Bike Accident: বাইক নিয়ে উড়ে চলেছিল, হঠাৎ বিকট শব্দ! মুহূর্তে সব শেষ
- Published by:kaustav bhowmick
- hyperlocal
- Reported by:Harashit Singha
Last Updated:
বেপরোয়া গতির বলি হয়েছেন এই দুই বাইক আরোহী। বাইক নিয়ে তাঁরা কার্যত উড়ে যাচ্ছিলেন। আর তাতেই নিয়ন্ত্রণ হারিয়ে ট্যাক্সির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়
মালদহ: হঠাৎ বিকট শব্দ। রাস্তার পাশেই চায়ের দোকান বসেছিলেন বেশ কয়েকজন। সঙ্গে সঙ্গে ছিটকে বেরিয়ে আসেন সবাই। কিন্তু ততক্ষণে যা সর্বনাশ ঘটার ঘটে গেছে। রাস্তার উপর পড়ে রয়েছেন দুই বাইক আরোহী। একজনের দেহে আর প্রাণ নেই, অপরজনের অবস্থা আশঙ্কাজন। বাইকের সামনে দাঁড়িয়ে ছিল একটি ম্যাক্সি ট্যাক্সি। গাড়িটির সামনের অংশ দুমড়ে মুচড়ে গিয়েছে। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে পুখুরিয়া রাজ্য সড়কের উপর।
স্থানীয়দের থেকে জানা গিয়েছে, বেপরোয়া গতির বলি হয়েছেন এই দুই বাইক আরোহী। বাইক নিয়ে তাঁরা কার্যত উড়ে যাচ্ছিলেন। আর তাতেই নিয়ন্ত্রণ হারিয়ে ট্যাক্সির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। মালদহের পুখুরিয়া রাজ্য সড়কের উপর পীরগঞ্জ বটতলিা স্ট্যান্ডে দুর্ঘটনাটি ঘটে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে পুখুরিয়া থানার পুলিশ। বাইক আরোহী দুইজনের মৃতদেহ উদ্ধার করে নিয়ে যায়।
advertisement
advertisement
মৃত দুই যুবকের নাম শেখ জামিদুল ( ২৪) ও শেখ সাজুল( ২৩)। দু’জনেরই বাড়ি পুখুরিয়া থানার মহারাজপুর গোকুলনগর গ্রামে। স্থানীয় বাসিন্দা মাসিদুর রহমান বলেন, আমরা সকলেই চায়ের দোকানে বসে ছিলাম। হঠাৎ বিকট শব্দ শুনতে পাই। দোকান থেকে বেরিয়ে দেখি বাইক-ম্যাক্সি ট্যাক্সির মুখোমুখি সংঘর্ষ হয়েছে। ঘটনাস্থলাই একজনের মৃত্যু হয়। কিছুক্ষণ পরে আরও একজনের মৃত্যু হয়। ট্যাক্সির চালক পলাতক।
advertisement
জানা গিয়েছে, যাত্রী বোঝাই ম্যাক্সি ট্যাক্সিটি মালদহ থেকে পুখুরিয়ার দিকে যাচ্ছিল। অপরদিকে পুকুরিয়ার দিক থেকে বাইকটি মালদহের দিকে আসছিল। এই ঘটনার নেপথ্যে অন্য কোনও কারণ আছে কিনা এবং কীভাবে দুর্ঘটনাটি ঘটল তা জানতে তদন্ত শুরু করেছে পুলিশ।
advertisement
হরষিত সিংহ
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
April 03, 2024 5:26 PM IST