Bengali News: মশারির জালেই লেখা সর্বনাশ! হারিয়ে যাচ্ছে বিভিন্ন প্রজাতির নদীয়ালি মাছ

Last Updated:

পরিবেশবিদ তুহিন শুভ্র মণ্ডল জানান, একসময় মৎস্য সম্পদের বৈচিত্রের জন্যই আত্রেয়ীকে মানুষ জানত। তবে নদীগর্ভে মাছ কমে যাওয়ার অন্যতম কারণই হল জল না থাকার পাশাপাশি মশারির জাল দিয়ে বিভিন্ন প্রজাতির ছোট ছোট মাছ ধরা

+
অবাধে

অবাধে চলছে মাছ শিকার

দক্ষিণ দিনাজপুর: সরকারি নির্দেশিকাকে বুড়ো আঙুল দেখিয়ে আত্রেয়ী নদীতে মশারির জাল দিয়ে চলছে মাছ শিকার। এতে ধ্বংস হচ্ছে বিভিন্ন প্রজাতির মাছের রেনু। ফলে দিন দিন নদীতে মাছের পরিমাণ উদ্বেগজনকভাবে কমে যাচ্ছে। হারিয়ে যাচ্ছে বিভিন্ন প্রজাতির ছোট ছোট মাছ।
সরকারি নিয়মে ৪ দশমিক ৫ সেন্টিমিটার ফাঁসের জাল দিয়ে নদীতে মাছ শিকার করা নিয়ম। অথচ মশারির দিয়ে বেড় জাল তৈরি করে হচ্ছে মাছ শিকার। এর ফলে দিন দিন নদীগর্ভের ভারসাম্য নষ্ট হচ্ছে।
advertisement
অবাধে মাছ শিকার করার ফলে দেশীয় বিভিন্ন প্রজাতির মাছ, ডিমওয়ালা মাছ সহ জলজ প্রাণী ধরা পড়ছে জালে। রাইখর, গাংকই, বৌ মাছ, ফেঁসা, পুঁইয়া, গাঁগর, শিলং সহ একাধিক প্রজাতির মাছ আত্রেয়ীর বক্ষ থেকে ইতিমধ্যেই হারিয়ে যাচ্ছে বললেই চলে। শিং, ট্যাংরা, খইলশা, বাইন, কুঁচে, কাঁকড়া, চেলা, তেলাপিয়া, মাগুর, ছোট চিংড়ি, রুই, কাতলা, পাবদা সহ দেশীয় মাছ জাল দিয়ে ধরা হচ্ছে।
advertisement
এই বিষয়ে পরিবেশবিদ তুহিন শুভ্র মণ্ডল জানান, একসময় মৎস্য সম্পদের বৈচিত্রের জন্যই আত্রেয়ীকে মানুষ জানত। তবে নদীগর্ভে মাছ কমে যাওয়ার অন্যতম কারণই হল জল না থাকার পাশাপাশি মশারি জাল দিয়ে বিভিন্ন প্রজাতির ছোট ছোট মাছ ধরে ফেলা। এতে ছোট ছোট মাছ বড় হতে পারছে না তার পাশাপাশি মাছের ডিম সহ ধরে ফেলা হচ্ছে। এতেই হারিয়ে যাচ্ছে বিভিন্ন প্রজাতির মাছ। তাই মৎস্য দফতরের পক্ষ থেকে উদ্যোগ নেওয়া হলে রক্ষা পাবে এই সমস্ত বিভিন্ন প্রজাতির মাছ।
advertisement
আরও খবর পড়তে ফলো করুন
জানা গেছে, মশারি জাল সাধারণত সাত থেকে আট ফুট উচ্চতা বিশিষ্ট আকৃতির হয়। চারপাশ সূক্ষ্ম জাল দিয়ে ঘেরাও করে তৈরি করা হয়। ফলে নদীতে জাল ফেললেই খুব সহজেই মাছ ঢুকতে পারে। একটি মশারি জালের দাম আকার ও মান ভেদে ৪০০-৫০০ টাকা থেকে কয়েক হাজার টাকা পর্যন্ত হয়ে থাকে। স্বল্প ব্যয়ে এবং পরিশ্রমে অধিক আয়ের উৎস হওয়ায় জেলেদের কাছে খুব দ্রুত জনপ্রিয় হয়ে উঠছে এই জাল। তবে নির্দেশিকাকে বুড়ো আঙুল দেখিয়ে কীভাবে অবাধে চলছে এই মাছ শিকার তা নিয়ে উঠছে প্রশ্ন।
advertisement
সুস্মিতা গোস্বামী
view comments
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Bengali News: মশারির জালেই লেখা সর্বনাশ! হারিয়ে যাচ্ছে বিভিন্ন প্রজাতির নদীয়ালি মাছ
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement