Madhyamik Exam 2024: বন দফতরের প্রস্তুতি সার, মাধ্যমিকের প্রথম দিনই হাতির আক্রমণে আহত
- Published by:kaustav bhowmick
- news18 bangla
- Reported by:NILANJAN BANERJEE
Last Updated:
হাতি তাঁকে পেছন থেকে শুঁড় দিয়ে ধাক্কা দিতে দিতে জঙ্গলের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করে। তারপর ১০-১৫ ফুট দূরে নিয়ে গিয়ে ছুড়ে ফেলে দেয়
বাঁকুড়া: গত বছরের মাধ্যমিক পরীক্ষার প্রথম দিন জলপাইগুড়িতে হাতির আক্রমণে মৃত্যু হয়েছিল এক পরীক্ষার্থীর। খানিকটা তেমনই স্মৃতি ফিরল শুক্রবার। এ দিন ছিল ২০২৪ সালের মাধ্যমিক পরীক্ষার প্রথম দিন। হাতির বিপদ থেকে বাঁচাতে জঙ্গলমহলে একাধিক পদক্ষেপ নেওয়া হয় প্রশাসনের পক্ষ থেকে। কিন্তু তা সত্ত্বেও হাতির বিপদ থেকে রক্ষা পাওয়া গেল না। এদিনই হাতির হানায় বাঁকুড়ায় মৃত্যুমুখ থেকে কোনরকমে বেঁচে ফিরলেন মধ্যবয়স্ক এক ব্যক্তি। ফলে জঙ্গল লাগোয়া এলাকার পরীক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে ব্যাপক আতঙ্ক দেখা দিয়েছে।
পরীক্ষার্থীদের যাতায়াতের পথে হাতি যাতে চলে না আসে তার জন্য বাঁকুড়া, ঝাড়গ্রাম সহ জঙ্গলমহলের গোটা এলাকায় বন দফতরের পক্ষ থেকে বেশ কিছু ব্যবস্থা নেওয়া হয়েছে। অথচ মাধ্যমিকের প্রথম দিনই বাঁকুড়ার বড়জোড়ায় হাতির হামলায় আহত হলেন গৌতম মণ্ডল (৫৪) নামে এক ব্যক্তি। বন দফতরের কঠিন সুরক্ষার বেড়াজাল ভেঙে কীভাবে এই ঘটনা ঘটল তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।
advertisement
advertisement
শুক্রবার প্রাতঃভ্রমণে বেরিয়ে হাতের আক্রমণের শিকার হন গৌতম মণ্ডল। ফোন করে সাহায্য চান স্থানীয় বাসিন্দা প্রকাশ মণ্ডলের কাছে। খবর পেয়ে ছুটে এসে গৌতমবাবুকে তিনি উদ্ধার করেন।
উদ্ধারকারী প্রকাশ মণ্ডল জানান, জঙ্গল লাগোয়া রাস্তা দিয়ে প্রাতঃভ্রমণ করার সময় আচমকাই ওই ব্যক্তি হাতির সামনে পড়ে গিয়েছিলেন। একটি হাতি তাঁকে পেছন থেকে শুঁড় দিয়ে ধাক্কা দিতে দিতে জঙ্গলের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করে। তারপর ১০-১৫ ফুট দূরে নিয়ে গিয়ে ছুড়ে ফেলে দেয়। আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে বড়জোড়া সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
advertisement
আরও খবর পড়তে ফলো করুন
হাতির আক্রমণে গৌতাম মণ্ডলের পায়ে গুরুতর আঘাত লেগেছে। পরে তাঁকে বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হয়। মাধ্যমিক পরীক্ষার মধ্যে এই ঘটনা ঘটায় প্রবল আতঙ্কে বড়জোরার পরীক্ষার্থীরা।
নীলাঞ্জন ব্যানার্জী
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
February 02, 2024 8:11 PM IST