‘ও তো থামাতে গিয়েছিল...’! খগেনদের উপর হামলায় ধৃত একাধিক, কিন্তু পরিবারদের ‘অন‍্য’ দাবি

Last Updated:

নাগরাকাটায় বিজেপি নেতাদের উপর হামলার ঘটনায় ধৃত একাধিক তৃণমূল সমর্থক।

* সাংসদ-বিধায়কের ওপর হামলার ঘটনায় ধৃত একাধিক। তাদের যোগ নিয়ে কি বলছে পরিবারগুলো?
* সাংসদ-বিধায়কের ওপর হামলার ঘটনায় ধৃত একাধিক। তাদের যোগ নিয়ে কি বলছে পরিবারগুলো?
জলপাইগুড়ি: নাগরাকাটায় বিজেপি নেতাদের উপর হামলার ঘটনায় ধৃত একাধিক তৃণমূল সমর্থক। ধৃতদের সবাই খয়েরবাড়ির বাসিন্দা। জলপাইগুড়ির নাগরাকাটায় বিপর্যস্ত এলাকায় গিয়ে স্থানীয়দের হাতে আক্রান্ত হন বিজেপি নেতারা। এই ঘটনায় একাধিক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। তাদের মধ্যে বেশ কয়েকজন তৃণমূল সমর্থক।
প্রত্যেকেরই বাড়ি জলপাইগুড়ির খয়েরবাড়িতে। বিজেপির সাংসদ-বিধায়ককে মারধরের ঘটনায় ধৃত একরামুল হক তৃণমূল সমর্থক। তাঁর স্ত্রী তৃণমূলের পঞ্চায়েত সদস্য। একরামুলের পরিবারের দাবি, তাঁদের ছেলে মারধর করতে নয়, ঝামেলা থামাতে গিয়েছিল।
আইনুল হক, ধৃত একরামুলের বাবা বলছেন, ছেলে পিছনে ছিল। বারণ করছিল যেতে। ও তো পঞ্চায়েতের সদস্যের স্বামী। ও তো বাধা দেবেই। উল্টে পাথরের আঘাতে ওর চোট লেগে গিয়েছে। পুলিশ ওকেই ধরে নিয়ে গেল। ফিরদৌসি বেগম, ধৃত একরামুলের বৌদি বলেন, ও মারেনি। পাশে ছিল। অনেকে মেরেছে। পুলিশ তো অনেককে ধরছেও। একরামুলের বাড়ির কাছেই গোবিন্দ শর্মার বাড়ি। তাকেও গ্রেফতার করেছে পুলিশ। পরিবারের দাবি, গোবিন্দর মাথার ঠিক নেই।
advertisement
advertisement
হরি শর্মা, ধৃত গোবিন্দ শর্মার দাদা বলছেন, পুলিশ ধরেছে। উঠিয়ে নিয়ে যাবে ভাবিনি। আমার ভাইয়ের দোষ কি? সেটাই আমরা জানিনা। বিরূপা শর্মা, ধৃত গোবিন্দ শর্মার আত্মীয় বলেন, নদীর চরে কাজের জন্য গিয়েছিল। মাথায় লেগেছে পাথর। মাথায় সমস্যা আছে। রাগে কী করেছে সে তো বলতে পারব না। খয়েরবাড়িতেই বাড়ি আরেক ধৃত শাহনুর আলমের। তাঁরও পরিবারের দাবি, সাংসদ-বিধায়ককে মারধরের সঙ্গে শাহনুরের নাকি কোনও সম্পর্ক নেই।
advertisement
সইদুল হক, ধৃত শাহনুর আলমের বাবা বলছেন, ছেলে তৃণমূল করে। মারধর করেনি। দেখতে গিয়েছিল। আত্মীয়কে পৌঁছতে গিয়েছিল। সায়রা বানু, ধৃত শাহনুর আলমের মা বলেন, আত্মীয়কে আনতে গিয়েছে। মন্ত্রীকে দেখতে গিয়েছে। ক্যামেরায় দেখা গিয়েছে। পুলিশ বলছে মেরেছে। ধৃত তোফায়েল হোসেনের পরিবারের দাবি, তাঁদের ছেলেকে ফাঁসানো হয়েছে।  সালমা খাতুন, ধৃত তোফায়েল হোসেনের আত্মীয় বলেন, লোককে বাঁচাতে গিয়েছিল। ওদিকেই সবজির ব্যাবসা করে। দেখাতে পারবে না, গিয়েছিল। বাইরে থেকে লোক এসেছে। একে ফাঁসানো হয়েছে।
view comments
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
‘ও তো থামাতে গিয়েছিল...’! খগেনদের উপর হামলায় ধৃত একাধিক, কিন্তু পরিবারদের ‘অন‍্য’ দাবি
Next Article
advertisement
Success Story: বেঙ্গালুরুর দুই বোনের কাজ দেখে দোকানদাররা হাসতেন, এখন তাঁরাই ১০০ কোটি টাকার ব্যবসা পরিচালনা করছেন
বেঙ্গালুরুর দুই বোনের কাজ দেখে দোকানদাররা হাসতেন, এখন তাঁদেরই ১০০ কোটি টাকার ব্যবসা !
  • বেঙ্গালুরুর দুই বোনের কাজ দেখে দোকানদাররা হাসতেন

  • এখন তাঁদেরই ১০০ কোটির ব্যবসা !

  • জেনে নিন তাঁদের সাফল্যের কাহিনি

VIEW MORE
advertisement
advertisement