উষ্ণতার পরশ দিতে প্রতি শীতে বিহার থেকে বাঁকুড়া ছুটে আসেন এই ব্যক্তি? কিন্তু কেন? জানলে অবাক হবেন

Last Updated:
"শীত আগে ঢুকলে আগেই চলে আসব বাঁকুড়া" এসে কী করবেন তিনি?
1/6
যারা হাতে বানানো লেপ-তোষক পছন্দ করেন, তারা চলে আসেন নাঈম মিঞার কাছে। সারা বছর সেই রোজগারের উপর ভিত্তি করে চলে জীবন। শীত ঢুকবে আগে, এমনটাই আশঙ্কা করছেন অনেকে। সেই কারণেই এই ঋতুকালীন ব্যবসা উঠবে ফুলে ফেঁপে। ছবি ও তথ্য নীলাঞ্জন বন্দ্যোপাধ্যায়
যারা হাতে বানানো লেপ-তোষক পছন্দ করেন, তারা চলে আসেন নাঈম মিঞার কাছে। সারা বছর সেই রোজগারের উপর ভিত্তি করে চলে জীবন। শীত ঢুকবে আগে, এমনটাই আশঙ্কা করছেন অনেকে। সেই কারণেই এই ঋতুকালীন ব্যবসা উঠবে ফুলে ফেঁপে। ছবি ও তথ্য নীলাঞ্জন বন্দ্যোপাধ্যায়
advertisement
2/6
কালি পুজোর পরই বিহার থেকে বাঁকুড়া চলে আসবেন মোহাম্মদ নাঈম। বাংলা বলতে পারেন গর গর করে। মাঝে মাঝে বলে ওঠেন
কালী পুজোর পরই বিহার থেকে বাঁকুড়া চলে আসবেন মোহাম্মদ নাঈম। বাংলা বলতে পারেন গড় গড় করে। মাঝে মাঝে বলে ওঠেন "জয় মা তারা", বাঁকুড়া শহরের এডওয়ার্ড মেমোরিয়াল হল এর ঠিক পাশে ভুটিয়া মার্কেটের বিপরীতে দেখতে পাবেন মহম্মদ নাঈমকে। ছবি ও তথ্য নীলাঞ্জন বন্দ্যোপাধ্যায়
advertisement
3/6
এটি এমন একটি জীবিকা যে তার রমরমা ছিল আজ থেকে প্রায় ১০ থেকে ১৫ বছর আগে। তখনও জনপ্রিয় হয়নি অনলাইন বাজার। অনলাইন মার্কেটে রমরমা ছিল না বিন্দুমাত্র। হাতে বানানো লেপতোষক পছন্দ করতেন মানুষ। ছবি ও তথ্য। নীলাঞ্জন বন্দ্যোপাধ্যায়
এটি এমন একটি জীবিকা যে তার রমরমা ছিল আজ থেকে প্রায় ১০ থেকে ১৫ বছর আগে। তখনও জনপ্রিয় হয়নি অনলাইন বাজার। অনলাইন মার্কেটে রমরমা ছিল না বিন্দুমাত্র। হাতে বানানো লেপতোষক পছন্দ করতেন মানুষ। ছবি ও তথ্য নীলাঞ্জন বন্দ্যোপাধ্যায়
advertisement
4/6
বাড়ির মা ঠাকুমারা মনে করতেন, হাতে বানানোর লেপ তোষকে থাকে ভালোবাসার ছোঁয়া। তবে অনলাইন মার্কেট আসার পর, মানুষ বেছে নিয়েছেন রেডিমেড লেপ তোষক। দেখতে বেশি ফিটফাট, চকচকে প্যাকেজিং। ধীরে ধীরে হারিয়ে যেতে বসেছে মোহাম্মদ নাঈমের মত বহু ব্যবসায়ীর ব্যবসা। ছবি ও তথ্য নীলাঞ্জন বন্দ্যোপাধ্যায়
বাড়ির মা ঠাকুমারা মনে করতেন, হাতে বানানোর লেপ তোষকে থাকে ভালোবাসার ছোঁয়া। তবে অনলাইন মার্কেট আসার পর, মানুষ বেছে নিয়েছেন রেডিমেড লেপ তোষক। দেখতে বেশি ফিটফাট, চকচকে প্যাকেজিং। ধীরে ধীরে হারিয়ে যেতে বসেছে মোহাম্মদ নাঈমের মত বহু ব্যবসায়ীর ব্যবসা। ছবি ও তথ্য নীলাঞ্জন বন্দ্যোপাধ্যায়
advertisement
5/6
ফোনের মাধ্যমে যোগাযোগ করা হলে নাঈম মিয়া বলেন,
ফোনের মাধ্যমে যোগাযোগ করা হলে নাঈম মিয়া বলেন, "এই বছর শুনছি শীত তাড়াতাড়ি ঢুকবে। তাই আগেই বাঁকুড়া চলে আসতে পারি।" বাঁকুড়ার কিছু জায়গাতে লেপ তোষক তৈরি করার ব্যবসা শুরু হয়ে গেছে। মোটা ছুঁচ নিয়ে মাথার মধ্যে সুতো ঘষে করছেন সেলাই।লাঠি দিয়ে পেটাচ্ছেন তোষক। ছবি ও তথ্য নীলাঞ্জন বন্দ্যোপাধ্যায়।
advertisement
6/6
বাঁকুড়ার আনাচে-কানাচে লুকিয়ে রয়েছে বিভিন্ন গল্প এবং মানুষের মৌলিক জীবনধারা,জীবন চর্চা এবং জীবিকা। জীবিকা গুলি একটু স্টাডি করলে কিংবা পর্যবেক্ষণ করলে বোঝা যাবে জীবিকা গুলির গুরুত্ব এবং বর্তমান প্রেক্ষাপট। ছবি ও তথ্য নীলাঞ্জন বন্দ্যোপাধ্যায়
বাঁকুড়ার আনাচে-কানাচে লুকিয়ে রয়েছে বিভিন্ন গল্প এবং মানুষের মৌলিক জীবনধারা,জীবন চর্চা এবং জীবিকা। জীবিকা গুলি একটু স্টাডি করলে কিংবা পর্যবেক্ষণ করলে বোঝা যাবে জীবিকা গুলির গুরুত্ব এবং বর্তমান প্রেক্ষাপট। ছবি ও তথ্য নীলাঞ্জন বন্দ্যোপাধ্যায়।
advertisement
advertisement
advertisement