বাইকের ধাক্কায় ছিটকে পড়েন, চা বাগানে আদিবাসী মহিলার মৃত্যু
Last Updated:
টেরেসা মুণ্ডা জঙ্গলে ঘাস কাটতে যাচ্ছিলেন। সেই সময় বানারহাট থেকে লুকসানগামী একটি বাইক সজোরে এসে তাঁকে ধাক্কা মারে। ঘটনাটি ঘটে ১৭ নম্বর জাতীয় সড়কের উপর
বানারহাট, জলপাইগুড়ি, রকি চৌধুরী: জাতীয় সড়কে মর্মান্তিক বাইক দুর্ঘটনা। বাইকের ধাক্কায় মৃত্যু হল এক আদিবাসী মহিলার। ঘটনাটি বানারহাটের রেডব্যাঙ্ক চা বাগানের কাছে জাতীয় সড়কের উপর ঘটেছে। মৃত মহিলার নাম টেরেসা মুণ্ডা (৪৫)।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, টেরেসা মুণ্ডা জঙ্গলে ঘাস কাটতে যাচ্ছিলেন। সেই সময় বানারহাট থেকে লুকসানগামী একটি বাইক সজোরে এসে তাঁকে ধাক্কা মারে। ঘটনাটি ঘটে ১৭ নম্বর জাতীয় সড়কের উপর রেডব্যাঙ্ক চা বাগান এলাকায়। বাইকের ধাক্কায় সঙ্গে সঙ্গে রাস্তায় লুটিয়ে পড়েন তিনি। গুরুতর জখম অবস্থায় পড়ে থাকেন।
আরও পড়ুন: চা পাতা তুলতে যেতেই শুরু হাতাহাতি, তারপর যা হল…
খবর পেয়ে ছুটে আসে স্থানীয়রা। আসে পুলিশও। তাঁকে দ্রুত ঘটনাস্থল থেকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু তাতেও শেষ রক্ষা হয়নি। শত চেষ্টা করা সত্ত্বেও চিকিৎসকরা টেরেসা মুণ্ডাকে মৃত বলে ঘোষণা করেন।
advertisement
advertisement
এদিকে দুর্ঘটনার সঙ্গে সঙ্গে বাইক চালক ঘটনাস্থল থেকে পালিয়ে যায় বলে স্থানীয়রা জানিয়েছেন। যদিও পুলিশ ইতিমধ্যেই মামলা রুজু করে তদন্ত শুরু করেছে এবং অভিযুক্তের খোঁজে তল্লাশি শুরু হয়েছে।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
এই মর্মান্তিক দুর্ঘটনার পর এলাকাবাসীদেরর অভিযোগ, ওই সড়কপথে প্রায়ই অতিরিক্ত গতিতে যানবাহন চলাচল করে। ফলে দুর্ঘটনার ঝুঁকি বেড়ে যায়। তাঁদের দাবি, পুলিশ তৎপর হয়ে রাস্তায় স্পিডব্রেকার বসালে যানবাহনের গতি অনেকটাই নিয়ন্ত্রণে আসবে। এতে আগামী দিনে দুর্ঘটনার আশঙ্কা অনেকটাই কমানো সম্ভব হবে।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
August 12, 2025 9:05 PM IST