BJP: ইটবৃষ্টি, কাঁদানে গ্যাস, লাঠিচার্জ..বিজেপির ডিএম অফিস অভিযানকে কেন্দ্র করে ধুন্ধুমার কাণ্ড কোচবিহারে! আটক নিশীথ
- Published by:Ankita Tripathi
- hyperlocal
- Reported by:Sarthak Pandit
Last Updated:
বিজেপির জেলা শাসক দফতর অভিযানকে কেন্দ্র করে ধুন্ধুমার কাণ্ড কোচবিহারে। আরজি কর কাণ্ডের প্রতিবাদে বিজেপির এই অভিযানকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠল কোচবিহার সাগরদিঘি চত্বর। বিজেপি নেতা নিশীথ প্রামাণিককে আটক করে পুলিশ।
কলকাতা: বিজেপির জেলা শাসক দফতর অভিযানকে কেন্দ্র করে ধুন্ধুমার কাণ্ড কোচবিহারে। আরজি কর কাণ্ডের প্রতিবাদে বিজেপির এই অভিযানকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠল কোচবিহার সাগরদিঘি চত্বর। বিজেপি নেতা নিশীথ প্রামাণিককে আটক করে পুলিশ।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এই অভিযানের কারণে কোচবিহারের পুলিশের পক্ষ থেকে কড়া নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয় কোচবিহার জেলা শাসকের দফতর। রাখা হয়েছিল জল কামান ও কাঁদানে গ্যাস আন্দোলনকারীদের আটকানোর জন্য দুটি অস্থায়ী ব্যারিকেড বানানো হয়েছিল। আরজি কর কাণ্ডে দোষীদের শাস্তির দাবিতেই এই অভিযান করা হয় বলেই জানা গিয়েছে বিজেপি সূত্রে।
advertisement
advertisement
সূত্রের খবর, বিজেপি কর্মীরা জেলা শাসকের দফতরের সামনে আসতেই ধুন্ধুমার পরিস্থিতির সৃষ্টি হয়। আটক করা হয় বিজেপি নেতা নিশীথ প্রামাণিককে। বিক্ষুব্ধ বিজেপি সমর্থকরা ইট বৃষ্টি শুরু করে। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে পুলিশ লাঠিচার্জ করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে জল কামান এবং কাঁদানে গ্যাসের ব্যবহার করে পুলিশ।
advertisement
আরও পড়ুন: চালের বস্তায় মুখ গুঁজে পড়েছিল ৪ বছরের শিশুকন্যার দেহ! খুন করেছিল তারই ঠাকুমা-কাকিমা..কেন? হল সাজা
পুলিশ সূত্রে জানা গিয়েছে, “ঘটনায় বেশকিছু বিজেপি কর্মী সমর্থককে আটক করেছে কোচবিহার কোতোয়ালি থানার পুলিশ। এছাড়াও আটক করে রাখা হয়েছে বিজেপি নেতা নিশীথ প্রামাণিককে। আন্দোলনকারীদের ছোঁড়া পাথরের ঢিলে আক্রান্ত হয়েছেন বেশ কিছু পুলিশ কর্মী। তাঁদের প্রাথমিক চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।” সাগরদিঘি চত্বরের পরিস্থিতি বর্তমানে থমথমে। পুলিশি পাহারা রাখা হয়েছে গোটা এলাকায়।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
September 02, 2024 4:30 PM IST