Visva Bharati: পর্যটকদের জন্য খুশির খবর...! বিশ্বভারতীতে ক্যাম্পাসে এবার বিরাট চমক, না জানলেই বড় মিস!
- Published by:Riya Das
- news18 bangla
- Reported by:Souvik Roy
Last Updated:
Visva Bharati: এবার থেকে সপ্তাহে চার দিন করে হেরিটেজ ওয়ার্ক চালু করার পরিকল্পনা নিচ্ছে বিশ্বভারতী কর্তৃপক্ষ, কবে থেকে শুরু হচ্ছে জেনে নিন বিস্তারিত৷
বিশ্বভারতীর আগত পর্যটকদের জন্য এবার খুশির খবর দিল বিশ্বভারতীর উপাচার্য। প্রসঙ্গত গতবছর ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে ঘোষণা করে বিশ্বভারতীর একাধিক জায়গাকে। এরপরই গত দু'মাস আগে সপ্তাহে একদিন করে হেরিটেজ ওয়ার্ক চালু করেছে বিশ্বভারতী কর্তৃপক্ষ। যেখানে একটি করে পর্যটকদের দল তৈরি করে হেরিটেজ ওয়াক করানো হচ্ছে পর্যটকদের।ছবি ও তথ্য: সৌভিক রায়
advertisement
তবে এবার হেরিটেজ ওয়াক রবিবার-সহ চারদিন শুরুর পরিকল্পনা নিচ্ছেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের। ফলে চারদিন ক্যাম্পাসে ঘুরে দেখতে পারবেন পর্যটকেরা। শিক্ষার মান বাড়াতেও নানান পদক্ষেপ গ্রহণ করা হয় বলে জানালেন উপাচার্য প্রবীরকুমার ঘোষ। স্থায়ী উপাচার্য হিসেবে যোগদানের ছ'মাস পর বিশ্ববিদ্যালয়ের কাজের অগ্রগতি প্রসঙ্গে সাংবাদিকদের মুখোমুখি হন তিনি।ছবি ও তথ্য: সৌভিক রায়
advertisement
উল্লেখ্য, চলতি বছরের ১৮ মার্চ বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় এর প্রাক্তনী তথা কৃষি বিজ্ঞানী প্রবীর কুমার ঘোষ স্থায়ী উপাচার্যের দায়িত্বভার গ্রহণ করেছেন। দীর্ঘ টালবাহানের পর অবশেষে স্থায়ী উপাচার্য পেয়েছে বিশ্বভারতী। সাংবাদিক সম্মেলনের মাধ্যমে উপাচার্য বিগত ছয় মাসের বিশ্ববিদ্যালয়ের কাজের খতিয়ান তুলতে গিয়ে তিনি বলেন, 'হেরিটেজ এর মান রক্ষার্থে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। খুব কম সময়ের মধ্যে গুরুত্বপূর্ণ ভবনগুলি সংস্কার, ক্যাম্পাসের মধ্যে রাস্তার রক্ষণাবেক্ষণ-সহ হেরিটেজ ওয়াক শুরু হয়েছে। ফলে রবিবার দেশ-বিদেশের পর্যটকেরা টিকিট কেটে ক্যাম্পাসে প্রবেশের সুযোগ মিলেছে।'ছবি ও তথ্য: সৌভিক রায়
advertisement
উপাচার্য প্রবীর কুমার ঘোষ এর মতে সপ্তাহে চার দিন যদি হেরিটেজ ওয়াক চালু করা যায় তাহলে পর্যটকেরা আরও বেশি পরিমাণে বোলপুর শান্তিনিকেতন ভ্রমণের জন্য ছুটে আসবেন। একদিকে যেমন বোলপুর শান্তিনিকেতনের বাণিজ্যিক তেমনি অর্থনৈতিক উন্নয়ন ঘটবে। পর্যটকরাও আরও বেশি পরিমাণে বোলপুর শান্তিনিকেতনের আনন্দ উপভোগ করতে পারবেন।ছবি ও তথ্য: সৌভিক রায়
advertisement