Bengali News: ২০ বছরের চেষ্টায় তুলাইপাঞ্জি চাষ করতে পারলেন এই কৃষকরা! দীর্ঘ প্রতীক্ষার কারণ কী?

Last Updated:

রাসায়নিক সার ঠিক কতটুকু ব‍্যবহার করতে হবে তা বুঝতে পারছিলেন না এই এলাকার কৃষকেরা

+
তুলাইপাঞ্জি

তুলাইপাঞ্জি ধান

আলিপুরদুয়ার: ২০ বছরের চেষ্টা সফল। অবশেষে তুলাইপাঞ্জি ধান চাষ করে সাফল্যের মুখ দেখলেন কৃষকরা। ঘরে তুললেন তুলাইপাঞ্জি চাল। নিজেদের প্রচেষ্টায় মেন্দাবাড়িতে এই বিশেষ তুলাইপাঞ্জি ধান চাষ করে সফলতার মুখ দেখলেন তাঁরা।
রাসায়নিক সার নয়, জৈব সার দিয়ে তুলাইপঞ্জি ধান চাষ করেছেন মেন্দাবাড়ির কৃষকরা। লতাবাড়িতেও হয়েছে এই ধানের চাষ। গত ২০ বছর ধরে তুলাইপাঞ্জি ধান চাষ করার চেষ্টা করছেন এই এলাকার কৃষকরা‌। চলতি বছরই এই ধান বাজারে বিক্রির জন‍্য পাঠাবেন কৃষকেরা। বাজারে খুবই চাহিদা আছে তুলাইপাঞ্জি চালের।
advertisement
advertisement
রাসায়নিক সার ঠিক কতটুকু ব‍্যবহার করতে হবে তা বুঝতে পারছিলেন না এই এলাকার কৃষকেরা। ফলে গত কয়েক বছর ধরে ধানের চারা রোপন করলেও তা পূর্ণতা লাভ করছিল না। এবারে তাই রাসায়নিক সার বাদ দিয়ে জৈব সার প্রয়োগ করে চাষ করেন তাঁরা। আর তাতেই এল সাফল্য।
আরও খবর পড়তে ফলো করুন
advertisement
ঘনশ‍্যাম ছেত্রি নামের এক কৃষক জানান, সাধারণত উত্তর ও দক্ষিণ দিনাজপুরের মত জেলাগুলিতে এই ধানের চাষ হয়। আমরা চেয়েছিলাম আলিপুরদুয়ার জেলাতেও এই ধানের চাষ করতে। ২০ বছর ধরে চেষ্টা চালিয়ে অবশেষে এল সাফল্য। এলাকার প্রায় ২০ বিঘা জমিতে এই ধানের চাষ হয়েছে। এই চালে রয়েছে সুগন্ধ। তুলাইপঞ্জি চাল দিয়ে পোলাও,পায়েস থেকে শুরু বিভিন্ন পদের রান্না দুর্দান্ত হয়। এজন্য বাজারে এই তুলাইপঞ্জি চালের খুবই চাহিদা আছে।
advertisement
অনন্যা দে
view comments
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Bengali News: ২০ বছরের চেষ্টায় তুলাইপাঞ্জি চাষ করতে পারলেন এই কৃষকরা! দীর্ঘ প্রতীক্ষার কারণ কী?
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement