নুরুল নামে তাঁকে কমই চেনেন, 'সিংহম' নামেই বেশি পরিচিত এই সিভিক পুলিশ, কেন জানেন?

Last Updated:

সুপারষ্টার অজয় দেবগনের সিনেমা সিংহম সকলের দেখা।সেখানে নায়কের অভিনিত সিংহম চরিত্রটি সকলের পছন্দ। এমন পুলিশকর্মীর খোঁজ করেন আমজনতা। তবে পুলিশ আধিকারিক না হলেও, বীরপাড়া এলাকায় রয়েছে সিংহম চরিত্রের মত এক পুলিশকর্মী।যাকে এলাকার বাসিন্দারা বলেন সিংহম।

+
নুরুল

নুরুল নামে তাঁকে কমই চেনেন, 'সিংহম' নামেই বেশি পরিচিত এই সিভিক পুলিশ, কেন জানেন?

আলিপুরদুয়ার: সুপারষ্টার অজয় দেবগনের সিনেমা সিংহম সকলের দেখা।সেখানে নায়কের অভিনিত সিংহম চরিত্রটি সকলের পছন্দ। এমন পুলিশকর্মীর খোঁজ করেন আমজনতা। তবে পুলিশ আধিকারিক না হলেও, বীরপাড়া এলাকায় রয়েছে সিংহম চরিত্রের মত এক পুলিশকর্মী। যাকে এলাকার বাসিন্দারা বলেন সিংহম।
advertisement
বীরপাড়া সংলগ্ন এলাকার এথেলবাড়িতে দেখা যায় এই সিভিক পুলিশকর্মীকে। ট্রাফিক নিয়ম কেউ ভঙ্গ করে বেশি দূর যেতে পারেননা এই সিংহমের জন্য। বাইকে চেপে গিয়ে নিয়মভঙ্গকারীকে ধরে ফেলেন তিনি।সিংহমের আসল নাম নরুল ইসলাম।এলাকায় তাকে আসল নামে খুব কম চেনেন বাসিন্দারা। এথেলবাড়ি চৌপথী এলাকায় তিন বছর আগেও দুর্ঘটনার সংখ্যা ছিল বেশি। তবে সিংহম আসার পর এই সংখ্যা অনেকটাই কমেছে বলে জানা যায় এলাকাবাসীদের কাছ থেকে।
advertisement
শুধু দুর্ঘটনা নয় এলাকার শিশুদের রাস্তা পার করিয়ে দেওয়া, বৃদ্ধদের সহায়তা করার কাজ করেন তিনি। এমনকি এলাকার যুবতিদের উত্যক্ত করা রোড রোমিওদের শায়েস্তা করেন তিনি।অভাবের সংসার সিভিক পুলিশের কাজের পাশাপাশি রাজমিস্ত্রীর কাজ করেন তিনি।তবে ভালবাসা সিভিক পুলিশের কাজের সঙ্গেই।
advertisement
Annanya Dey
view comments
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
নুরুল নামে তাঁকে কমই চেনেন, 'সিংহম' নামেই বেশি পরিচিত এই সিভিক পুলিশ, কেন জানেন?
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement