Bengali News: বনকর্মীরা নেই, অসুস্থ লক্ষীপাঁচকে উদ্ধার করলেন সভাধিপতি

Last Updated:

প্যাঁচাটির ক্ষতস্থানে হলুদ লাগিয়ে তাকে উদ্ধার করে বাক্সবন্দী করে জলপাইগুড়ি অরণ্যভবনে নিয়ে আসেন। এরপর তিনি বনকর্মীদের হাতে তাকে তুলে দেন

বিশাল আকৃতির লক্ষ্মীপেঁচা
বিশাল আকৃতির লক্ষ্মীপেঁচা
জলপাইগুড়ি: শুক্রবার সকালে ধূপগুড়ির ঝুমুর এলাকায় একটি লক্ষ্মী প্যাঁচাকে ঠুকরে ঠুকরে ক্ষতবিক্ষত করে দেয় কাক। দেখতে পেয়ে স্থানীয় বাসিন্দারা যোগাযোগ করেন জলপাইগুড়ি জেলা পরিষদের সভাধিপতি সীমা চৌধুরীর সঙ্গে। কিন্তু এদিন মাধ্যমিক পরীক্ষা শুরু হওয়ায় বিশেষ ব্যস্ততা ছিল বনকর্মীদের। হাতির হাত থেকে তাদের রক্ষা করতে বনবস্তি ও চা বাগান অধ্যুষিত এলাকার পরীক্ষার্থীদের পরীক্ষাকেন্দ্রে পৌঁছে দেওয়া এবং পরীক্ষা শেষের পর তাদের ফের বাড়ি পৌঁছে দেন বনকর্মীরা।
তাই স্বাভাবিকভাবে বিট অফিসগুলিতে বনকর্মী ছিল না। ওইসময় গয়েরকাটা থেকে জলপাইগুড়ি জেলাপরিষদ অফিসে আসছিলেন সীমা চৌধুরী। খবর পেয়ে তিনি ওই বাড়িতে চলে যান। এরপর প্যাঁচাটির ক্ষতস্থানে হলুদ লাগিয়ে তাকে উদ্ধার করে বাক্সবন্দী করে জলপাইগুড়ি অরণ্যভবনে নিয়ে আসেন। এরপর তিনি বনকর্মীদের হাতে তাকে তুলে দিয়ে অফিসে চলে যান।
advertisement
advertisement
আরও খবর পড়তে ফলো করুন
পরে সীমা চৌধুরী বলেন, মাধ্যমিক পরীক্ষার জন্য বনকর্মীরা স্পেশাল ডিউটিতে ব্যাস্ত। তাই বলে অসুস্থ প্যাঁচাটিকে ফেলে রাখা যায় না। তাই আমি উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা করে পাখিটিকে গরুমারা ওয়াইল্ড লাইফ ডিভিশনের কর্মীদের হাতে তুলে দিলাম। এখানে তার চিকিৎসা হবে। সুস্থ হলে উপযুক্ত পরিবেশে ছেড়ে দেওয়া হবে।
advertisement
সুরজিৎ দে
view comments
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Bengali News: বনকর্মীরা নেই, অসুস্থ লক্ষীপাঁচকে উদ্ধার করলেন সভাধিপতি
Next Article
advertisement
সাউথ ব্লক ছেড়ে নতুন ঠিকানায় প্রধানমন্ত্রীর দফতর! সেন্ট্রাল ভিস্তায় গড়ে উঠল ‘সেবাতীর্থ’ কমপ্লেক্স, অমিত শাহ বললেন 'সোনালি যাত্রাপথ'!
সাউথ ব্লক ছেড়ে নতুন ঠিকানায় প্রধানমন্ত্রীর দফতর! সেন্ট্রাল ভিস্তায় গড়ে উঠল ‘সেবাতীর্থ’
  • প্রধানমন্ত্রীর দফতর সাউথ ব্লক ছেড়ে সেন্ট্রাল ভিস্তা প্রকল্পের নতুন কমপ্লেক্সে যাচ্ছে.

  • সেবাতীর্থ কমপ্লেক্সে থাকবে ক্যাবিনেট সচিবালয় ও NSA অজিত ডোভালের দফতর.

  • সেন্ট্রাল ভিস্তা প্রকল্পের অংশ হিসেবে নতুন প্রশাসনিক পরিকাঠামো গড়ে উঠেছে.

VIEW MORE
advertisement
advertisement