝুঁকি কমা ইত্যাদি রোগ প্রতিরোধে কাজ করে। তাই শুধু সাধারণ মানুষ নয় শরীরকে সুস্থ রাখতে রোগ আক্রান্তদেরও কাছে ব্যাপক চাহিদা পাচ্ছে জাম।
জাম বিক্রেতা দীপ সাহা জানান, “আমের থেকে দ্বিগুণ দাম হলেও এর স্বাস্থ্যকর উপকারিতা রয়েছে। তাই ব্যাপক চাহিদা পাচ্ছে বাজারে। বর্তমানে ১০০ থেকে ১২০ টাকা কেজি দরে বিক্রি করছি। রোজ প্রায় চার হাজার টাকার বিক্রি হয়ে যায়। আম বিক্রি করে সেই ভাবে লাভ না করতে পারলেও জাম বিক্রি করে ব্যাপক লাভ হচ্ছে।”
advertisement
আরও পড়ুন: শুধু বিদ্যুৎ সরবরাহ নয়, সোলার প্যানেল আরও কত ভাবে ব্যবহার করা যেতে পারে, দেখাল গ্রাম পঞ্চায়েত
advertisement
এক ক্রেতা শুকদেব ঘোষ জানান, “দাম বেশি হলেও কিনতে হচ্ছে। আগের বছরের তুলনায় অনেক দাম বৃদ্ধি পেয়েছে। আমের থেকেও বেশি দাম হবে ভাবতে পারিনি। আম থেকে দুই-তিন গুণ দাম বেশি। তাই ৫০০ গ্রাম কিনেছি। জাম মূলত সুগার সহ একাধিক ধরনের রোগ প্রতিরোধ করে তাই খায়। দাম বেশি থাকলেও অল্প করে কিনতে হচ্ছে। খেতে ভালই লাগে।”
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
আমের জেলা মালদহে আম বিক্রি করে তেমন লাভ করতে না পারলেও জাম বিক্রি করে হাসি ফুটছে বিক্রেতাদের। জেলায় জাম চাষ না হলেও। ভিন জেলা এবং ভিন রাজ্য থেকে এনে মালদহের বাজারে জাম বিক্রি করে আর্থিকভাবে লাভবান হচ্ছেন ফল বিক্রেতারা।
advertisement
জিএম মোমিন
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
July 03, 2025 2:53 PM IST