Siliguri News: শরীর সুস্থ রাখতে সাইকেল চালানো শুরু! ১৩৫০ কিমি রেসে প্রথম স্থান বিশ্বদ্বীপের

Last Updated:

নানা রোগে আক্রান্ত ছিল বিশ্বদীপ। যাতে শরীর সুস্থ এবং স্বাভাবিক হয়ে ওঠে সেই উদ্দেশ্যেই সাইকেল চালানো শুরু করেছিলেন। সেটাই এখন তার ফেভারিট স্পোর্টস হয়ে দাঁড়িয়েছে। 

+
পুরষ্কার

পুরষ্কার নেওয়ার মুহূর্তে বিশ্বদীপ 

শিলিগুড়ি : নিয়মিত সাইকেল চালালে শুধু শরীরই সুস্থ থাকে না, মানসিক স্বাস্থ্যেরও উন্নতি হয়। এই কথা আমাদের সকলেরই জানা। আর নিজের শরীর সুস্থ রাখতে সাইকেল চালানো শুরু করেছিলেন বিশ্বদীপ নাগ। তিনি আজ ভারতবর্ষের অন্যতম দিউন্স আল্ট্রা সাইকেল রেসে প্রথম স্থান অধিকার করে সবাইকে চমকে দিয়েছে। ভারতবর্ষের বিভিন্ন রাজ্যের প্রফেশনাল সাইক্লিস্টরা এই রেসে অংশগ্রহণ করেন।রাজস্থানে অনুষ্ঠিত হওয়া রেসে ১৩৫০ কিমি রেস জয়পুরের হওয়া মহল থেকে শুরুর করে জয়সলমেরে ক্লেল্লা হয়ে জয়পুরে ফিরে আসতে তিনি সময় নিয়েছেন মাত্র ৭০ ঘণ্টা । তার এই অসামান্য কীর্তিতে খুশি পরিবারের সকলেই।
বিশ্বদীপ নাগ কোচবিহার জেলার মাথাভাঙ্গার বাসিন্দা। চাকরি সূত্রে শিলিগুড়িতে থাকছেন দীর্ঘ ১২ বছর ধরে। বর্তমানে তিনি চোপড়া হাইস্কুলের ইতিহাস বিভাগের শিক্ষক। ১১ বছর ধরে চাকরি করছেন । কোনোদিনও ভাবেননি তিনি সাইক্লিং করেবন। শরীর সুস্থ রাখতে সাইকেল চালানো শুরু করেন কোভিডের সময় থেকে। ডায়াবেটিস, প্রেশার,অ্যানকাইলজিন স্পন্ডিলাইসিস থেকে শুরু করে নানা রোগে আক্রান্ত ছিল বিশ্বদীপ। যাতে শরীর সুস্থ এবং স্বাভাবিক হয়ে ওঠে সেই উদ্দেশ্যেই সাইকেল চালানো শুরু করেছিলেন। সেটাই এখন তার ফেভারিট স্পোর্টস হয়ে দাঁড়িয়েছে।
advertisement
advertisement
আরও পড়ুন: মরণোত্তর দেহ-দান পত্রে স্বাক্ষর করার দিনেই খুন মালদহের তৃণমূল নেতা! ভয়াবহ
তারপর ২০২২ পুনে থেকে গোয়া ডেকান ক্লিং হ্যাঙ্গার রেস অংশগ্রহণ করেন। সময় নিয়েছেন ৩২ ঘণ্টা ৩০ মিনিট। এরপর ২০২৩ সালের ডিসেম্বরে দিঘা থেকে ঘুম ৮৩০ কিমি রেস ৪৯ ঘন্টায় সম্পন্ন করেন। এরপর ২০২৪ লাদাখ হিমালয়ান আল্ট্রা ৬০০ কিমি আগষ্ট মাসে ৪৪ ঘণ্টা শেষ করে প্রথম হন। অবশেষে ডিউন্স আল্ট্রা ১৩৫০ কিমি রেসে প্রথম হয়েছেন তিনি। বিশ্বদীপ জানান, ‘স্পোর্টস আমার শরীরের সমস্ত রোগব্যাধি দূর করে দিয়েছে। আমি বিগত এক বছর ধরে কোন ওষুধ খাচ্ছি না। শরীর যেমন সুস্থ থাকছে তেমন আমি এই রেসটিকে প্রচন্ড ভালোবাসি। আগামীতে আমেরিকায় বিশ্বের সবথেকে বড় সাইকেল রেসে অংশগ্রহণ করার কথা ভাবছি।’ বিশ্বদ্বীপের এমন কীর্তি আগামীতে নতুন প্রজন্মের সাইক্লিস্টদের নিজের লক্ষ্যে এগিয়ে যাওয়ার ক্ষেত্রে সাহায্য করবে বলে মনে করছেন অনেকেই।
advertisement
অনির্বাণ রায়
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Siliguri News: শরীর সুস্থ রাখতে সাইকেল চালানো শুরু! ১৩৫০ কিমি রেসে প্রথম স্থান বিশ্বদ্বীপের
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement