হাড় কাঁপানো ঠান্ডার মধ্যেই দানা বাঁধছে 'মেঘ'! বঙ্গে বরফ, আগামী সপ্তাহেই 'বড় বদল' আবহাওয়ার!
- Published by:Tias Banerjee
- local18
- Reported by:Sujoy Ghosh
Last Updated:
Weather Update: বছরের শুরুতেই ঘন কুয়াশার সঙ্গে হাড় কাঁপানো শীত! চলতি সপ্তাহেই বৃষ্টির সম্ভাবনা সাদা বরফের চাদরে ঢাকতে পারে শৈলশহর!
advertisement
শুক্রবার ঘন কুয়াশার সঙ্গে হাড় কাঁপানো ঠান্ডা শৈলশহর দার্জিলিংয়ে। উত্তরের পাঁচ জেলাতেই শীতের দাপট। কুয়াশাচ্ছন্ন মেঘে ঢাকা আকাশ চারিদিকে। নতুন বছরের প্রথম উইকেন্ডেই তুষারপাতের সম্ভাবনা শৈলশহর দার্জিলিংয়ে । ইতিমধ্যে পারদ নামতে শুরু করেছে পাহাড় থেকে শুরু করে সমতল সব জায়গাতে। চলতি সপ্তাহে আরও দু থেকে তিন ডিগ্রী পারদ কমতে পারে।
advertisement
বিশেষ করে উত্তরের পার্বত্য এলাকাগুলিতে জমজমাটি শীত। চলতি সপ্তাহেই সাদা বরফের চাদরে মুড়তে পারে দার্জিলিং, সোনাদা, ঘুম সহ কালিম্পং পার্বত্য এলাকা । শীত থেকে বাঁচতে ইতিমধ্যেই গায়ে জড়িয়েছে মোটা শীতবস্ত্র। রাস্তায় রাস্তায় গা-হাত-পা সেঁকতে আগুন জ্বালিয়ে বসে রয়েছে স্থানীয়রা সঙ্গে যোগ দিয়েছে পর্যটকরাও।
advertisement
advertisement
advertisement