বাবা ভাঙ্গার আরও এক ভয়ঙ্কর ভবিষ্যৎবাণী! বছরের শেষ ৮০ দিনে কাঁপবে গোটা পৃথিবী! ফকির থেকে নিমিষে রাজা হবেন কারা?

Last Updated:
২০২৫ সাল নিয়ে বাবা ভাঙ্গার একের পর এক ভবিষ্যৎবাণী করেছিলেন। এবং তা মিলে যাওয়ায় সকলেই তাকিয়ে আছে বছর শেষের আগে নতুন কী ভবিষ্যৎবাণী অপেক্ষা করছে। বছর শেষের ৮০ দিনে কাঁপতে চলেছে গোটা বিশ্ব।
1/6
নিজের ভবিষ্যদ্বাণীর জন্য সারা বিশ্ব জুড়ে বেশ খ্যাতি লাভ করেছেন বাবা ভাঙ্গা। আসলে অতীতে ৯/১১-র জঙ্গি হামলা, যুবরানি ডায়ানার মৃত্যু এবং চিনের সম্প্রসারণের মতো বিষয়ে ভবিষ্যদ্বাণী করেছিলেন তিনি। যেগুলি সত্য বলে প্রমাণিত হয়েছে। ফলে বাবা ভাঙ্গার ভবিষ্যদ্বাণীর উপর অগাধ আস্থা জন্মেছে অনেকেরই। তবে বহু মানুষ জানতে চান যে, রাশিচক্রের নির্দিষ্ট কিছু নিয়ে কী পূর্বাভাস দিয়েছেন বাবা ভাঙ্গা! আসলে আর্থিক দিক থেকে আগামী ৬ মাস কিছু রাশির কেমন যাবে, সেই ভবিষ্যদ্বাণী করেছিলেন তিনি। বাবা ভাঙ্গার ভবিষ্যদ্বাণী অনুযায়ী, বেশ কিছু রাশির জাতক-জাতিকা আগামী ৬ মাসের মধ্যেই কোটিপতি হয়ে উঠতে পারবেন। সেটাই বিশদে জেনে নেওয়া যাক।  আগামী ৬ মাসের মধ্যে কোন কোন রাশির জাতক-জাতিকা কোটিপতি হতে চলেছেন?
বছর শেষ হতে আর কিছু দিনই বাকি। আর বছর শেষ হওয়ার মুখেই ফের ঘুরে ফিরে আসছে বাবা ভাঙ্গার নাম। বুলগেরিয়ান এই মহিলার ভবিষ্যৎবাণী নিয়ে ইতিমধ্যেই আলোচনা শুরু হয়ে গিয়েছে। বছর শেষে আরও এক ভবিষৎবাণী নিয়ে শুরু হয়েছে নতুন আলোড়ন।
advertisement
2/6
বিজ্ঞানীরা এসব ভবিষ্যদ্বাণীকে নিছক কল্পনা বলে উড়িয়ে দিলেও, জনমনে কৌতূহল ও আতঙ্কের সৃষ্টি হয়েছে। অনেকে বলছেন, ইতিহাসে যেভাবে কিছু পূর্বাভাস আংশিকভাবে মিলে গেছে, তাতে এই “২০২৬ ভবিষ্যদ্বাণী” একেবারেই উপেক্ষা করা যায় না। নতুন বছরকে ঘিরে বিশ্বজুড়ে এখন প্রশ্ন, বাবা ভাঙ্গার ভবিষ্যদ্বাণী কি আবারও বাস্তবে রূপ নিতে চলেছে?
২০২৫ সাল নিয়ে বাবা ভাঙ্গার একের পর এক ভবিষ্যৎবাণী করেছিলেন। এবং তা মিলে যাওয়ায় সকলেই তাকিয়ে আছে বছর শেষের আগে নতুন কী ভবিষ্যৎবাণী অপেক্ষা করছে। বছর শেষের ৮০ দিনে কাঁপতে চলেছে গোটা বিশ্ব।
advertisement
3/6
love horoscope, রাশিফল, মেষ রাশিফল,, বৃষ রাশিফল, মিথুন রাশিফল,, তুলা রাশিফল, কন্যা রাশিফল, কর্কট রাশিফল, বৃশ্চিক রাশিফল, সিংহ রাশিফল, ধনু রাশিফল, মকর রাশিফল, কুম্ভ রাশিফল, মীন রাশিফল, লটারি ভাগ্য কাদের, lottery predictions, aries horoscope, tauras horoscope, gemini horoscope, libra horoscope, virgo horoscope, cancer horoscope, capricorn horoscope, scorpio horoscope, leo horoscope, sagitarious horoscope, aquarious horoscope, pisces horoscope,
বাবা ভাঙ্গার ভবিষ্যৎবাণী অনুযায়ী, অক্টোবর থেকে ডিসেম্বর পর্যন্ত কিছু রাশির জীবনে আসতে চলেছে সোনালি সময়।বৃষ রাশি- শুক্রের প্রভাবে এই সময় এই রাশির জাতক/জাতিকাদের জীবনে আসতে চলেছে উন্নতি এবং প্রগতি। এই সময় বছরের শেষ প্রান্তে দাঁড়িয়ে এই রাশির জাতকরা পেতে পারেন অপার ধনসম্পদের হদিশ। জীবনের সব বাধা কেটে গিয়ে আসতে চলেছে নতুন সূর্যোদয়। সমাজে সম্মান থেকে আত্মউপলব্ধি সবেতেই উন্নতি করতে চলেছেন এই রাশির মানুষেরা।
advertisement
4/6
love horoscope, রাশিফল, মেষ রাশিফল,, বৃষ রাশিফল, মিথুন রাশিফল,, তুলা রাশিফল, কন্যা রাশিফল, কর্কট রাশিফল, বৃশ্চিক রাশিফল, সিংহ রাশিফল, ধনু রাশিফল, মকর রাশিফল, কুম্ভ রাশিফল, মীন রাশিফল, লটারি ভাগ্য কাদের, lottery predictions, aries horoscope, tauras horoscope, gemini horoscope, libra horoscope, virgo horoscope, cancer horoscope, capricorn horoscope, scorpio horoscope, leo horoscope, sagitarious horoscope, aquarious horoscope, pisces horoscope,
মিথুন রাশি- এই রাশির জাতক/জাতিকারা বুধের প্রভাবে জীবনে শুভ পরিবর্তন লক্ষ্য করবেন। এই সময় আপনার জীবনে চলতে থাকা যাবতীয় সমস্যার নিরসন হবে। এছাড়াও এই সময়ে আপনি বিপুল সম্পদের হদিশ পাবেন।
advertisement
5/6
love horoscope, রাশিফল, মেষ রাশিফল,, বৃষ রাশিফল, মিথুন রাশিফল,, তুলা রাশিফল, কন্যা রাশিফল, কর্কট রাশিফল, বৃশ্চিক রাশিফল, সিংহ রাশিফল, ধনু রাশিফল, মকর রাশিফল, কুম্ভ রাশিফল, মীন রাশিফল, লটারি ভাগ্য কাদের, lottery predictions, aries horoscope, tauras horoscope, gemini horoscope, libra horoscope, virgo horoscope, cancer horoscope, capricorn horoscope, scorpio horoscope, leo horoscope, sagitarious horoscope, aquarious horoscope, pisces horoscope,
ধনু রাশির- এই সময়ে আপনার জীবনে আসতে চলেছে পরিবর্তনের সময়। আপনার জীবন নতুন উচ্চতা ছোঁবে। জীবনে দুঃসময় কেটে গিয়ে সুসময় আসবে। যা চাইবেন তাই পাবেন হাতের মুঠোয়।
advertisement
6/6
Disclaimer: উপরোক্ত বিষয়গুলি মানতে নিউজ ১৮ বাংলা মানতে বাধ্য বা অনুরোধ করেনা, নিজের বিচার বুদ্ধি সহযোগে সিদ্ধান্ত নিন ৷ প্রতীকী ছবি ৷
Disclaimer: উপরোক্ত বিষয়গুলি মানতে নিউজ ১৮ বাংলা মানতে বাধ্য বা অনুরোধ করেনা, নিজের বিচার বুদ্ধি সহযোগে সিদ্ধান্ত নিন ৷ প্রতীকী ছবি ৷
advertisement
advertisement
advertisement