Bengali News: ২০ বছরের চেষ্টায় তুলাইপাঞ্জি চাষ করতে পারলেন এই কৃষকরা! দীর্ঘ প্রতীক্ষার কারণ কী?
- Published by:Shubhagata Dey
- news18 bangla
- Reported by:ANNANYA DEY
Last Updated:
রাসায়নিক সার ঠিক কতটুকু ব্যবহার করতে হবে তা বুঝতে পারছিলেন না এই এলাকার কৃষকেরা
আলিপুরদুয়ার: ২০ বছরের চেষ্টা সফল। অবশেষে তুলাইপাঞ্জি ধান চাষ করে সাফল্যের মুখ দেখলেন কৃষকরা। ঘরে তুললেন তুলাইপাঞ্জি চাল। নিজেদের প্রচেষ্টায় মেন্দাবাড়িতে এই বিশেষ তুলাইপাঞ্জি ধান চাষ করে সফলতার মুখ দেখলেন তাঁরা।
আরও পড়ুন: ১১২ ডায়াল করলেই দোরগোড়ায় পুলিশ
রাসায়নিক সার নয়, জৈব সার দিয়ে তুলাইপঞ্জি ধান চাষ করেছেন মেন্দাবাড়ির কৃষকরা। লতাবাড়িতেও হয়েছে এই ধানের চাষ। গত ২০ বছর ধরে তুলাইপাঞ্জি ধান চাষ করার চেষ্টা করছেন এই এলাকার কৃষকরা। চলতি বছরই এই ধান বাজারে বিক্রির জন্য পাঠাবেন কৃষকেরা। বাজারে খুবই চাহিদা আছে তুলাইপাঞ্জি চালের।
advertisement
advertisement
রাসায়নিক সার ঠিক কতটুকু ব্যবহার করতে হবে তা বুঝতে পারছিলেন না এই এলাকার কৃষকেরা। ফলে গত কয়েক বছর ধরে ধানের চারা রোপন করলেও তা পূর্ণতা লাভ করছিল না। এবারে তাই রাসায়নিক সার বাদ দিয়ে জৈব সার প্রয়োগ করে চাষ করেন তাঁরা। আর তাতেই এল সাফল্য।
আরও খবর পড়তে ফলো করুন
advertisement
ঘনশ্যাম ছেত্রি নামের এক কৃষক জানান, সাধারণত উত্তর ও দক্ষিণ দিনাজপুরের মত জেলাগুলিতে এই ধানের চাষ হয়। আমরা চেয়েছিলাম আলিপুরদুয়ার জেলাতেও এই ধানের চাষ করতে। ২০ বছর ধরে চেষ্টা চালিয়ে অবশেষে এল সাফল্য। এলাকার প্রায় ২০ বিঘা জমিতে এই ধানের চাষ হয়েছে। এই চালে রয়েছে সুগন্ধ। তুলাইপঞ্জি চাল দিয়ে পোলাও,পায়েস থেকে শুরু বিভিন্ন পদের রান্না দুর্দান্ত হয়। এজন্য বাজারে এই তুলাইপঞ্জি চালের খুবই চাহিদা আছে।
advertisement
অনন্যা দে
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
February 17, 2024 3:03 PM IST